কবর খনন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব-১

কবর খনন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব-১Published from Blogger Prime Android App

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে কবর খননের প্রচলন রয়েছে। কিন্তু অনেকেরই কবর খননের সঠিক ও মহাসম্মানিত সুন্নতী তারতীব সম্পর্কে জানা নেই। কিভাবে এবং কতুটুকু কবর খনন করতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই নিম্নে সংক্ষিপ্ত আকারে কবর খনন করার পদ্ধতি আলোচনা করা হলো। 

সাধারণত কবর দুই প্রকার।
 ১. ‘লাহাদ’ বা বগলী কবর।
 ২. ‘শাক্ব’ বা সিন্দুকী কবর।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানাতেও উক্ত দুই প্রকার কবরেই দাফন করা হতো। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন যিনি বগলী কবর খননে পারদর্শী ছিলেন। এবং অপর একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন ; যিনি সিন্দুকী কবর খননে অভ্যস্ত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পর উনার পবিত্র রওযা শরীফ নির্মাণ কাজের জন্য উক্ত দুইজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদেরকে সংবাদ দেয়া হয়। উনাদের মধ্যে যিনি বগলী কবর খনন করতেন তিনি আগে আসেন। ফলে উনার দ্বারা বগলী কবর তথা পবিত্র রওযা শরীফ প্রস্তুত করা হয়। সুবহানাল্লাহ!

যেমন এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حضرت ابن عباس رضي الله تعالى عنه قال لما أرادوا أن يحفروا لرسول الله صلى الله عليه وسلم  بعثوا إلى أبي عبيدة بن الجراح رضى الله تعالى عنه وكان يضرح كضريح أهل مكة وبعثوا إلى أبي طلحة رضی الله تعالى عنه وكان هو الذي يحفر لأهل  المدينة وكان يلحد فبعثوا إليهما رسولين فقالوا اللهم خر لرسولك صلى الله عليه وسلم فوجدوا أبا طاحةرضى الله تعالى عنه فجيء به ولم يوجد أبو عبيدة رضي الله تعالى عنه فلحد لرسول الله صلى الله عليه وسلم.‎
অর্থঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পবিত্র রওযা শরীফ প্রস্তুত করার ইচ্ছা মুবারক প্রকাশ করলেন। তখন উনারা হযরত আবূ উবাইদা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে লোক পাঠালেন। তিনি পবিত্র মক্কা শরীফ উনার অধিবাসীগণের কবর খননের ন্যায় (সিন্দুকী) কবর খনন করতেন। আর উনারা হযরত আবূ ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছেও লোক পাঠালেন। তিনি পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণের কবর খননের ন্যায় লাহাদ বা বগলী কবর খনন করতেন। অতঃপর উনারা উক্ত দুজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদের কাছে দুজনকে পাঠিয়ে বললেন, আয় মহান আল্লাহ পাক! আপনার মহাসম্মানিত হাবীব,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য আপনি যা পছন্দ করেন, তাই করুন। উনারা হযরত আবূ ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পেয়ে নিয়ে আসলেন। কিন্তু হযরত আবূ উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পাওয়া গেল না। ফলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য লাহাদ বা বগলী তারতীবে মহাসম্মানিত রওজা শরীফ প্রস্তুত করা হয়। (ইবনে মাজাহ শরীফ) 
উল্লেখ্য, যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য লাহাদ বা বগলী তারতীবে মহাসম্মানিত রওজা শরীফ প্রস্তুত করা হয়, যার কারণে বগলী কবর সিন্দুক কবর অপেক্ষা উত্তম। কিন্তু যেসব স্থানের মাটি নরম, সেখানে বগলী কবর শীঘ্রই ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে, যার কারণে সেসব স্থানে সিন্দুকী কবর করাই উচিত। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২৬৫ তম সংখ্যা,পৃষ্ঠা নং: ৬১-৬৩, ফতওয়ায়ে শামী, বাহরুর রায়িক, দুররুল মুখতার, ইনায়া ইত্যাদি) (পরবর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন)

0 Comments: