জাওয়াব : নিম দাড়ি বলা হয় নীচের ঠোঁট ও থুতনির
মধ্যবর্তী ছোট দাড়িকে। এটা আলাদা কোন দাড়ি নয় বরং মূল দাড়িরই অন্তর্ভূক্ত। সম্মানিত
ইসলামী শরীয়ত উনার হুকুম মোতাবেক নিম দাড়ি কাটাও বিদয়াত ও মাকরূহ। যেমন বুখারী
শরীফ উনার শরাহ্ ফয়জুল বারী কিতাবে উল্লেখ করা হয়েছে- ঠোট ও থুতনির মধ্যবর্তী
কেশ, দাড়ির অন্তর্ভূক্ত। সেটাও কাটা ও ছাটা নিষেধ। অতএব, নিম দাড়ি
রাখাও ওয়াজিবের অন্তর্ভূক্ত।
আবা-২০
0 Comments:
Post a Comment