সম্মানিত যাকাত শব্দের অর্থ ?
সম্মানিত যাকাত শব্দের আভিধানিক ও পারিভাষিক র্অথ :
زَكٰوةٌ ‘যাকাত’ শব্দের একটি আভিধানিক র্অথ হচ্ছে বরকত বা বৃদ্ধি যেহেতু সম্মানিত
যাকাত আদায়ের ফলে যাকাত দাতার মাল বাস্তবে কমে না; বরং বৃদ্ধি পায়, বরকত হয়। আর
‘যাকাত’ শব্দের অন্য আরেকটি আভিধানিক র্অথ
হলো পবিত্রতা বা পরিশুদ্ধি। যেহেতু সম্মানিত যাকাত আদায়ের ফলে সম্পদ হারাম হওয়া থেকে
পবত্রি হয় এবং জিসমানী ও রূহানী মুহলিকাত
বা কলুষতা হতে পবিত্রতা লাভ হয়।
সম্মানিত
শরীয়ত উনার পরিভাষায় হাওয়ায়িজে আছলিয়াহ (الْاَصْلِيَةُ اَلْـحَوَائِجُ)
বা মৌলিক চাহিদা মিটানোর পর অতিরিক্ত যদি কোন মাল বা র্অথ-সম্পদ নিছাব পরিমাণ তথা
সাড়ে ৭ ভরি র্স্বণ অথবা সাড়ে ৫২ ভরি রৌপ্য অথবা এ সমপরিমাণ র্অথ-সম্পদ কারো অধীনে
র্পূণ এক বছর থাকে তাহলে তা থেকে ৪০ ভাগের ১ ভাগ মাল বা র্অথ-সম্পদ সম্মানিত যাকাত
বা ছদকা গ্রহণে উপযোগী কোন গরীব, ফকীর-মিসকিন মুসলমানকে তথা পবিত্র শরীয়ত র্কতৃক
নর্ধ খাতে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভরে উদ্দশ্যে বিনা স্বার্থে ও বিনা র্শতে প্রদান করাকে সম্মানিত যাকাত বলে । (মুখতাছরুল কুদূরী, আল হিদায়া)
আবার, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্কসম্পন্ন নিছাব
পরিমাণ র্বধনশীল সম্পদের অধিকারী প্রত্যকে মুসলমান ব্যক্তির পক্ষ থেকে উক্ত
নিছাবের উপর র্পূণ এক চন্দ্র বছর অতিবাহিত হলে
সম্মানতি শরীয়ত র্কতৃক নির্ধারিত অংশ নির্দিষ্ট ব্যক্তিদেরকে মালিক বানিয়ে
দেয়াকে সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় সম্মানিত যাকাত বলে । (আদ্দুররুল মুখতার ২/২৫৬-২৫৭)
বি.দ্রঃ মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও
লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে যাকাত দিলে অবশ্যই কবুল
হবে। এখানে যাকাত প্রদান করুন
যাকাত প্রদান করুন-
১. A/C-200007569 Sonali Bank Limited, Malibag
Branch, Dhaka, Bangladesh
২. Bkash: Agent- 01709672605,Personal-
01718740742, 01876043934, 01990770065
৩. DBBL: 017187407422
বিস্তারিত জানতেঃ https://goo.gl/LzjwkF
0 Comments:
Post a Comment