২৬৯ নং- সুওয়াল : কোন ব্যক্তি যদি রোজা রেখে স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় ভুলে কিছু পান করে অথবা খেয়ে ফেলে, তবে রোজা ভঙ্গ হবে কি?


সুওয়াল : কোন ব্যক্তি যদি রোজা রেখে স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় ভুলে কিছু পান করে অথবা খেয়ে ফেলে, তবে রোজা ভঙ্গ হবে কি?
জাওয়াব : না, রোজা রাখা অবস্থায় স্বপ্নে কিছু পান করলে বা খেলে রোজা ভঙ্গ হবে না। আর জাগ্রত অবস্থায় ভুলে পেট ভরে পানাহার করলেও রোজা ভঙ্গ হবেনা। তবে অবশ্যই রোজার কথা স্মরণ হওয়ার সাথে সাথেই পানাহার থেকে বিরত থাকতে হবে। রোজার কথা স্মরণ হওয়ার পর যদি সামান্য খাদ্য বা পানীয় গিলে ফেলে, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। এতে শুধু উক্ত রোজার কাযা আদায় করতে হবে, কাফফারা দিতে হবেনা। (দুররুল মুখতার, শামী)
আবা-২০

0 Comments: