২৬২ নং- সুওয়াল: যে জায়নামাযে কা’বা শরীফ এবং মসজিদে নববীর ছবি থাকে, তাতে নামায পড়া কি?


সুওয়াল: যে জায়নামাযে কাবা শরীফ এবং মসজিদে নববীর ছবি থাকে, তাতে  নামায পড়া কি?
জাওয়াব : আমাদের হানাফী মাযহাব মোতাবেক পবিত্র কাবা শরীফ উনার ছাদে উঠা মাকরূহ্ তাহরীমী। কেননা পবিত্র কাবা শরীফ উনাকে সম্মান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কাজেই যে জায়নামাযে পবিত্র কাবা শরীফ উনার ছবি থাকে, তাতে নামায পড়া আদবের খেলাফ। কারণ জায়নামায হলো- যার মধ্যে নামায পড়া হয়, আর নামায পড়তে হলে পা রাখতে হবে, বসতে হবে, আবার অনেক সময় অনেকে পা দিয়ে জায়নামাযের ক্বিবলা ঠিক করে থাকে, যা সম্পূর্ণ আদবের খেলাফ। কিতাবে আছে,
...... ادب محروم كشت از لطف رب.
অর্থঃ- বেয়াদব মহান আল্লাহ পাক উনার রহমত থেকে বঞ্চিত।
আর যে জায়নামাযে মসজিদে নববীর ছবি থাকে, তাতে  নামায পড়া নাজায়েয এবং জায়গা বিশেষে কুফুরীও হতে পারে। কারণ, মসজিদে নববীর মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা শরীফ। এমনকি উনার সাথে সংশ্লিষ্ট যা কিছু রয়েছে, সমস্ত কিছুই তাযীম ও তাকরীম করা ওয়াজিব এবং ফরজের অন্তর্ভূক্ত। কেননা যে জায়নামাযে পবিত্র রওজা শরীফ উনার ছবি থাকে, তাতে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক পা পড়ে যায়, যা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শান মুবারক উনার খেলাফ। এই কারণে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র রওজা শরীফ উনার ছবির উপর পা রাখা নিষেধ বা হারাম। আর পবিত্র কাবা শরীফ, মসজিদে নববী শরীফ এবং তৎসংলগ্ন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা শরীফ মহান আল্লাহ পাক উনার নির্দশনসমূহের মধ্যে অন্যতম। যার প্রতি সম্মান করা প্রত্যেকের জন্য অপরিহার্য এবং কল্যাণের কারণ। যেমন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
ومن يعظم حرمت الله فهو خير له عند ربه.
অর্থঃ- মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সম্মানকৃত যা কিছু রয়েছে, তাকে যে সম্মান করলো- এটা তার জন্য কল্যাণ বা ভালাইয়ের উছীলা স্বরূপ।
          অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে,
ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب.
অর্থঃ- যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারকসমূহের প্রতি সম্মান করবে, নিশ্চয়ই তা তার অন্তরের তাকওয়া বা পবিতরতার কারণ।
মূলতঃ ইহুদী, নাসারা তথা এক কথায় সমস্ত বিধর্মীরা মুসলমানদের ঈমান, আক্বীদা নকরার জন্য নানারূপ চক্রান্ত করছে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে,                
الكفر ملة واحدة.
অর্থঃ- সমস্ত কাফিরের ধর্ম এক (একদল)।
          তারা জায়নামাযে পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফ ইত্যাদির ছবি দিয়ে মুসলমানদের দ্বারা নেক কাজের সুরতে পাপের কাজ বা নাজায়েয কাজ করাচ্ছে। যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানদের একান্ত কর্তব্য।
আবা-২০

0 Comments: