২নং
اِيْتَاءُ ইতা’ যাকাত শব্দের আভিধানিক র্অথ :
মহান আল্লাহ পাক তিনি পবিত্র
কুরআন শরীফ উনার মধ্যে زكوة ‘যাকাত’, صدقات ‘ছদাক্বাহ’ এবং انفاق ‘ইনফাক্ব’ শব্দ মুবারক দ্বারা সম্মানিত যাকাত বিষয়ে বুঝিয়েছেন। আর এই
যাকাত আদায় করার বিষয়টি বুঝাতে যাকাত শব্দ মুবারক উনার সাথে বিভিন্ন রূপে اِيْتَاءُ
ইতা’ শব্দ মুবারক ব্যবহৃত হয়েছে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে اِيْتَاءُ
ইতা’ শব্দ মুবারক ৯টি রূপে ১৮টি পবিত্র সূরা শরীফ উনাদের মধ্যে ২৭ বার ব্যবহৃত হয়েছে
নিম্নে সারণীতে তা তুলে ধরা হলো-
আরবী র্অথ কতবার আয়াত শরীফ
নং
اِيْتَاءُ আদায় করা ২ পবিত্র সূরা আম্বিয়া
শরীফ : ৭৩
পবিত্র সূরা নূর শরীফ : ৩৭
اٰتَى তিনি আদায় করছেনে ২ পবিত্র
সূরা বাক্বারা শরীফ : ১৭৭
পবিত্র সূরা তওবা শরীফ :
১৮
اٰتَوُا উনারা আদায় করছেনে ৪ পবিত্র সূরা বাক্বারা শরীফ : ২৭৭
পবিত্র সূরা তওবা শরীফ :
৫, ১১
পবিত্র সূরা হজ্জ শরীফ :
৪১
اٰتُوْا আপনারা আদায় করুন ৮ পবিত্র সূরা বাক্বারা শরীফ : ৪৩, ৮৩, ১১০
পবিত্র সূরা নসিা শরীফ :
৭৭
পবিত্র সূরা হজ্জ শরীফ :
৭৮
পবিত্র সূরা নূর শরীফ : ৫৬
পবিত্র সূরা মুজাদালাহ
শরীফ : ১৩
পবিত্র সূরা মুযযাম্মলি
শরীফ : ২০
مُؤْتُوْنَ আদায়কারীগণ ১ পবিত্র সূরা নসিা শরীফ : ১৬২
اٰتَيْتُم আপনারা আদায় করবনে ২ পবিত্র সূরা মায়দিা শরীফ : ১২
পবিত্র সূরা রূম শরীফ : ৩৯
يُؤْتُوْنَ উনারা আদায় করনে ৬ পবিত্র সূরা মায়দিা শরীফ : ৫৫
পবিত্র সূরা আ’রাফ শরীফ :
১৫৬
পবিত্র সূরা তওবা শরীফ :
৭১
পবিত্র সূরা নামল শরীফ : ৩
পবিত্র সূরা লুকমান শরীফ :
৪
পবিত্র সূরা হা-মীম সাজদাহ
শরীফ : ৭
اٰتِيْنَ আপনারা (মহলিা) আদায় করুন ১ পবিত্র সূরা আহযাব শরীফ : ৩৩
يُؤْتُوْا উনারা যনে আদায় করনে ১ পবিত্র সূরা বাইয়্যনিাহ শরীফ : ৫
পবিত্র কুরআন শরীফ উনার
মধ্যে সম্মানিত নামায কায়িম করার ক্ষেত্রে যেরুপ ইক্বামা শব্দ মুবারক ব্যবহৃত
হয়েছে । যাদ্বারা শুধু নিজে নামায পড়া বুঝায় না বরং নিজে নামায পড়া ও অন্যদেরকেও
নামায পড়তে উৎসাহিত-অনুপ্রাণিত করার মাধ্যমে নামাযে নিয়ে আসা বুঝায়। র্অথাৎ সমাজে
নামাযকে প্রতিষ্ঠিত করা বুঝায়।
ঠিক তেমনি যাকাত আদায় করার
ক্ষেত্রেও اِيْتَاءُ ইতা’ শব্দ মুবারক ব্যবহৃত,হয়েছে। যাদ্বারা শুধু নিজ হয়েছে যাকাত
প্রদান করা বুঝায় না, বরং নিজ থেকেহয়েছে নিজের ফরয যাকাত আদায় করে ইসলামী
শরীয়তসম্মত স্থানে উক্ত যাকাত প্রদান করার পাশাপাশি অন্যদের থেকেও ফরয যাকাত
সংগ্রহ করে ইসলামী শরীয়তসম্মত স্থানে উক্ত যাকাত প্রদান করাকে বুঝায়। র্অথাৎ সমাজে
যাকাত ব্যবস্থাকে কায়িম করাকে বুঝানো হয়েছে সুবহানাল্লাহ ।
বি.দ্রঃ মুহম্মদিয়া
জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ স্থান,
যেখানে যাকাত দিলে অবশ্যই কবুল হবে। এখানে যাকাত প্রদান করুন
যাকাত প্রদান করুন-
১. A/C-200007569 Sonali
Bank Limited, Malibag Branch, Dhaka, Bangladesh
২. Bkash: Agent-
01709672605,Personal- 01718740742, 01876043934, 01990770065
৩. DBBL: 017187407422
বিস্তারিত জানতেঃ
https://goo.gl/LzjwkF
0 Comments:
Post a Comment