জাওয়াবঃ ওযু করার সময় রোজার কথা যদি ভুলে যায়, আর
এমতাবস্থায় গলার ভিতর কিছু পানি প্রবেশ করে, তাহলে
রোজা ভঙ্গ হবে না। পক্ষান্তরে ওযু করার সময় সে রোজা আছে, একথা যদি
মনে থাকে,
আর অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর পানি ঢুকে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা কাজা করতে হবে কিন্তু কাফ্ফারা আদায় করতে হবে
না।
আবা-২০
0 Comments:
Post a Comment