নকসায়ে নবী, নকসায়ে রসূল, আওলাদে রসূল, আহলুবাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম,জামানার লক্ষ্যস্হল ওলী আল্লাহ,কুরআন হাদীছে বর্নিত কুরাইশ বংশীয় ১২ জন খলিফার বর্তমান ১০ম মুসলিম খলিফা, খলিফাতুল্লাহ, খলিফাতুরসূলুল্লাহ,খলিফাতুল মুসলিমিন,আবুল খুলাফা "হযরত আস ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম " উনার বাইয়াতে আকাবার শরীফ উনার অনুকরনে আরবী ভাষায় বাইয়াত মুবারক:-
بِسْمِ اللهِ الرَّحْـمٰنِ الرَّحِـيْمْ
اَللّٰهُمَّ اِنِّـىْ اَتُوْبُ اِلَيْهِ مِنْ كُلِّ ذَنْبٍ اَلْـكَبَائِرْ وَالصَّغَائِرْ وَالْـكُفْرْ وَالشِّرْكْ وَالْبِدْعَةْ وَالظَّاهِرِىْ وَالْـبَاطِنِـىْ وَالْاِخْتِيَارِىْ وَبِغَيْـرِ الْاِخْتِيَارِىْ اَسْتَغْفِرُ اللهَ رَبِّ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَيْهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْـعَلِىِّ الْـعَظِيْـمْ لَآ اِلٰهَ اِلَّا اللهُ مُـحَمَّدٌ رَّسُوْلُ اللهْ (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) اَشْهَدُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُـحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُهْ (صَلَّى الله
عَلَيْهِ وَسَل
اَللّٰهُمَّ اِنِّـىْ اُبَايِـــعُ عَلـٰى يَدِ الشَّيْخْ عَلَيْهِ السَّلَامُ كَمَا بَايعَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَصْحَابَهُ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِـىْ النَّشَاطِ والْكَسَلِ والنَّفَقَةِ فِـىْ الْعُسْرِ وَالْيُسْرِ وَعَلَى الاَمْرِ بِالْـمَعْرُوْفِ والْنَهْىِ عَنِ الْـمُنْكَرِ وَعَلَى أَنْ نَقُوْلَ فِـىْ اللهِ لَا تَـاْخُذُنَا فِيْهِ لَوْمَةَ لَائِمٍ.
اَلَّذِىْ هُوَ مُسْتَفِيْضٌ فِـىْ كُلِّ طَرِيْقَاتٍ اَلْقَادِرِيَّةْ وَالْچِشْتِـيَّةْ وَالنَّقْشَبَـنْدِيَّةْ وَالْـمُـجَدِّدِ الْعَالِيَةْ وَالْـمُحَـمَّدِيَّةْ.
বাংলা উচ্চারণ: “বিসমিল্লাহির রহমানির রহীম। আল্লাহুম্মা ইন্নী আতূবু ইলাইহি মিন কুল্লি যাম্বিন, আল কাবাইর, ওয়াছ ছগাইর, ওয়াল কুফ্র, ওয়াশ্ র্শিক, ওয়াল বিদ্য়াত্, ওয়ায্ যাহিরী, ওয়াল বাত্বিনী, ওয়াল ইখতিয়ারী, বিগইরিল ইখতিয়ারী- আস্তাগফিরুল্লাহা রব্বী মিন কুল্লি যাম্বিও ওয়া আতূবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা ক্বুওওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহম্মাদান আবদুহূ ওয়া রসূলুহ্ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
আল্লাহুম্মা ইন্নী উবায়িউ আলা ইয়াদি হযরত শায়েখ আলাইহিস সালাম, কামা বাইয়া রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছহাবাহূ, আলাস সামঈ ওয়াত ত্বয়াতি ফিন নাশাতি ওয়াল কাসালি, ওয়ান নাফাক্বতি ফিল উসরি ওয়াল ইউসরি, ওয়ালাল আমরি বিল মা’রূফী ওয়ান নাহয়ি আনিল মুনকারি, ওয়ালা আন নাক্বূলা ফিল্লাহি লা তা’খুযূনা ফীহি লাওমাতা লায়িমিন।
আল্লাযী হুওয়া মুস্তাফীদ্বুন ফী কুল্লি ত্বরীক্বাতি আল ক্বাদিরিয়্যাহ ওয়াল চিশতিয়্যাহ ওয়ান নাক্বশাবান্দিয়্যাহ ওয়াল মুজাদ্দিদিল আলিয়াহ্ ওয়াল মুহম্মদিয়্যাহ্।”
আল্লাহুম্মা আমীন ( মকবুল মুনাজাত শরীফ)
0 Comments:
Post a Comment