জাওয়াব: ই’তিকাফ তিন প্রকার, যথা- (১)
ওয়াজিব, (২) সুন্নাতে মুয়াক্কাদাহ্, (৩) নফল। ওয়াজিব ই’তিকাফঃ- কেউ যদি ই’তিকাফ করার জন্য মান্নত করে, সেটা পালন করা তার জন্য ওয়াজিব, এরূপ ই’তিকাফ
রোজা করা শর্ত।
সুন্নাতে
মুয়াক্কাদাহ্ ই’তিকাফ: মান্নত
ছাড়াই পবিত্র রমযান শরীফ মাস উনার শেষের দশদিন ই’তিকাফ করা।
নফল ই’তিকাফ: ই’তিকাফ
যেকোন সময় রাখা যায়,
এর কোন সময়সীমা নির্ধারিত নেই এবং রোজা রাখাও শর্ত নয়।
আবা-২১
0 Comments:
Post a Comment