৩. ঢাকাস্থ ‘রাজারবাগ শরীফ’ থেকে কার্যক্রম শুরু :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ববর্তী সময়ে যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা এসেছিলেন, উনারা একটি নির্দিষ্ট কওমের হিদায়েতের জন্য এসেছিলেন। একমাত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছেন পুরো কায়িনাতের জন্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন ‘খাতামুন নাবিইয়ীন’ অর্থাৎ উনার পর আর কোনো হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা আসবেন না; কিন্তু উনার উম্মতের মধ্য থেকে আসবেন সম্মানিত “মুজাদ্দিদ”। মুজাদ্দিদগণ কোনো একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করলেও উনাদের হিদায়েতের কার্যপরিধি থাকে পৃথিবীব্যাপী।
আর একজন সম্মানিত মুজাদ্দিদসহ সকল ওলীআল্লাহগণ উনারা কে কোথায় অবস্থান করে হিদায়েতের কার্যক্রম পরিচালনা করবেন তা মূলত নিয়ন্ত্রণ করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। যেমন হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তৎকালীন বৃহত্তর পারস্যের অধিবাসী হলেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশক্রমে ভারতের আজমীর শরীফে এসে হিদায়েতের কার্যক্রম শুরু করেন। আবার ৭ম শতকের মহান মুজাদ্দিদ মাহবুবে ইলাহী হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতের দিল্লীতে উনার হিদায়েতের কেন্দ্রস্থল গড়ে তোলেন। আবার হযরত মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান ভ্রমণ করলেও উনার পৈতৃক নিবাস সিরহিন্দ শরীফই ছিল উনার মূল হিদায়েতের কর্মস্থল।
একইভাবে ১৫ শতকের মহান মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থান করার কারণে সেখান থেকেই হিদায়েতের আলো বিতরণ শুরু করেন। যদিও উনার সম্মানিত শায়েখ ঢাকার যাত্রাবাড়িতে অবস্থান করতেন; কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশক্রমে তিনি উনার পৈতৃক নিবাস ঢাকার রাজারবাগ শরীফে মসজিদে নববী শরীফ উনার আদলে পবিত্র সুন্নতী মসজিদ স্থাপন করেন এবং এখান থেকেই উনার মূল হিদায়েতের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে দেন। সম্মানিত রাজারবাগ শরীফ উনার অবস্থান হচ্ছেন- দেশের বৃহত্তম পুলিশ লাইন ‘রাজারবাগ পুলিশ লাইন’-এর ৩নং গেটের বিপরীত দিকে। যখন কাফির-মুশরিকরা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের চতুর্দিকে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর একটা অপচেষ্টায় লিপ্ত, ঠিক সেই সময়ে ‘রাজারবাগ পুলিশ লাইন’-এর ৩নং গেটের বিপরীতে হিদায়েতের এই কর্মকান্ড- হচ্ছে হক্বের একটি অনন্য নিশানা এবং সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার একটি কারামত মুবারকের অন্তর্ভুক্ত। (চলবে)
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com
0 Comments:
Post a Comment