সুওয়াল ঃ- মহিলাদের ঈদ, জুময়া
এবং অন্যান্য নামায জামায়াতে আদায় করার জন্য মসজিদে, ঈদগাহে যাওয়া জায়েয আছে কিনা?
জাওয়াব ঃ- মহিলাদের ঈদ, জুময়া
এবং অন্যান্য নামায জামায়াতে আদায় করার জন্য মসজিদে বা ঈদগাহে যাওয়া মাকরূহে
তাহরীমী। (হেদায়া মায়াদ্দেরায়াহ্, নেহায়া, ইনায়া, কেফায়া, ফতহুল ক্বাদির, মাবসুত লি সারাখসী, আলমগীরী
বাহ্রুর রায়েক, মারাকিউল ফালাহ,
বাদাউস্ সানাহ্, এলাউস সুনান, শামী, দুররুল
মুখতার ইত্যাদি কিতাবে উল্লেখ করা হয়েছে। আর হাদীছ শরীফে মেয়েদেরকে ঘরের মধ্যে
নামায পড়ার জন্য এ বলে উৎসাহ দেয়া হয়েছে যে, মহিলাদের মসজিদে জামায়াতে নামায
পড়ার চেয়ে ঘরে একা নামায পড়ায় পঁচিশ গুণ বেশী ফযীলত পাওয়া যায়। (দায়লামী শরীফ)
এ সম্পর্কে বিস্তারিত ফতওয়া জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত
পত্রিকার ৩য় বর্ষ ৪র্থ সংখ্যা (১১তম সংখ্যা) পত্রিকা পড়ুন, যাতে
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে যাওয়া মাকরূহে তাহ্রীমী হওয়া সম্পর্কে ৬৫টি
নির্ভরযোগ্য ও বিখ্যাত কিতাবের দলীল দেয়া হয়েছে।
আবা-২২মহিলা জামাত- লিংক - https://khawajarazi.blogspot.com/2018/09/blog-post_840.html
0 Comments:
Post a Comment