ইবনে তাইমিয়ার ‘মজমুয়ায়ে ফতোয়া’ থেকে শবে বরাতের আমলের দলীল


ইবনে তাইমিয়ার ‘মজমুয়ায়ে ফতোয়া’ থেকে শবে

 বরাতের আমলের দলীল



সালাফীদের মূল গুরু ইবনে তাইমিয়াও শবে বরাতের ফযীলত ও রাতের আমল স্বীকার করেছে। অথচ উত্তসূরি বর্তমান সালাফীরা শবে বরাতের বিরোধীতায় দিনরাত মশগুল।
আসুন দেখা যাক ইবনে তাইমিয়া তার ‘মাজমুয়ায়ে ফতোয়া’ কিতাবে শবে বরাত বিষয়ে কি বলেছে,

وَأَمَّا لَيْلَةُ النِّصْفِ فَقَدْ رُوِيَ فِي فَضْلِهَا أَحَادِيثُ وَآثَارٌ وَنُقِلَ عَنْ طَائِفَةٍ مِنْ السَّلَفِ أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ فِيهَا
অর্থ: মূলকথা শবে বরাতের মর্যাদা হাদীস শরীফ দ্বারা সাব্যস্ত আছে। এ রাতের নামাজের ব্যাপারে অনেক ফযীলত বর্ণিত আছে। সলফে সালেহীনগন এ রাতে নামায আদায় করতেন।”
(দলীল: মজমুয়ায়ে ফতোয়া ২৩ তম খন্ড ১৩২ পৃষ্ঠা)


ইবনে তাইমিয়ার কিতাব থেকে যা বোঝা গেলো,
১) শবে বরাতের অস্তিত্ব আছে।
২) শবে বরাত হাদীস শরীফ দ্বারা প্রমাণিত।
৩) এ রাত জেগে নামাজ বা ইবাদত করার অনেক ফযিলত রয়েছে।
৪) সলফে সালেহীনগন এ রাতে ইবাদত বন্দেগী করতেন।


সূতরাং যারা শবে বরাত অস্বীকার কারী তারা মূলত সলফে সালেফীনদের পথতো বটেই নিজেদের গুরু ইবনে তাইমিয়ার পথ থেকেও খারীজ।

0 Comments: