রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৭

সুন্নতি মাসজিদ প্রতিষ্ঠা প্রসঙ্গে দুই মহান ওলীআল্লাহ উনাদের প্রতি মহান নির্দেশ মুবারকঃ
পাঠক আমাদের আলোচনার সুবিধার্থে জানা প্রয়োজন রাজারবাগ শরীফ উনার মহান মুরশিদ কিবলা যিনি ১৫ শতকের সম্মানিত মুজাদ্দিদ আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা , বিশিষ্ট বুজুর্গ হযরত মুখলেসুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনাকে সম্বোধন করা হয় দাদা হুযুর কিবলা হিসেবে আর উনার সম্মানিত শায়েখ হযরত শাহ সুফি হযরত মুহম্মদ ওয়াজিউল্লাহ রহমতুল্লাহি যিনি অবস্থান করতেন ঢাকার যাত্রা বাড়ীতে, উনি যাত্রাবাড়ি পীর সাহেব কিবলা হিসেবে সবার কাছে পরিচিত। সম্মানিত শায়েখ হযরত শাহ সুফি হযরত মুহম্মদ ওয়াজিউল্লাহ রহমতুল্লাহি তিনি একদিন যাত্রাবাড়ী থেকে রাজারবাগ শরীফ এসে দেখা করেন ১৫ শতকের সম্মানিত মুজাদ্দিদ, হযরত মুজাদ্দিদ আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা এবং বিশিষ্ট বুজুর্গ হযরত সৈয়দ মুহম্মদ মুখলেসুর রহমান ( দাদা হুযুর কিবলা) উনার সাথে। যাত্রাবাড়ীতে অবস্থিত সম্মানিত শায়েখ রাজারবাগ শরীফে মসজিদ প্রতিষ্ঠা নিয়ে একটি মুবারক স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন রাজারবাগ শরীফে মসজিদ প্রতিষ্ঠার জন্য জায়গা দেয়ার বিষয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি উনাকে পবিত্রতম আদেশ মুবারক দান করেন আর তাই তিনি অবহিত করতে চলে আসেন ।” সুবহানাল্লাহ! উনার কাছ থেকে মসজিদ বিষয়ে স্বপ্নের কথা শুনে আওলাদুর রাসূল সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম তিনি খুবই খুশি হলেন এবং অত্যন্ত খুশী মনে হাসতে থাকেন। এবার তিনি বললেন “মাওলানা ছাহিব! আপনি আমার মুবারক আওলাদ উনার সম্মানিত পীর ছাহিব ক্বিবলা আলাইহিস সালাম। আমি উনার সম্মানিত পিতা আলাইহিস সালাম। আপনি শুনুন, সরাসরি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং আমাকেও হুবহু উক্ত আদেশ মুবারক প্রদান করেছেন।” সুবহানাল্লাহ! । সুন্নতি মাসজিদ উনার ইতিহাস এখানে এ কারণেই তুলে ধরা হল যে রাজারবাগ শরীফ উনার মধ্যে অবস্থিত মাসজিদ কে কেন "সুন্নতি মাসজিদ" বলা হয় তার নেপথ্য কারণ মানুষের জানা প্রয়োজন। আর এই মাসজিদের ইতিহাস রাজারবাগ শরীফ উনার পরিচিতির সাথে নিবিড় ভাবে জড়িয়ে আছে।
উল্লেখ্য খেজুর গাছের খুটি এবং মাটির তৈরি সুন্নতি মসজিদ এখন সময়ের প্রয়োজনে ভেঙ্গে অনেক বড় করে তৈরি করা হয়েছে এবং কাজ এখনো চলছে। (চলবে)

0 Comments: