ইসলামের জন্য যেসকল আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে

ইসলামের জন্য যেসকল আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে

Related imageইসলামের জন্য যেসকল আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে

১) মাদ্রাসায় জাতীয় সংগীত রিট:
কুড়িগ্রামের একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মিয়া ও ঢাকার কদমতলা মাদ্রাসার দুই শিক্ষার্থীর অভিভাবক এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম https://goo.gl/5qKche
২) সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার দিন পোপের আগমন নিয়ে রিট:
ঢাকা রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি থেমে থাকলেন না। তিনি হাইকোর্টে আইনত ব্যবস্থা নিলেন ডিএমপির সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যে ঢাকা রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম উনাকে কবুল করেছেনতাও প্রমাণিত হলো। https://goo.gl/QEjrjj


 ৩) মূর্তি সরাতে রিট: 
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে  স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।আইনজীবী এ কে আজাদের মাধ্যমে রিট করেন আরিফুর রহমান নামের এক ব্যক্তি।
আবেদনে আরিফুর নিজেকে বিশ্ব বার্তা ২৪ ডটকম নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
 https://goo.gl/E2A57G

৪) ফেসবুক-অনলাইনে নবীজি বিরুদ্ধে কটূক্তিকারী পেইজ বন্ধে রিট:
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র শান-মান মুবারক উনার বিরুদ্ধে অনলাইন-ফেসবুকে লেখালেখি বন্ধ করতে ২০১৫ সালের সেপ্টেম্বরে পবিত্র রাজারবাগ শরীফ থেকে প্রকাশিত দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান হাইকোর্টে রীট করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সেসব ওয়েবসাইট ও ফেসবুক পেইজ বন্ধ করতে সরকারকে আদেশ দেয়।
সম্মানিত রাজারবাগ দরবার শরীফ ছাড়া আপনি আর কোন ইসলামী সংগঠন দেখাতে পারবেনযারা এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ বিচারবিভাগে আইনী লড়াই করেছে ?
https://goo.gl/pFZ9Xv

৫) সরকারের কাছে রাষ্ট্র ও ধর্মদ্রোহী নাস্তিকদের লিস্ট প্রকাশ:
২০১৩ সালের ৩১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটিকে যে ৮৪ জন ব্লগারের তালিকা দেওয়া হয়তা মাসিক আল-বাইয়্যিনাত ও দৈনিক আল-ইহসান পত্রিকার সম্পাদক এবং আনজুমানে আল-বাইয়্যিনাতের কেন্দ্রীয় আহবায়ক মুহাম্মদ মাহবুবুল আলম আরিফের নেতৃত্বে দেওয়া হয়েছিল।https://goo.gl/M49Xvm

৬) গান-বাজনা বন্ধে আইনী নোটিশ দেয়ার প্রেক্ষিতে প্রকাশ্যে গান বাজনা বন্ধ:
বাড়ির ছাদে হারাম গান-বাজনা বন্ধের জন্য ঢাকা রাজারবাগ শরীফ উনার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও পুলিশের আইজিপিকে আইনি নোটিশ দেয়ার ৭দিন পর ঢাকা শহরে বাড়ির ছাদে সমস্ত গান-বাজনা বন্ধে বিজ্ঞাপ্তি জারি করলো ঢাকা মহানগর পুলিশ।
https://goo.gl/mfy6Tt

৭)তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে মামলা নথিভুক্তঃ
ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দৈনিক আল ইহসান এবং আল বাইয়্যিনাতমাসিক পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলমের করা আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর-৩৬।https://goo.gl/m4Wj4T

৮ ) রাষ্ট্রধর্ম ইসলাম: পক্ষভুক্ত হতে ৫ ব্যক্তির আবেদন
সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানিতে পক্ষভূক্ত হওয়ার জন্য বিভিন্ন পেশার পাঁচ বিশিষ্ট ব্যক্তি আপিল বিভাগে আবেদন করেছেন। এ আবেদন গ্রহণ করা হবে কী না সেবিষয়ে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আপিল আবেদনকারীরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী  ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারঅনলাইন নিউজ পোর্টাল বিশ্ববার্তা ২৪ডটকম-এর সম্পাদক আরিফুর রহমানরিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডিং লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন খানঅবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল (অব:) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ এবং আল-মুথ মাইরাহ মা ও শিশু হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ আব্দুল আলী।
https://goo.gl/q2bf51

৯) শবে বরাত নিয়ে মিথ্যা অপপ্রচারনা চালানোর অভিযোগে ৮ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
বাংলাদেশে নিষিদ্ধ পিস টিভির আলোচক কাজী মুফতি ইব্রাহীম, কামালুদ্দীন জাফরী, ইমামুদ্দিন বিন আব্দুল বাছির, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাহমুদুল হাসান আল মাদানী, ড: মুহাম্মদ সাইফুল্লাহ মুযাফফর বিন মুহসীন, শহীদুল্লাহ খান মাদানীসহ আটজনের বিরুদ্ধে পবিত্র শবে বরাত নিয়ে মিথ্যা অবমাননাকর বক্তব্য ইউটিউবে প্রচার করার অভিযোগে বাংলাদেশ সাইবার ট্রায়বুনাল, ঢাকায় বিশেষ জজ আদালতে আজ (সোমবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৭ ধারায় মামলা করা হয়েছে ৷ দৈনিক আল ইহসান ও মাসিক আল বায়্যিনাত পবিত্রকার নির্বাহি সম্পাদক মুফতি আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন।
https://goo.gl/Xv5Gt9 

Related Posts:

0 Comments: