২৫০ নং- সুওয়ালঃ নখ কাটার সুন্নাত তরীকা কি? জানালে বাধিত হবো।


সুওয়ালঃ নখ কাটার সুন্নাত তরীকা কি? জানালে বাধিত হবো।
জাওয়াব : হাত ও পায়ের নখ কাটার সুন্নাত তরীকা এক করম নয়।
          হাতের নখ কাটার সুন্নাত তরীকা হলো- প্রথমে ডান হাতের শাহাদাত বা তর্জনী, অতঃপর মধ্যমা, অতঃপর অনামীকা, অতঃপর কনিষ্ঠা অঙ্গুলির নখ কাটা। তৎপর বাম হাতের কনিষ্ঠা, অতঃপর অনামীকা, অতঃপর মধ্যমা, অতঃপর তর্জনী, অতঃপর বৃদ্ধাঙ্গুল এবং সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটা।
          পায়ের নখ কাটার সুন্নাত তরীকা হলো- ডান পায়ের কনিষ্ঠাঙ্গুল থেকে শুরু করে পর্যায়ক্রমে বৃদ্ধাঙ্গুলে শেষ করা, অতঃপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলী থেকে শুরু করে ধারাবাহিকরূপে কনিষ্ঠাঙ্গুলে শেষ করা।
          উল্লেখ্য যে, হাত ও পায়ের নখ কাটার সুন্নাত তরীকা কয়েক প্রকার বর্ণিত রয়েছে। তবে তার মধ্যে যেটা মশহুর ও আফযল সেটাই উল্লেখ করা হলো। (ইহ্ইয়াউল উলুম)
আবা-২০

0 Comments: