২৯০ নং- সুওয়াল : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে যাওয়ার সময় কোন্ কোন্ আকাশে কোন্ কোন্ হযরত আম্বিয়া আলাইহিস সালাম উনাদের সাথে সাক্ষাৎ করেছিলেন?


সুওয়াল :  নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মিরাজ শরীফে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে যাওয়ার সময় কোন্ কোন্ আকাশে কোন্ কোন্ হযরত আম্বিয়া  আলাইহিস সালাম উনাদের সাথে সাক্ষাৎ করেছিলেন?






জাওয়াব : প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহ্ইয়া  আলাইহিস সালাম উনার, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনার, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম উনার, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম উনার,      সপ্তম আকাশে হযরত ইব্রাহীম আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করেছিলেন। সাত আকাশে সর্বমোট আটজন আম্বিয়া আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। (মিশকাত শরীফ, সিহাহ্ সিত্তাহ্)

আবা-২১

0 Comments: