জাওয়াব : না,
ইয়াওমুস সাবতি বা শনিবার এবং ইয়াওমুল আরবিয়ায়ি বা বুধবার
শিঙ্গা লাগানো,
নখ ও চুল ইত্যাদি কাটা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নিষেধ
করা হয়েছে। যেমন ইরশাদ মুবারক হয়েছে,
قال
رسول الله صلى الله عليه وسلم من احتجم يوم الا ريعاء ويوم السبت فا صابه برص.
অর্থঃ- নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি ইয়াওমুল আরবিয়ায়ি বা বুধবার ও ইয়াওমুস সাবতি বা শনিবার শিঙ্গা
লাগাবে,
তার শেত্বকুষ্টরোগ হবে।”
পবিতর হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে,
النهى
عن قص الا ظفار يوم الا ربع فائه يورث البرص.
অর্থঃ- ইয়াওমুল আরবিয়ায়ি
বা বুধবার দিনে নখসমূহ কাটা যাবেনা। নিশ্চয়ই ওটা শ্বেতকুষ্ট হওয়ার কারণ।”
এছাড়া
অন্যান্য দিনগুলিতে শিঙ্গা লাগানো, চুল ও নখ ইত্যাদি কাটা যাবে। তবে
বৃহস্পতিবার এবং শুক্রবার জুময়ার নামাযের আগে চুল ও নখ কাটা উত্তম।
আবা-২০
0 Comments:
Post a Comment