তামীম গোত্রের আবু হালাহ হিন্দ নাব্বাশ ইবনে জুরারা উনার সাথে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার প্রথম শাদী মুবারক সম্পন্ন হয়। শাদী মুবারকের পর আবু হালাহ হিন্দ বেশি দিন যমীনে অবস্থান করেননি। উনার ঔরসে ৩ জন সন্তান বিলাদত শরীফ গ্রহণ করেন। একজন মেয়ে সন্তান দুইজন ছেলে সন্তান। উনাদের নাম নিম্নে দেওয়া হলো :
১. হযরত যাইনাব আলাইহাস সালাম (তিনি অল্প বয়সেই বিছাল শরীফ গ্রহণ করেন)।
২. হযরত হিন্দ আলাইহিস সালাম।
৩. হযরত হালাহ আলাইহিস সালাম।
প্রাথমিক যুগে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণকারীগণ উনাদের মধ্যে হযরত হিন্দ আলাইহিস সালাম এবং হযরত হালাহ রদ্বিয়াল্লাহু তায়লা আনহু উনারা অন্যতম। হযরত হিন্দ রদ্বিয়াল্লাহু তায়লা আনহু তিনি সর্বদা নূরে মুজাস্সাম, হাবীবুল্লাাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে অবস্থান মুবারক করতেন। তিনি বদর-ওহুদসহ অনেক জিহাদে শরীক হয়েছেন। হযরত হিন্দ আলাইহিস সালাম তিনি আমীরুল মু’মিনীন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধানে শেষ হায়াত মুবারক অতিবাহিত করেন। ৩৬ হিজরীতে সংঘটিত জঙ্গে জামালে তিনি পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
হযরত হালাহ আলাইহিস সালাম তিনিও দীর্ঘ সময় যমীনে অবস্থান মুবারক করেন। তিনি পবিত্র মক্কা শরীফে অবস্থান মুবারক করতেন। তথাপি তিনি সর্বদা নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক রাখতেন। প্রায়ই পবিত্র মদীনা শরীফে গমন করে ছোহবত মুবারক ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ!
মাখযূম গোত্রের আতীক্ব ইবনে আবিদ ইবনে আব্দুল্লাহ উনার সাথে উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার দ্বিতীয় শাদী মুবারক সম্পন্ন হয়। এ ঘরে ২ জন সন্তান বিলাদত শরীফ গ্রহণ করেন। একজন ছেলে সন্তান আর একজন মেয়ে সন্তান। উনাদের নাম মুবারক নিম্নে দেওয়া হলো:
১. হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম (তিনি অল্প বয়সেই বিছাল শরীফ গ্রহণ করেন)।
২. হযরত হিন্দাহ আলাইহাস সালাম। তিনি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের অন্তর্ভূক্ত হন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আবনা আলাইহিমুস সালাম এবং বানাত আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন মোট আট জন। উনাদের মধ্যে একজন ব্যতীত বাকী ৭ জন উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যম দিয়ে বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার ধারাবাহিকতায় উনাদের সম্মানিত নাম মুবারক:
১. আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা আন নূরুল আউওয়াল (হযরত ক্বাসিম) আলাইহিস সালাম
২. বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুল ঊলা (হযরত যাইনাব) আলাইহাস সালাম
৩. আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা আন নূরুছ ছানী (হযরত ত্বইয়্যিব) আলাইহিস সালাম
৪. আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা আন নূরুছ ছালিছ (হযরত ত্বাহির) আলাইহিস সালাম
৫. বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুছ ছানিয়া (হযরত রুক্বাইয়্যাহ) আলাইহাস সালাম।
৬. বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুছ ছালিছা (হযরত উম্মে কুলছূম) আলাইহাস সালাম।
৭. বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুর রবিয়া (হযরত যাহরা) আলাইহাস।
0 Comments:
Post a Comment