কারবালার ঘটনার জন্য ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (৫)


কারবালার ঘটনার জন্য ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (৫)

---------------------------------------------------------------------
বর্তমানে নব্য ইয়াযিদী দোষররা কারবালার ঘটনার জন্য ইয়াযিদকে দায়ী করার নাকি কোন দলীলই খুঁজে পায় না। তাদের মতে এই ঘটনার জন্য উবাইদুল্লাহ বিন যিয়াদ একাই দায়ী।
তো আসুন আমরা দেখি এ বিষয়ে স্বয়ং উবাইদুল্লাহ ইবনে যিয়াদ নিজে কি বলেছে, বিখ্যাত ইতিহাসবিদ ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে ঘটনাটা উল্লেখ করেছেন এভাবে,
“ইয়াযিদ উবাইদুল্লাহ ইবনে যিয়াদকে পত্র লিখেছিলো, সে যেন হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফে অবরোধ করার জন্য সেখানে গমন করে। কিন্তু উবাইদুল্লাহ বিন যিয়াদ তার আদেশ অমান্য করে এবং বলে, আল্লাহ পাকের কসম! আমি ইয়াযিদের ন্যায় এরকম ফাসিকের জন্য দুইটা মারাত্মক কাজ করতে পারবো না। একটি হলো, হযরত রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কণ্যার পুত্রকে শহীদ করা এবং দ্বিতীয়টি হচ্ছে মহাসম্মানিত বাইতুল্লাহ শরীফের বিরুদ্ধে যুদ্ধ করা। (বিদায়া ওয়ান নিহায়া ৮ম খন্ড ৩০৯ পৃষ্ঠা, বিদায়া ওয়ান নিহায়া (ইফা.) ৮/৪০৪)
উবাইদুল্লাহ বিন যিয়াদ এর এ স্বীকারোক্তি থেকে প্রমাণ হয়,
১) কারবালায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার জন্য ইয়াযিদ উবাইদুল্লাহ বিন যিয়াদকে আদেশ দিয়েছিলো। সে আদেশ অনুযায়ী ইবনে যিয়াদ এই কাজ করে।
২) কাফির ইয়াযিদ পবিত্র মক্কা শরীফেও হামলা করা জন্য তাকে আদেশ করে।
৩) ইবনে যিয়াদের মত কাট্টা কাফির ও মালউনও বুঝতে পারে ইয়াযিদ কতবড় ভয়াবহ নিকৃষ্ট কাফির। সে তাকে এমন ভয়াবহ কাজের জন্য প্ররোচিত করছে। তাই সে দ্বিতীয় কাজটি করতে অস্বীকার করে।
এখন ইয়াযিদ প্রেমিকরা তোমরাই বলো, ইয়াযিদকে সমর্থন করে তোমরা নিজেদের কি প্রমাণ করছো....... লা’নত তোদের প্রতি অনন্তকাল ধরে।

0 Comments: