নছীহতে উম্মুল উমাম আলাইহাস ছলাতু ওয়াস সালাম - পর্ব ৬

যে ব্যক্তি সুন্নত মুবারক উনাকে হেফাযত করবে মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত করবেন।

সাইয়্যিদাতুন নিসা, মুতহহারাহ, মুতহহিরাহ, উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি

বলেন, রহমত ব্যতীত নেক কাজ করা সম্ভব না। আর নেক কাজ না করলে পরকালে আযাব ভােগ করতে হবে। সুতরাং সকলের উচিত রহমত মুবারক লাভ করার কোশেশ করা। আর রহমত মুবারক লাভ করার একটি মাধ্যম হলাে - ওলী-আল্লাহগণ উনাদের ছােহবত মুবারক ইখতিয়ার করা। আরেকটি মাধ্যম হলাে সুন্নত মুবারক উনাদের ইত্তেবা তথা অনুসরণ করা। এ প্রসঙ্গে সাইয়্যিদাতুন নিসা, মুতহহারাহ্, মুতহিরাহ্, উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক ও করেন,
أَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ“ ( سورة النور - 56
অর্থ মুবারক- “তােমরা মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, . হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ কর, অবশ্যই তােমরা রহমত মুবারক প্রাপ্ত হবে।” (সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া মুরশিদিনাল আযীম আলাইহিস - সালাম)


সাইয়্যিদাতুন নিসা, মুত্বহহারাহ্, মুত্বহহিরাহ, উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আরাে বলেন,

* মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীস শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ।

* অর্থ মুবারক- “মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরি ইরশাদ মুবারক করেন,

যে ব্যক্তি আমার সুন্নত মুবারক উনাকে হিফাযত করবে, মহান আল্লাহ পাক তিনি তাঁকে চারটি ছিফত দ্বারা সম্মানিত করবেন।

১. নেককারদের অন্তরে মুহব্বত পয়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন।

২. পাপীদের অন্তরে ভীতি পয়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন।

৩. রিযিকের ব্যাপারে সচ্ছলতা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন।

৪. দ্বীনের ব্যাপারে দৃঢ়তা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন। অর্থাৎ সম্মানিত দ্বীন উনার উপর ইস্তিকামত থাকার তৌফিক দান করবেন।” (তাফসীরে হাক্কী ৩/৮)।
সাইয়্যিদাতুন নিসা, মুতহহারাহ, মুতহহিরাহ, উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, সকল বান্দা-বান্দী ও উম্মত উনাদের উচিত ওলীআল্লাহগণ উনাদের ছােহবত মুবারক ইখতিয়ার করা এবং সুন্নত মবারক উনার ইত্তেবা করার মাধ্যমে রহমত মুবারক হাসিলের কোশেশ করা।

























0 Comments: