১২ রবিউল আউয়াল শরীফ উম্মতের জন্য খুশি মুবারক প্রকাশ করার দিবস-


১২ রবিউল আউয়াল শরীফ উম্মতের জন্য খুশি মুবারক প্রকাশ করার দিবস-

এক শ্রেনীর বাতিল ফিরকার লোক পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থাৎ সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, মহাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অস্বীকার করে সাধারণ মানুষকে ধোঁকা দিতে একটা প্রতারনার আশ্রয় নিয়ে থাকে। তারা বলে থাকে, “নবীজী(ছল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উনার বিছাল (ইন্তিকাল) শরীফ দিবস হচ্ছে দুঃখের দিন,আর দুঃখের দিনে খুশি প্রকাশ করাটা নাকি অন্যায়।”নাউযুবিল্লাহ।
বিস্তারিত জানতে পড়ুন-
http://khawajarazi.blogspot.com/2018/09/blog-post_97.html?m=1
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com
ঈদে মিলাদে হযরত যুন নুরাইন আলাইহিস সালাম


ঈদ মুবারক! ঈদ মুবারক!! 
ঈদে মিলাদে হযরত যুন নুরাইন আলাইহিস সালাম!!!
আজ মহাসম্মানীত মহাপবিত্র ৩ রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ।
পবিত্র ঈদে মীলাদে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম

জামিউল কুরআন, খলীফায়ে ছালিছ, আমীরুল মু'মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের (আমুল ফীল বা হস্তির বর্ষের) ৬ বছর পরে, ৩ সাইয়্যিদু সাইয়্যিদুশ শুহুরিল আ'যম শরীফ (৩ রবী উল আউওয়াল শরীফ), সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ)।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com
খায়রুল কুরুনেও পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হতো।


খায়রুল কুরুনে পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামপালনের দলীল দেখে নিন। খলীফা হারুনুর রশীদের যামানায় মীলাদ শরীফ পাঠ করার জন্য এক ব্যক্তি ওলী আল্লাহ হিসাবে আখ্যায়িত হলেন। সুবহানাল্লাহ।

আল্লামা সাইয়্যিদ আবু বকর মক্কী আদ দিময়াতী আশ শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি (১৩০২ হিজরী) উনার বিখ্যাত কিতাব “ইয়নাতুল ত্বলেবীনে” বর্ণনা করেন,

أنه كان في زمان أمير المؤمنين هارون الرشيد شاب في البصرة مسرف على نفسه وكان أهل البلد ينظرون إليه بعين التحقير لاجل أفعاله الخبيثة، غير أنه كان إذا قدم شهر ربيع الاول غسل ثيابه وتعطر وتجمل وعمل وليمة واستقرأ فيها مولد النبي ودام على هذا الحال زمانا طويلا، ثم لما مات سمع أهل البلد هاتفا يقول: احضروا يا أهل البصرة واشهدوا جنازة ولي من أولياء الله فإنه عزيز عندي، فحضر أهل البلد جنازته ودفنوه، فرأوه في المنام وهو يرفل في حلل سندس واستبرق، فقيل له بم نلت هذه الفضيلة ؟ قال بتعظيم مولد النبي

খলীফা হারুনুর রশীদের যামানায় (১৪৮-১৯৩ হিজরী) বসরাতে এক যুবক ছিলেন যার আমল ভালো ছিলো না। এবং দেশের মানুষও উনাকে ভালো জানতো না। তবে যখন পবিত্র রবিউল আউয়াল মাস আসতো তখন তিনি কাপড় ধুয়ে পরিষ্কার করেন, ভালো খাবার ব্যবস্থা করতেন এবং মীলাদ শরীফ পাঠ করতেন। অতপর যখন তিনি ইন্তেকাল করলেন, তখন দেশের জনগণ একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন: হে বসরার লোকজন! আসো একজনআল্লাহ পাকের ওলীর দাফন করো। তিনি আমার কাছে প্রিয়। শহরের মানুষ উনার জানাযা পড়লেন ও দাফন করলেন। এবং তারা উনাকে স্বপ্নে দেখলেন এবং উনার মর্যাদা দেখলেন। সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো কিভাবে আপনি এ মর্যাদা অর্জন করলেন? তিনি বলেন পবিত্র মীলাদ শরীফকে সম্মান করার কারনে। (ইয়নাতুল ত্বলেবীন ৩ খন্ড ৩৬৫ পৃষ্ঠা)


খলীফা হারুনুর রশীদের যামানা ছিলো খায়রুল কুরুনে। উপরোক্ত ঘটনায় বোঝা যায় সে সময় পবিত্র মীলাদ শরীফ পাঠের রীতি ছিলো। তাই এক ব্যক্তি তার আমল কিছুটা মন্দ হলেও মীলাদ শরীফ পাঠকে আল্লাহ পাক তার মর্যাদার কারন হিসাবে প্রকাশ করলেন। এবং ওলী আল্লাহ হিসাবে গ্রহন করলেন। সুবহানাল্লাহ।

সূতরাং উপরোক্ত ঘটনা ও সময়কাল থেকে জ্ঞানী মাত্রই যা বোঝার বুঝে যাওয়ার কথা। ধন্যবাদ।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
আজ মহাসম্মানীত মহাপবিত্র বরকতময় ২ রবিউল আউয়াল শরীফ!!!


আজ মহাসম্মানীত মহাপবিত্র বরকতময় ২ রবিউল আউয়াল শরীফ!!! 
ঈদে বিলাদতে আন নূরুছ ছানী আলাইহিস সালাম।সুবহানাল্লাহ। 

জামিউল আলক্বাব, সাইয়্যিদু রিজালি আহলিল জান্নাহ, ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছানী, সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, ২ সাইয়্যিদু সাইয়্যিদুশ শুহুরিল আ'যম শরীফ (২ রবীউল আউওয়াল শরীফ), আনুষ্ঠানিক নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৯ বছর পূর্বে, লাইলাতুল খামীস শেষ রাতে। তখন দুনিয়াবী দৃষ্টিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক ছিলেন প্রায় ৩১ বছর আর উম্মুল মু'মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বয়স মুবারক ছিলেন।প্রায় ৪৬ বছর। সুবহানাল্লাহ!
আইয়্যামুল্লাহ শরীফ পালন করা উত্তম ইবাদত উনার অন্তর্ভুক্ত। 
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনারাও সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করেছেন।সুবহানাল্লাহ। 


হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনারাও সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করেছেন।সুবহানাল্লাহ। 

হযরত ইব্রাহীম আলাইহিস সালাম উনার মিলাদ শরীফ পাঠ ও কিয়াম শরীফ পাঠ :

হযরত ইব্রাহীম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর তৈরী করছিলেন , তখন ইব্রাহীম আলাইহিস সালাম উক্ত ঘরের নির্মাণ কাজ কবুল করার জন্য নিজের ভবিষ্যৎ সন্তানাদিদের মুসলমান হয়ে থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কেয়াম করে নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আবির্ভাব আরবে ও হযরত ইসমাইলের বংশে হওয়ার জন্য এভাবে দোয়া করেছেন | "অর্থাৎ হে আমার রব ! আপনি এই আরব ভুমিতে আমার ইসমাইল আলাইহিস সালাম  বংশের মধ্যে তাদের মধ্যে হতেই সেই মহান রাসুলকে প্রেরণ করুন - যিনি আপনার  আয়াত সমুহ তাদের কাছে পাঠ করে শুনাবেন , তাদেরকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দেবেন এবং বাহ্যিক ও আত্বিক অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন"
[সুরাহ আল বাকারা ১২৯ আয়াত ]
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করলে ও সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে খরচ করলে যে সব নিয়ামত লাভ করা যায়-


সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করলে ও সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে খরচ করলে যে সব নিয়ামত লাভ করা যায়-
১.জান্নাত ওয়াজিব হয়ে যায়।
২.ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা দোয়া করেন।
৩.শাফায়াত ওয়াজীব হয়।
৪. স্বচ্ছলতা লাভ হয়।
৫. মাল-সম্পদ বৃদ্ধি পায়
৬. রিযিকে বরকত হয়।
৭. হাবীবুল্লাহ হওয়া যায় ।
৭. সকল কাজে বেমেছাল বরকত লাভ হয়।
৮. রোগ-ব্যাধি থেকে শেফা লাভ হয়।
৯. পবিত্রতা হাছীল হয়।
১০. হারাম কাজ থেকে মাহফুজ থাকা যায়।
১১. ভুলে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। ১২. বিশেষ দোআ মুবারক পাওয়া যায়।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
আজ ১লা রবিউল আউয়াল শরীফ-মহা সম্মানীত হিযরত মুবারক করার দিন


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে। সুবহানাল্লাহ!

আজ সুমহান বরকতময় ঐতিহাসিক সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ উনার পহেলা তারিখ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফে ‘পবিত্র হিজরত মুবারক’ করার মহাসম্মানিত দিন। সুবহানাল্লাহ!
এ উপলক্ষে সকলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ মাহফিল করে ‘পবিত্র হিজরত মুবারক’ উনার আলোচনা মুবারক করে ইবরত-নছীহত হাছিল করা। আর সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- পবিত্র হিজরত মুবারক উনার বিষয়টি সমস্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এ পবিত্র দিবসটি পালনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

আজ সুমহান বরকতময় ঐতিহাসিক সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ উনার পহেলা তারিখ- যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফে ‘পবিত্র হিজরত মুবারক’ করার মহাসম্মানিত দিন। সুবহানাল্লাহ! ‘হিজরত’ শব্দটি হিজরান অর্থে ব্যবহৃত হয়েছে। সাধারণভাবে দেশত্যাগ করাকে ‘হিজরত’ বলা হয়। সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায় হিজরত বলা হয়, ফিতনা-ফাসাদের আশঙ্কায় অথবা সম্মানিত দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশত্যাগ করে অন্য কোনো দেশে গমন করা। মূলত, ‘সম্মানিত দ্বীন উনার কারণে কোনো দেশত্যাগ করাও হিজরতের অন্তর্ভুক্ত।’

সম্মানিত দ্বীন ইসলাম উনার দুশমন কাফির-মুশরিকরা গোপনে বৈঠক করে এ সিদ্ধান্তে উপনীত হলো যে, আগামীকাল ভোরবেলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র হুজরা শরীফ থেকে যখন বাইরে বের হয়ে আসবেন, তখন হঠাৎ হামলা করে উনাকে শহীদ করা হবে। নাউযুবিল্লাহ!
কাফির-মুশরিকদের এসব গোপন সিদ্ধান্তের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জানতে পারেন। কারণ তিনি তো ছহিবে মুত্তালা আলাল গইব। অতঃপর সেই প্রতিক্ষিত সময়টি এলো যখন তিনি পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ পবিত্র হিজরত করার বিষয়ে পবিত্র ওহী মুবারক উনার মাধ্যমে নির্দেশ মুবারক পেলেন। এদিকে পবিত্র হিজরত উনার ছয় (৬) মাস পূর্ব থেকেই তিনি আফযালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে জানিয়ে রাখেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকেও হিজরত করতে হবে। তাই তিনি পূর্ব থেকেই হিজরত করার জন্যে দুটি উষ্ট্রী এবং প্রয়োজনীয় যাবতীয় পাথেয় তৈরি করে রাখেন। সুবহানাল্লাহ!

নির্দিষ্ট রাতে কাফিররা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফ ঘেরাও করলো। রাত যখন গভীর হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হুজরা শরীফ থেকে বের হলেন। সে সময় তিনি ‘পবিত্র সূরা ইয়াসীন শরীফ’ উনার একটি পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করছিলেন। তিনি এক মুঠো মাটি মুবারক হাতে নিয়ে ‘শাহাতিল ওয়াজুহ’ (মুখম-ল আচ্ছন্ন হয়ে যাক) এটা পাঠ করে কাফির-মুশরিকদের দিকে ছুঁড়ে মারলেন এবং তাদের ব্যুহ ভেদ করে নির্বিঘ্নে বেরিয়ে গেলেন। সে সময় মহান আল্লাহ পাক উনার মুবারক কুদরতে অবরোধকারীরা যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলো; ফলে তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেরিয়ে যেতে দেখতে পেলো না। প্রথমে তিনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার গৃহে গমন করলেন এবং সেখান থেকে উনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফ উনার বাইরে গিয়ে পবিত্র ছাওর পর্বত গুহায় তাশরীফ মুবারক গ্রহণ করলেন।

ভোরবেলা কাফির-মুশরিকরা জানতে পেলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মক্কা শরীফ থেকে হিযরত মুবারক করেছেন। তারা উনার সন্ধানে চারদিকে ছুটাছুটি শুরু করলো। তারা খুঁজতে খুঁজতে ‘পবিত্র ছাওর’ পর্বতের কাছে গেলো। তাদের পদধ্বনি শুনে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাফির-মুশরিকরা যদি আমাদেরকে দেখে ফেলে?’

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন- “চিন্তার কোনো কারণ নেই। কেননা মহান আল্লাহ পাক তিনি আমাদের সঙ্গে রয়েছেন।” মহান আল্লাহ পাক উনার মুবারক কুদরতে গুহামুখে এমন কতকগুলো নিদর্শন মুবারক ফুটে উঠলো যে, তা দেখে কাফির-মুশরিকরা বিভ্রান্ত হয়ে পড়লো। তাদের মনে ধারণা জন্মালো যে, এ গুহার ভেতরে কেউ প্রবেশ করেননি। তাই তারা ফিরে গেলো। সুবহানাল্লাহ! তিন দিন তিন রাত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনারা সেখানে অবস্থান মুবারক করেন। চতুর্থ দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছওর পর্বত গুহা থেকে বের হয়ে এক রাত এক দিন পথ চললেন। পরদিন দুপুর বেলা বিশ্রাম মুবারকের জন্যে একটি বৃহদাকার পাথরের ছায়ায় উনারা কিছুক্ষণ অবস্থান মুবারক করলেন। অদূরেই একটি গোয়ালা ছিল; তার বকরী থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুধ পান করলেন।

অতঃপর সেখান থেকে তিনি আবার রওয়ানা হলেন। তিনি উনার সামনের নূরুদ দারাজাত মুবারক বা পা মুবারক বাড়াতেই সোরাকা বিন জাশিম নামক জনৈক কুরাইশ হঠাৎ উনাকে দেখে ফেললো। সে পুরস্কারের লোভে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্ধানে বেরিয়েছিল। সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতে পেয়েই ঘোড়া ছুটিয়ে দিলো। কিন্তু ঘোড়াটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। সে আবার নিজেকে সামলে নিলো এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর হামলা করার জন্যে তৈরি হলো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! কিন্তু এবারো সামনে এগুতেই তার ঘোড়া হাঁটু পর্যন্ত মাটিতে বসে গেল। এবার সোরাকা শঙ্কিত হয়ে উঠলো এবং বুঝতে পারলো। ব্যাপারটা মোটেই সুবিধাজনক নয়। তার পক্ষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর হামলা করা কিছুতেই সম্ভবপর নয়। সে অত্যন্ত ভীত হয়ে পড়লো এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক আগমন বার্তা পূর্বেই পবিত্র মদীনা শরীফ পৌঁছেছিল। তাই গোটা পবিত্র মদীনা শরীফ উনার মুবারক শুভাগমনের জন্যে প্রতীক্ষমান ছিলেন। ছোট-বড় সবাই প্রতিদিন সকালে শহরের বাইরে গিয়ে জমায়েত হতেন এবং দুপুর পর্যন্ত ইন্তেজার করে ফিরে আসতেন। অবশেষে একদিন উনাদের সেই প্রতীক্ষিত বরকতময় মুহূর্তটি এসেই পড়লো। দূর থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক নেয়ার আলামত দেখে গোটা শহরটি তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো। প্রত্যেক প্রতীক্ষাকারী হৃদয় উজাড় করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বাগত জানালেন এই বলে যে, “ত্বলায়াল বাদরু আলাইনা, মিন ছানিয়াতিল বিদায়ি। ওয়াজাবাত শুকরু আলাইনা, মাদায়া লিল্লাহি দাঈ।” সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করার সৌভাগ্য কে লাভ করবেন? এর সমাধান মোটেই সহজসাধ্য ছিল না। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুবারক সমাধান দিয়ে বললেন যে, আমার সম্মানিত উষ্ট্রী যে সৌভাগ্যবান ব্যক্তির গৃহের সামনে দাঁড়াবে, এ খিদমত মুবারক করার সৌভাগ্য তিনিই লাভ করবেন।’ ঘটনাক্রমে এ সৌভাগ্যটুকু লাভ করলেন হযরত আবু আইয়ুব আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সুবহানাল্লাহ! বর্তমানে যেখানে মসজিদে নববী শরীফ অবস্থিত, উনার নিকটেই ছিল উনার মুবারক গৃহ। গৃহ মুবারকটি ছিল দ্বিতল বিশিষ্ট। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশ্রাম মুবারকের জন্যে তিনি উপরের তলাটি পেশ করেন। কিন্তু যিয়ারতপ্রার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিচের তলায় থাকা পছন্দ করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রায় সাত মাস এখানে মুবারক অবস্থান করেন। সুবহানাল্লাহ! এটাই হচ্ছেন- পবিত্র হিজরত মুবারক উনার সংক্ষিপ্ত ইতিহাস।

সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করা ফরয।


সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আযম সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনি ইরশাদ মুবারক করেন-সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করা ফরয।
যে ব্যক্তি সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করবে সে দুনিয়া আখিরাতের সকল নিয়ামত হাসিল করতে পারবে।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
শাহ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি ও সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করেছেন।


এ উপমহাদেশে যিনি হাদীছ শাস্ত্রের ব্যাপক প্রচার-প্রসার করেছেন, ইমামুল মুফাসসিরীন ওয়াল মুহাদ্দিছীন ওয়াল ফুক্বাহা হযরত শায়খ শাহ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,

من عظم ليلة مولده بما امكنه من التعطيم والاكرام كان من الفايزين بدار السلام.


অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ দিবসকে তা’যীম করবে এবং সে উপলক্ষে খুশি প্রকাশ করবে সে চিরশান্তিময় জান্নাতের অধিকারী হবে।” (ইবনু নাবাতা, আল বাইয়্যিনাত ১৫৯/৩০)
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি  তিনি নিজেও সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করেছেন


কম বেশি পড়া লেখা করেছে এমন কেউ নাই যে,ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনার নাম শোনেন নি।
ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি  তিনি নিজেও সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করেছেন ও পালন করলে কি কি সাওয়াব হবে তা বর্ণনা করেছেন।

৯ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালুদ্দিন সুয়ুতি (রাহমাতুল্লাহি আলাইহি ) বলেন

তিনি তার স্ব-রচিত “আল উয়াছায়েল ফী শরহিশ শামাইল” গ্রন্থে উল্লেখ আরও করেন, “যে গৃহে বা মসজিদে কিংবা মহল্লায় মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। তখন অবশ্যই সে গৃহ বা মসজিদ বা মহল্লা অসংখ্য ফেরেশতা দ্বারা পরিবেষ্টিত থাকে এবং উক্ত স্থান সমূহে যারা অবস্থান করে তাদের জন্য তারা সালাত পাঠ করে। (অর্থাৎ তাদের গুণাহর জন্য ক্ষমা প্রার্থনা করে) এবং আল্লাহ তায়ালা তাদের সবাইকে সাধারণভাবে রহমত ও সন্তুষ্টি দ্বারা ভূষিত করেন। অতঃপর নূরের মালা পরিহিত ফেরেশতাকুল বিশেষতঃ হযরত জিব্রাঈল, মীকাঈল, ঈস্রাফীল ও আজরাঈল আলাইহিস সালাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে মাহফিল আয়োজনকারীর গুণাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন”।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
ইমাম মুজতাহিদগণ উনারাও সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করার জন্য তাকিদ দিয়েছেন


ইমাম মুজতাহিদগণ উনারাও সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করার জন্য তাকিদ দিয়েছেন। তাহলে আমরা কেন সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করবো না?অবশ্যই সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করা উত্তম ইবাদত।
হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে লোকজন একত্রিত করবে, খাদ্য তৈরি করবে, জায়গা নির্দিষ্ট করবে এবং উত্তমভাবে (তথা সুন্নাহভিত্তিক) আমল করবে তাহলে উক্ত ব্যক্তিকে আল্লাহ পাক তিনি হাশরের দিন ছিদ্দীক্ব, শহীদ ও ছালিহীনগণ উনাদের সাথে উঠাবেন এবং উনার ঠিকানা হবে জান্নাতুল নায়ীমে।” সুবহানাল্লাহ! (আন নি’য়ামাতুল কুবরা আলাল আলাম)

#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
সাইয়িদুল আইয়াদ শরীফ পালন করার ব্যাপারে হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে।


সাইয়িদুল আইয়াদ শরীফ পালন করার ব্যাপারে হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে।
পবিত্র হাদিস শরীফ "

ﻋَﻦْ ﺍِﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻰَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟٰﻰ ﻋَﻨْﻬُﻤَﺎ ﺍَﻧَّﻪٗﻛَﺎﻥَ ﻳُﺤَﺪِّﺙُ ﺫَﺍﺕَ ﻳَﻮْﻡٍ

ﻓِﻰْ ﺑَﻴْﺘِﻪٖ ﻭَﻗَﺎﺋِﻊَﻭِﻻﺩَﺗٖﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻟِﻘَﻮْﻡٍ ، ﻓَﻴَﺴْﺘَﺒْﺸِﺮُﻭْﻥَ

ﻭَﻳُﺤَﻤِّﺪُﻭْﻥَ ﺍﻟﻠﻪَ ﻭَﻳُﺼَﻠُّﻮْﻥَﻋَﻠَﻴْﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓَﺎِﺫَﺍ ﺟَﺎﺀَﺍﻟﻨَّﺒِﻰُّ

ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺣَﻠَّﺖْﻟَﻜُﻢْ ﺷَﻔَﺎﻋَﺘِﻰْ

অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তাইয়ালা আনহু  নিজেই বর্ণনা করেন , একদা তিনি উনার গৃহে সাহাবায়ে কেরামদের নিয়ে একত্রিত হয়ে হুজুর পুর নূর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত শরীফ পাঠ করছিলেন |( এই দিনে হুজুর পৃথিবীতে আসছেন , স্বয়ং আল্লাহ উনার হাবিবের উপর দুরুদ সালাম দিয়েছেন ) শ্রবণকারীরাও তা শুনে আনন্দ পাচ্ছিলেন | ঠিক ওই সময় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন , তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে "|
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদে মিলাদুননবী পালন করেছেন ।
অনেকই বলে থাকে যে, হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি নাকি উনার বিলাদত শরীফ করেন নি।কিন্তু যারা এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের মূলত কম ইলিম থাকার কারণে এসব কথা বলে।মূলত উনি উনার বিলাদত শরীফ উপলক্ষে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ।
স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদে মিলাদুননবী পালন করেছেন ।

# হযরত আবু কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বনর্ণা করেন যে, " হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  আপনি সোমবারের দিন কেন রোযা রাখেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  ইরশাদ করলেন ওই দিন আমার বিলাদত হয় ,এবং ওই দিন-ই আমার উপর ওহী নাযীল হয়"।
এ ছাড়াও হাদিস হতে প্রমাণিত "স্বয়ং হুযুর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  নিজের জন্মের খুশির উদ্দেশ্যে ছাগল যবাহ করেছিলেন"সুবহানাল্লাহ। 
সোমবার দিন রোযা রাখার হাদীছ শরীফ হতে কয়েকটি বিষয় বের হয়-
# নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু ১২ই রবীউল আউওয়াল শরীফ উদযাপন করেননি।
২. যেহেতু প্রতি সোমবার বিলাদত দিবস পালন করেছেন, সে হিসেবে-
* প্রতি সপ্তাহে ১ দিন,
* প্রতি মাসে কমপক্ষে ৪ দিন,
* প্রতি বছরে কমপক্ষে ৫০ দিন,
৩. আরো সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায়, নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু প্রতি সোমবার রোযা রেখেছেন, সেহেতু তিনি সর্বদা পরবর্তী সোমবারের জন্য অপেক্ষা করেছেন। অর্থাৎ তিনি সারাজীবনই উনার বিলাদত দিবস উদযাপন করেছেন।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
Published from Blogger Prime Android App
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন -
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

অর্থ মুবারক- “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার সম্মানিত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ছলাত তথা দরূদ শরীফ পাঠ করে থাকেন। 
হে ঈমানদারগণ! তােমরাও উনার শান মুবারকে ছলাত মুবারক পাঠ করাে ও সালাম মুবারক পেশ করা পেশ করার মত।" (সূরা আহযাব শরীফ, আয়াত শরীফ: ৫৬)
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
Sm40.com
সম্মানীত নাযাত মুবারক লাভের একমাত্র সহজ ও উত্তম পন্থা হলো সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ পালন করা


সম্মানীত নাযাত মুবারক লাভের একমাত্র সহজ ও উত্তম পন্থা হলো সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ পালন করা।তথা ঈদে মিলাদে হাবিবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  পালন করা।
তাই কুলকায়িনাতের চিন্তার কোন কারণ নেই।
রাজারবাগ দরবার শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলতানুন নাছীর আলাইহিস সালাম আমাদের জন্য হাদীয়া করেছেন,অনন্তকাল সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০দিন ব্যাপী আজিমুশ্মান বরকতময় মাহফিল।সুবহানাল্লাহ।

#90DaysMahfil 
Sm40.com
সাহাবা যুগে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের প্রমান-
সাহাবা যুগে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের প্রমান-
হুজুর পাক সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উনার উপস্থিতিতে সাহাবায়ে কেরাম মিলাদ মাহফিল অনুষ্ঠান করেছেন |
 হযরত আল্লামা জালাল উদ্দীন সূয়ুতী রহমতুল্লাহি আলাইহি যার সনদ সহ প্রায় ২ লক্ষ হাদিস শরীফ মুখস্থ ছিল। সেই তাজুল মুফাসসিরীন মোহাদ্দেস মুসান্নিফ সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত কিতাব " সুবলুল হুদা ফি মাওলেদে মুস্তাফা আলাইহি ওয়া সাল্লাম " সহিহ হাদিস শরীফ বর্ণনা করেছেন |
পবিত্র হাদিস শরীফে এরশাদ হয়েছে "

ﻋَﻦْ ﺍَﺑِﻰ ﺍﻟﺪَّﺭْﺩَﺍﺀِ ﺭَﺿِﻰَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟٰﻰ ﻋَﻨْﻪُ ﺍَﻧَّﻪﻣَﺮَّ ﻣَﻊَ ﺍﻟﻨَّﺒِﻰِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ

ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍِﻟٰﻰﺑَﻴْﺖِ ﻋَﺎﻣِﺮِ ﺍﻻَﻧْﺼَﺎﺭِﻯِّ ﻭَﻛَﺎﻥَ ﻳُﻌَﻠِّﻢُ ﻭَﻗَﺎﺋِﻊَﻭِﻻﺩَﺗﻪِ ﺻَﻠَّﻰ

ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻻَﺑْﻨَﺎﺋِﻪﻭَﻋَﺸﻪِﺗَﺮْﻴِ ﻭَﻳَﻘُﻮْﻝُ ﻫٰﺬَﺍ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻫٰﺬَﺍ ﺍﻟْﻴَﻮْﻡَﻓَﻘَﺎﻝَ

ﻋَﻠَﻴْﻪِ ﺍﻟﺼَّﻠٰﻮﺓُ ﻭَﺍﻟﺴَّﻼﻡُ ﺍِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻓَﺘَﺢَﻟَﻚَ ﺍَﺑْﻮَﺍﺏَ ﺍﻟﺮَّﺣْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔُ

ﻛُﻠُّﻬُﻢْﻳَﺴْﺘَﻐْﻔِﺮُﻭْﻥَ ﻟَﻚَ ﻣَﻦْ ﻓَﻌَﻞَ

ﻓِﻌْﻠَﻚَ ﻧَﺠٰﻰﻧَﺠٰﺘَﻚ

অর্থাৎ হজরত আবু দ্বারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু  হতে বর্ণিত , হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন হজরত আমির আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু  এর গৃহে গেলেন এবং হুজুর  পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  দেখতে পেলেন আমির আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু  উনার পরিবার পরিজন ও আত্বীয় স্বজনদের নিয়ে একত্রিত হয়ে খুশি মনে রাসুল পুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত শরীফ পাঠ করছেন | অর্থাৎ নবীজি এইদিনে পৃথিবীতে আসছেন , পৃথিবীতে প্রত্যেকটা মাখলুক আনন্দিত হয়ে ইত্যাদি | এই ঘটনা শ্রবণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে হজরত আমির আনসারীকে বললেন , আল্লাহ পাক আপনার জন্য উনার রহমতের দরজা প্রশস্থ করেছেন এবং সমস্থ ফেরেস্থাগন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন | যে আপনার জন্য এইরূপ কাজ করবে সেও আপনার মত নাজাত ( ফজিলত ) লাভ করবে | ( সুবহানাল্লাহ)

রাজারবাগ দরবার শরীফ, ঢাকা।
#90DaysMahfil 
Sm40.comPublished from Blogger Prime Android App
মদিনাবাসীর মিলাদ শরীফ পালন।


মদিনাবাসীর মিলাদ শরীফ পালনঃ-

মক্কাবাসীদের ন্যায় মদীনা পাকের অধিবাসীরাও ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের আয়োজন করতেন।

হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক মিলাদ পালন- 
দেওবন্দীদের পীর-মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কী রহমতুল্লাহি আলাইহি  বলেন, “আমাদের ওলামা মৌলুদ শরীফ সম্পর্কে অনেক বিতর্ক শুরু করে দিয়েছেন।এর পরেও ওলামায়ে কেরামের এ কাজ(মিলাদুন্নাবী পালন)বৈধ হবার পক্ষে মত দিয়েছেন।যখন বৈধ হওয়ার কথা আছে,কেন এ (দেওবন্দী,তাবলীগী) আলেমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।আমাদের হেরেমাইন (মক্কা ও মদিনা শরীফ)এর অনুসরন যথেষ্ট।

তিনি আরো বলেন, “ফকীরের(নিজের দিকে সম্বোধন করে বলেন) মাযহাব হল মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাহফিলে অংশগ্রহন করা।শুধু তাই নয় বরকত হাসিলের উদ্দেশ্যে আমি প্রতি বছর তা অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করি এবং সালাত-সালামের সময় কিয়ামের মধ্যে অনেক রুহানী স্বাদ পেতে থাকি।”

হযরত আব্দুল হক দেহলভীর রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক মিলাদ পালন

পাক ভারতে হাদীস চর্চার অন্যতম মুহাদ্দীস হযরত আব্দুল হক মুহাদ্দেস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি  তাঁর প্রসিদ্ধ কিতাব ‘মাসাবাতা বিস্‌ সুন্নাহ’ এর ৮২ পৃষ্ঠার মধ্যে জশনে ঈদে মিলাদুন্নাবী এর পালন বৈধতা ও উপকারীতার অনেক দলীল ও প্রমাণ প্রদান করেছে।শেখ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যিনি পাক ভারত উপমহাদেশে সুন্নী নয় শুধু ,দেওবন্দীদের নিকট গ্রহনযোগ্য ব্যক্তিত্ব।তাঁর সম্পর্কে দেওবন্দীদের বুযূর্গ আশ্রাফ আলী থানভী বর্ণনা করেন, “শাহ আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা উনার দিদার মুবারক লাভে ধন্য হতেন।”

 সূত্র সমূহঃ
*আল মওরেদুর রবী ১৫ পৃষ্ঠা কৃত মোল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি আলাইহি।
*শামায়েলে এমদাদিয়া ৮৭,৮৮,৯৪ পৃষ্ঠা কৃত হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কী।
*ফয়সালা-এ হাফত মাসায়েল ৯ পৃষ্ঠা কৃত হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কী।
*শেফাউল সায়েল কৃত শাহ আব্দুল গনি দেহলভী।

#90DaysMahfil 
Sm40.com

মক্কা-শরীফ এবং মদীনা শরীফে ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন।
মক্কা-শরীফ এবং মদীনা শরীফে ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন।

মক্কাবাসীদের মিলাদ পালন -

ইমাম শামসুদ্দীন সাখাবী রহমতুল্লাহি আলাইহি সূত্রে মোল্লা আলী ক্বা্রী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কা বাসীরা অধিকতর মঙ্গল ও বরকতের অধিকারী।এই পবিত্র নগরীর দিকে মুসলিম মিল্লাত অতি আগ্রহের মাধ্যমে অগ্রসর হও্য়ার চেষ্টা করে।এটার কারন এই যে,এখানে হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মৌলুদ শরীফ(পবিত্র জন্মস্থান) বিদ্যমান।এ পবিত্র জন্মস্থানটি তৎকালীন ‘সুকুল লাইল’নামে খ্যাত ছিল।যা বর্তমানে সাফা ও মারওয়া পাহাড়ের পূর্ব পাশে ‘মাকতবা আল মক্কা আল মুকাররমা’ নামে দালান হিসেবে অবস্থিত।

উক্ত পবিত্র স্থানে লোকেরা দলে দলে অতি আগ্রহের সাথে মনোবাসনা নিয়ে যিয়ারতের উদ্দেশ্যে গমন করতেন।বিশেষ করে ১২ ই রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন্নাবী’র দিনে অনেক গুরুত্বসহকারে লোকজন মাহফিলের আয়োজন করতেন।ধনী-গরীব,আমীর-প্রজা সকলেই এতে অংশগ্রহন করতেন। তৎকালীন মক্কা নগরীর কাযী এবং প্রখ্যাত আলেম আল বুরহানী আশ-শাফেয়ী যিয়ারতকারী ও ঈদে মিলাদুন্নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে অংশগ্রহনকারীদেরকে তাবাররুক বা খানা খাওয়ানোর ব্যাবস্থা করতেন।আর ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে হেযাযের আমীর তাঁর বাসভবনে হেযাযের নাগরীকদের জন্য ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশাল খাবারের আয়োজন করতেন এবং এই নিয়ত করতেন যে,

এই মিলাদে পাকের দ্বা্রা তাঁর অনেক মুসিবত দূরীভূত হবে।তাঁর পরবর্তীতে তাঁর উত্তরসূরী পূত্র “আল-জমালী” এই মাহফিলের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।" 
 লিংক-https://t.me/khawajarazi/837
#90DaysMahfil 
Sm40.com
Published from Blogger Prime Android App
আখেরী চাহার সোম্বা শরীফ কি?
আখিরী চাহার শোম্বা শরীফ উনার সুন্নতী আমলগুলো পালন করার মাধ্যমে মহান আল্লাহ পাক ও হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি হাছিলের কোশেশ করা।
লিংক-১.t.me/khawajarazi/832
২.khawajarazi.blogspot.com/2022/09/blog-p…

#90DaysMahfil 
Sm40.comPublished from Blogger Prime Android App
ইয়াওমুল আরবিয়ায়ীল আখির (পবিত্র আখিরী চাহার শোম্বা) শরীফ

Published from Blogger Prime Android App

ইয়াওমুল আরবিয়ায়ীল আখির (পবিত্র আখিরী চাহার শোম্বা) শরীফ


১০ হিজরী শরীফ উনার যিলক্বদ শরীফ মাস, যিলহজ্ব শরীফ মাস, মুহররম শরীফ মাস এবং সফর শরীফ মাস পর পর ৪টি মাস ৩০ দিনে হয়।
 
মহাসম্মানীত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হজ্ব সম্পাদন এবং উম্মদেরকে তা’লীম দেয়ার জন্য ১০ হিজরীর যিলক্বদ শরীফ মাসের ২৫ তারিখ পবিত্র মদীনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফ রওয়ানা মুবারক করেন।

১০ দিনে তিনি (৫ ই যিলহ্জ শরীফ) পবিত্র মক্কা শরীফ পৌছেন। সেখানে ১০ দিন থাকেন অর্থাৎ ১৫ই যিলহজ্ব শরীফ পর্যন্ত পবিত্র হজ্ব সম্পাদন এবং উম্মত, হযরত সাহবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের হজ্ব পালনের যে তরতীব সেই তালীম, শিক্ষা দেন। ১৫ই যিলহ্জ্ব শরীফ তিনি রওয়ানা দেন এবং ২৫ ই যিলহজ্ব শরীফ তিনি পবিত্র মদীনা শরীফ পৌছেন। সেই বৎসর যিলহ্জ শরীফ মাসও ৩০ দিনে হয়।

মুহররমুল হারাম শরীফ উনার ১৬ তারিখ উম্মুল মু’মীনিন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ ‘আশার আলাইহাস সালাম আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন।

১১ হিজরী মুহররমুল হারাম শরীফ উনার ৩য় সপ্তাহ ১৮-২০ এই তারিখের মধ্যে মহান আল্লাহ পাক তিনি ওহী মুবারক করেন, হে আমার হাবীব! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দয়া করে যারা জান্নাতুল বাকী মুবারকে আছেন উনাদেরকে আপনার জিয়ারত মুবারক দান করুন। তিনি সম্মানীত জিয়ারত মুবারক দান করলেন। যখন পত্যাবর্তন মুবারক করতেছিলেন তখন মারীদ্বী শান মুবারক অর্থাৎ নুরুল হুদা মুবারকে ব্যাথা মুবারক অনুভব করেন। এর  কিছু দিন পর তিনি সেহাতী শান মুবারক প্রকাশ করেন।

একইভাবে সফর শরীফ মাস উনার ৩য় সপ্তাহ ১৮-২০ এই তারিখের মধ্যে মহান আল্লাহ পাক তিনি পূনরায় ওহী মুবারক করেন, হে আমার হাবীব! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দয়া করে যারা জান্নাতুল বাকী মুবারকে আছেন উনাদেরকে আপনার জিয়ারত মুবারক দান করুন। তিনি এবারো ঠিক সেভাবে সম্মানীত জিয়ারত মুবারক দান করলেন। যখন পত্যাবর্তন মুবারক করতেছিলেন তখন মারীদ্বী শান মুবারক অর্থাৎ নুরুল হুদা মুবারকে ব্যাথা মুবারক অনুভব করেন।

১ম বার মারীদ্বী শান মুবারক প্রকাশের অল্প কিছুদিন পরেই সেহাতী শান মুবারক প্রকাশ করেন। কিন্তু এবার দীর্ঘ সময়। মনে হচ্ছে গাঢ় হয়ে গেলো। বিষয়টিতে হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা চিন্তিত হলেন। হযতর উম্মাহাতুল মুমীনি আলাইহিহিন্নাস সালাম উনারও চিন্তিত হলেন। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা- মনে হচ্ছে বিষয়টি ব্যতীক্রম। অর্থাৎ সকলেই চিন্তিত হলেন। অনেক দিন থাকার পরে সফর শরীফ মাসের ৩০ তারিখে শেষ আরবিয়া সকাল বেলা তিনি সম্মানীত সেহাতী শান মুবারক প্রকাশ করেন।

অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘হে উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম! ঘরে কোনো খাবার আছে কি?’ তিনি জবাব দিলেন, ‘জী-হ্যাঁ।’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘আমার জন্য তা নিয়ে আসুন আর আমার হযরত আওলাদ শরীফ অর্থাৎ হযরত যাহরা আলাইহাস সালাম উনাকেসহ অন্যান্য আওলাদ আলাইহিন্নাস সালাম উনাদেরকে খবর দিন। আর হযরত ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকেও নিয়ে আসতে বলুন। উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সকলকে সংবাদ দিলেন। অতঃপর হযরত যাহরা আলাইহাস সালাম তিনিসহ অন্যান্য আওলাদ আলাইহিন্নাস সালাম উনারা এবং হযরত ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সবাই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে এসে হাযির হলেন।

অতঃপর রুটি-গোশত ও সিরকা মুবারক তা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক-এ পরিবেশন করা হলো। তিনি সকলকে নিয়ে খাদ্য গ্রহণ করে খুশী প্রকাশ করলেন। সংবাদ শুনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও বাইরে এসে হাযির হন। কিছুক্ষণ পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাইরে এসে উনাদেরকে লক্ষ্য করে বললেন, ‘হে আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আমার পবিত্র বিছাল শরীফ উনার পর আপনাদের অবস্থা কিরূপ হবে?’ এ কথা শুনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা ব্যাকুলচিত্তে কান্না শুরু করলেন। উনাদের এ অবস্থা দেখে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে সান্তনা দান করলেন। অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে নববী শরীফ উনার মধ্যে ওয়াক্তিয়া নামায আদায় করলেন। সুবহানাল্লাহ!

সুন্নত: ফরয
১. গোসল করা,
২. ভালো খাওয়া এবং খাওয়ানো
৩. খুশী প্রকাশ করে সাধ্যমতো হাদিয়া পেশ করা,
৪. দান-ছদক্বা করা,
৫. অধিক পরিমাণে মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দুরূদ শরীফ পাঠ করা।
৬. আর বাংলাদেশসহ সকল মুসলিম ও অমুসলিম সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিনটি পালনের সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণসহ এ মুবারক দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।

খরচ: ১.আফদ্বালুন নাছ বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ৭,০০০ দিনার, 
২. হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি ৫,০০০ দিনার, 
৩. খলীফাতুল মুসলিমীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি ১০,০০০ দিনার, 
৪. আসাদুল্লাহিল গালিব হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ৩,০০০ দিনার
৫. মুবাশশারুল জান্নাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ১০০ উট ও ১০০ ঘোড়া
এবং অন্যরা সাধ্য সামর্থ অনুযায়ী খরচ করেছেন।

অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র ১১ হিজরী শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবী‘উল আউওয়াল শরীফ) সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল ‘আযীম শরীফ) চাশতের ওয়াক্ত শেষ হয়ে যুহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে সকাল ১১:৩০-১২:০০ টার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র দিদার মুবারকে তাশরীফ মুবারক নেন। সুবহানাল্লাহ! দুনিয়াবী দৃষ্টিতে তখন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বয়স মুবারক ছিলেন পূর্ণ ৬৩ বছর মুবারক। সুবহানাল্লাহ।


১০ হিজরী শরীফ উনার যিলক্বদ শরীফ মাস, যিলহজ্ব শরীফ মাস, মুহররম শরীফ মাস এবং সফর শরীফ মাস পর পর ৪টি মাস ৩০ দিনে হয়।

উদ্দেশ্য
রওয়ানা তারিখ
রওনার স্থান
পৌছাতে সময়
পৌছানোর স্থান
অবস্থান ও কার্যক্রম

পবিত্র হজ্ব সম্পাদন এবং উম্মদেরকে তা’লীম দেয়ার জন্য
১০ হিজরীর ২৫ যিলক্বদ শরীফ
পবিত্র মদীনা শরীফ
১০ দিন (৫ ই যিলহ্জ শরীফ)
পবিত্র মক্কা শরীফ
১০ দিন (১৫ই যিলহজ্ব শরীফ পর্যন্ত)
পবিত্র হজ্ব সম্পাদন এবং উম্মত, হযরত সাহবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের হজ্ব পালনের যে তরতীব সেই তালীম, শিক্ষা দেন।

পত্যাবর্তন
১৫ই যিলহ্জ্ব শরীফ
পবিত্র মক্কা শরীফ
২৫ ই যিলহজ্ব শরীফ
পবিত্র মদীনা শরীফ 


মুহররমুল হারাম শরীফ উনার ১৬ তারিখ উম্মুল মু’মীনিন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ ‘আশার আলাইহাস সালাম আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন।

মহান আল্লাহ পাক তিনি ওহী মুবারক করেন, হে আমার হাবীব! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দয়া করে যারা জান্নাতুল বাকী মুবারকে আছেন উনাদেরকে আপনার জিয়ারত মুবারক দান করুন। তিনি সম্মানীত জিয়ারত মুবারক দান করলেন। যখন পত্যাবর্তন মুবারক করতেছিলেন তখন মারীদ্বী শান মুবারক অর্থাৎ নুরুল হুদা মুবারকে ব্যাথা মুবারক অনুভব করেন। এর  কিছু দিন পর তিনি সেহাতী শান মুবারক প্রকাশ করেন।
১১ হিজরী মুহররমুল হারাম শরীফ উনার ৩য় সপ্তাহ ১৮-২০ এই তারিখের মধ্যে 


মহান আল্লাহ পাক তিনি পূনরায় ওহী মুবারক করেন, হে আমার হাবীব! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দয়া করে যারা জান্নাতুল বাকী মুবারকে আছেন উনাদেরকে আপনার জিয়ারত মুবারক দান করুন। তিনি এবারো ঠিক সেভাবে সম্মানীত জিয়ারত মুবারক দান করলেন। যখন পত্যাবর্তন মুবারক করতেছিলেন তখন মারীদ্বী শান মুবারক অর্থাৎ নুরুল হুদা মুবারকে ব্যাথা মুবারক অনুভব করেন।

সফর শরীফ মাস উনার ৩য় সপ্তাহ ১৮-২০ এই তারিখের মধ্যে ১ম বার মারীদ্বী শান মুবারক প্রকাশের অল্প কিছুদিন পরেই সেহাতী শান মুবারক প্রকাশ করেন। কিন্তু এবার দীর্ঘ সময়। মনে হচ্ছে গাঢ় হয়ে গেলো। বিষয়টিতে হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা চিন্তিত হলেন। হযতর উম্মাহাতুল মুমীনি আলাইহিহিন্নাস সালাম উনারও চিন্তিত হলেন। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা- মনে হচ্ছে বিষয়টি ব্যতীক্রম। অর্থাৎ সকলেই চিন্তিত হলেন। অনেক দিন থাকার পরে..
৩০ সফর শরীফ
আরবিয়া সকাল বেলা
তিনি সম্মানীত সেহাতী শান মুবারক প্রকাশ করেন।


আখেরী চাহার সোম্বা শরীফ পালন করা খাছ সুন্নত
🌸🌸🌸আখেরী চাহার সোম্বা শরীফ পালন করা খাছ সুন্নত -🌹🌹🌹সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনার ক্বওল মুবারক শুনুন জানুন আমল করুন ও অন্যের কাছে কুলকায়িনাত ব্যাপী জানিয়ে দিন।
🌺🌺🌺মুবারক হো!!!  অনন্তকাল ব্যাপী মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিল!!!
💐💐💐মাহফিলে যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
ভিডিও লিংক-https://t.me/khawajarazi/825
Published from Blogger Prime Android App

আখিরী চাহার শোম্বা উপলক্ষে সর্বশ্রেষ্ঠ আমল
❤️❤️❤️আখিরী চাহার শোম্বা উপলক্ষে সর্বশ্রেষ্ঠ আমল

কোন আমলই পবিত্র সুন্নত ব্যতীত পূর্ণতায় পৌঁছেনা। পবিত্র সুন্নতের মধ্যেই রয়েছেন শতভাগ রহমত বরকত ও সাক্বীনা। আর এই অবারিত রহমত নিয়ে এলেন পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ। যে দিনটিতে কিছু সুন্নতী আমল তথা সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম আমল রয়েছে যা পালনের মধ্যে রয়েছে হাকীকী কামিয়াবী। সুবহানাল্লাহ!

বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ তথা ছফর শরীফ মাসের শেষ আরবিয়া- বুধবার সকালে ছিহহাতি (সুস্থতা) শান মুবারক প্রকাশ করেন। অতঃপর ভিজা কাপড় মুবারক দিয়ে সমস্ত জিসিম মুবারক মুছে দেন। অতঃপর হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিয়ে রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা মুবারক করেন। অতঃপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি মুবারক প্রকাশ করে মসজিদে নববী শরীফ উনার মধ্যে তাশরীফ মুবারক গ্রহণ করেন। এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা অত্যন্ত আনন্দিত হন। উনারা অফুরন্ত শুকরিয়া আদায় করেন এবং এ উপলক্ষে উনাদের সাধ্যমতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাদিয়া মুবারক পেশ করেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান সদকা করেন।

কিতাবের বর্ণনা মুতাবিক পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার সুন্নতী আমলসমূহ হলো-
🌱পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ তালাশ করা তথা এ মাসের শেষ আরবিয়া কবে তার ফিকিরে থাকা।
🌿এ দিন সকালে গোসল করা।
☘পরিবারের সকলকে একত্রিত করে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা।
🪴পরিবারের সকলের খোজ খবর নেয়া।
🌾রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা করা।
💐ফাল ইয়াফরহূ শরীফ তথা খুশি মুবারক প্রকাশ করা।
🍂হাক্বীক্বী শুকরিয়া আদায় করা।

⚱সাধ্যমতো হাদিয়া মুবারক পেশ করা।

🌴গরিব-মিসকিনদেরকেও দান ছদ্বকা করা।

🌙এ মাসে চিকিৎসা করা, স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি।

🌹🌹🌹কাজেই সমস্ত মুসলমানদের উচিত পবিত্র আখিরী চাহার শোম্বা শরীফ উনার সুন্নতী আমলগুলো সাধ্যসামর্থ্য অনুযায়ী পালন করার মাধ্যমে মহান আল্লাহ পাক ও হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি হাছিলের কোশেশ করা।
🌎 মাহফিলে যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
Published from Blogger Prime Android App
তাবিয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি
💐💐💐তাবিয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি যিনি শতাধিক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাক্ষাৎ পেয়েছিলেন, যিনি ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খলীফা ও ছাত্র ছিলেন। তিনি বলেন-
وددت لو كان لى مثل جبل أحد ذهبا فانفقته على قرائة مولد النبى صلى الله عليه وسلم.
🍀🍀অর্থ: “আমার একান্ত ইচ্ছা হয় যে, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি তা মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ অর্থাৎ ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ব্যয় করতাম।”সুবহানাল্লাহ! (আন নি’য়ামাতুল কুবরা আলাল আলাম)
🌹🌹মুবারক হো!!!  অনন্তকাল ব্যাপী মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিল!!!
🌺🌺মাহফিলে যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
Published from Blogger Prime Android App
ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে ইমাম মুজতাহিদগনের কি অভিমত পেশ করেছেন ?


🌺🌺🌺ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে ইমাম মুজতাহিদগনের কি অভিমত পেশ করেছেন ?
🌹🌹🌹১. প্রসিদ্ধ তাবেঈ হযরত হাসান বসরী (রাহমাতুল্লাহি আলাইহি ) বলেন-
قال حسن البصري رضي الله تعالی عنه وددت لو کان لی مثل جبل احد ذھبا فانفقته علی قراءة مولد النبي صلی الله علیه وسلم
অর্থাৎ- যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তাহলে আমি তা রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঈদ-ই-মিলাদুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিলে খরচ করতাম।
[আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১১]

🌸🌸🌸২. হযরত জুনাইদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি ) বলেন-
যে ব্যক্তি ঈদ-ই-মিলাদুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ উপস্থিত হয়ে তাঁকে সম্মান প্রদর্শন করেছে, সে ঈমানের সফলতা লাভ করেছে।
🌼🌼🌼[আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১১]
✈️মাহফিলে যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
হযরত ইমাম মারূফ কারখী রহমতুল্লাহি আলাইহি তিনিও বিলাদত শরীফ উপলক্ষে অর্থাৎ মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের ফযীলত বর্ণনা প্রসঙ্গে বলেন-


🌺🌺🌺মহান আল্লাহ পাক উনার বিশিষ্ট ওলী হযরত ইমাম মারূফ কারখী রহমতুল্লাহি আলাইহি তিনিও বিলাদত শরীফ উপলক্ষে অর্থাৎ মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের ফযীলত বর্ণনা প্রসঙ্গে বলেন,

من هيا طعاما لاجل قراءة مولد النبى صلى الله عليه وسلم وجمع اخوانا و اوقد سراجا و لبس جديدا و تبخر و تعطر تعظيما لمولد النبى صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الاولى من النبيين وكان فى اعلى عليين.


💐💐💐অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে খাদ্য প্রস্তুত করবে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে এর সম্মানার্থে মুসলমান ভাইদের একত্রিত করবে, (আলো দানের উদ্দেশ্যে) প্রদীপ বা বাতি জ্বালাবে, নতুন পোশাক পরিধান করবে, (সুগন্ধির উদ্দেশ্যে) ধূপ জ্বালাবে এবং আতর-গোলাপ মাখবে, ক্বিয়ামতের দিন আল্লাহ পাক তিনি তার হাশর-নশর করবেন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রথম দলের সাথে এবং তিনি সে সুউচ্চ ইল্লীনে অবস্থান করবেন।” সুবহানাল্লাহ! 🌹🌹🌹(আন নি’য়ামাতুল কুবরা আলাল আলাম
🌸🌸🌸মুবারক হো!!!  অনন্তকাল ব্যাপী মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিল!!!
🚘🚘🚘মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com

স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদে মিলাদুননবী পালন করেছেন


🌹🌹🌹স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদে মিলাদুননবী পালন করেছেন ।🌹🌹🌹

🌺🌺🌺১. হযরত আবু কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বনর্ণা করেন যে, " হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  আপনি সোমবারের দিন কেন রোযা রাখেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  ইরশাদ করলেন ওই দিন আমার বিলাদত হয় ,এবং ওই দিন-ই আমার উপর ওহী নাযীল হয়"।🌺🌺🌺
💐💐💐১. সহী মুসলিম ,বুক ৬ , রোজা অধ্যায়, ভলি ৭, পৃ ৩২৩, হাদিস নং ২৮০৭
২.সুনান আল কুবরা লইল বায়হাকী , ভলিউম ৪, পৃ ২৮৬ 
৩. মুসান্নাফ আবদুর রাজ্জাক, ভলিউম ৪ , পৃ ২৯৬, হাদিস ৭৮৬৫
৪.সুনান আবু দাউদ, ভলিউম ৭,পৃ ২৫৫, হাদিস ২৪২৮ 
২. এ ছাড়াও হাদিস হতে প্রমাণিত "স্বয়ং হুযুর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  নিজের জন্মের খুশির উদ্দেশ্যে ছাগল যবাহ করেছিলেন"
ইমাম সুয়ুতী আল হাবিলুল ফাতোয়া ১ম খন্ড ১৯৬ পৃঃ,
হুস্নুল মাকাসিদ ফি আমালিল মোলিদ ৬৫ পৃঃ,
ইমাম নাব হানী হুজ্জাতুল্লাহে আলাল আলামীন ২৩৭ পৃঃ)💐💐💐
🌸🌸🌸সোমবার দিন রোযা রাখার হাদীছ শরীফ হতে কয়েকটি বিষয় বের হয়-
🥀🥀🥀১. নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু ১২ই রবীউল আউওয়াল শরীফ উদযাপন করেননি।
🌼🌼🌼২. যেহেতু প্রতি সোমবার বিলাদত দিবস পালন করেছেন, সে হিসেবে-
* প্রতি সপ্তাহে ১ দিন,
* প্রতি মাসে কমপক্ষে ৪ দিন,
* প্রতি বছরে কমপক্ষে ৫০ দিন,
🌻🌻🌻৩. আরো সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায়, নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু প্রতি সোমবার রোযা রেখেছেন, সেহেতু তিনি সর্বদা পরবর্তী সোমবারের জন্য অপেক্ষা করেছেন। অর্থাৎ তিনি সারাজীবনই উনার বিলাদত দিবস উদযাপন করেছেন।
🚘🚊🚔মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
চুতর্থ খলিফা হযরত আলি মুরতাদ্বার রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন-


🌻🌻🌻চুতর্থ খলিফা হযরত আলি মুরতাদ্বার রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন-🌻🌻🌻
🌻🌻🌻مَنْ عَظَّمَ مَوْ لِدِ النَّبِى صَلّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ وَكَانَ سَبَبَا لِقرا ته لا يَحْرُمُ مِنَ الدُّنْيَا اِلا َّبِالاِ يْمَانِ وَيَدْخُلُ الجَنَّهَ بِغَيْرِ حِسَاب🌻🌻🌻
🌷🌷🌷অর্থাৎ- “যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে সম্মান করবে এবং উদ্যোক্তা হবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে”।🌷🌷🌷
🌼🌼🌼আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-৮🌼🌼🌼
💗💗💗মুবারক হো!!!  অনন্তকাল ব্যাপী সাইয়্যিদু সাইয়্যিদুল আইয়াদ মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিল!!!💗💗💗
মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com

শুধু দুনিয়ার পেছনে না ঘুরে আখিরাতের জন্য ও কাজ করেন
ভাইজান আপনাকে বলছি,
জীবনে তো অনেক কিছু করার চেষ্টা করলেন।জীবনে কি করতে পেরেছেন?
এতো দুনিয়ায় পেছনে না ছুটে আখিরাতের কাজও করেন।এই দুনিয়ায় শেষ নয় আমাদের জন্য অপেক্ষা করছে অনন্তকালের জন্য আখিরাত।

আখিরাতের জন্য কিছু জমা করতে পেরেছেন কি?পারেন নি!
তাহলে আর দেরি কেন চলে আসুন মহাসম্মানীত রাজারবাগ দরবার শরীফে।
মুসলমানদের ঈমান আমল আক্বিদা বিশুদ্ধ করার জন্য-
সাইয়্যিদুনা সুলতানুন নাছির আলাইহিস সালাম- আমাদের জন্য হাদীয়া করেছেন অনন্তকাল ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিল।সুবহানাল্লাহ। 
আপনারা সকলে দলে দলে যোগদান করুন ও দুনিয়া আখিরাতের কামিয়াবী হাসিল করুন। 
মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com
Published from Blogger Prime Android App
আমরা কেন মিলাদ শরীফ ক্বিয়াম শরীফ করব
আমরা কেন সকল ঈদের সেরা ঈদ - সাইয়্যিদুল আইয়াদ শরীফ  ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করবো-
১. আল্লাহ পাক কি বলেছেন ?
উত্তর - জি,করেছেন।
২. নবিজি কি পালন করেছেন ?
উত্তর - জি,করেছেন।
৩. নবি-রাসুলগন কি পালন করেছেন ?
উত্তর - জি,করেছেন।
৪. খোলাফায়ে রাশেদীন কি পালন করেছেন?
উত্তর - জি,করেছেন।
৫. ছাহাবাগন কি পালন করেছেন?
উত্তর - জি,করেছেন।
৬. তাবেয়ী-তাবেতাবেঈন কি পালন করেছেন ?
উত্তর - জি,করেছেন।
৭. ইমাম-মুজতাহিদগন কি পালন করেছেন ?
উত্তর - জি,করেছেন।
৮. মক্কা-মদীনা শরীফে কি পালন হয়?
উত্তর - জি,করেছেন
৯. দেওবন্দী - কওমীদের গুরুরা কি বলেছে?
উত্তর - উত্তম আমল।
 
তাহলে মিলাদ কিয়াম বিরুধীরা কি করে বলে" ইহা বিদয়াত" তারা কি কোরান - হাদীস -ইজমা ক্বিয়াসকে অস্বীকারকারী নয় ? 
এমন ব্যক্তি মুসলমান থাকবে কি ?
উত্তর -তারা মুসলমান থাকতে পারেনা।
দলিল-
১.লিংক-http://khawajarazi.blogspot.com/2022/09/blog-post_14.html?m=1
২.লিংক-https://t.me/khawajarazi/791
Published from Blogger Prime Android App
আমরা কেন মিলাদ শরীফ ক্বিয়াম শরীফ করবো?
আসসালামুআলাইকুম।।আপনার মতামত জানতে চাই।।।সকল ঈদের সেরা ঈদ - সাইয়্যিদুল আইয়াদ শরীফ
ঈদে মিলাদুন্নবী -
১. আল্লাহ পাক কি বলেছেন ?- http://goo.gl/Y4IkyX
২. নবিজি কি পালন করেছেন ? - http://goo.gl/2d0R5L
৩. নবি-রাসুলগন কি পালন করেছেন ? - http://goo.gl/lKLXHb
৪. খোলাফায়ে রাশেদীন কি পালন করেছেন?- http://goo.gl/fOadcp
৫. ছাহাবাগন কি পালন করেছেন ? - http://goo.gl/0RSrln
৬. তাবেয়ী-তাবেতাবেঈন কি পালন করেছেন ? - http://goo.gl/VEUJc9
৭. ইমাম-মুজতাহিদগন কি পালন করেছেন ? - http://goo.gl/ZPBE02
৮. মক্কা-মদীনা শরীফে কি পালন হয়? - http://goo.gl/oRVXm9
৯. দেওবন্দী - কওমীদের গুরুরা কি বলেছে?- http://goo.gl/4VBr6t

তাহলে যারা তোতা পাখির মত মুখস্থ কথা বলে " ইহা বিদয়াত" তারা কি কোরান - হাদীস -ইজমা ক্বিয়াসকে অস্বীকারকারী নয় ?
এমন ব্যক্তি মুসলমান থাকবে কি ?
Published from Blogger Prime Android App
আপনি কি জানেন সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ কি?


আপনি কি জানেন সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ কি?
 সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ হলো ১২ রবিউল আউয়াল শরীফ। যেদিন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার যমীনে তাশরিফ মুবারকপ্রকাশ করেছেন সেই তারিখকেই সাইয়েদুল আইয়াদ শরীফ বলা হয়।

এই মহাসম্মানিত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ মাহফিল উনার সম্মানার্থে সম্মানিত ঢাকা রাজারবাগ দরবার শরীফ-এ অনুষ্ঠিত হচ্ছে  ৯০ দিন ব্যাপী বিশেষ  মাহফিল তন্মধ্যে এখন অনুষ্ঠিত হচ্ছে মহাসম্মানিত পবিত্র ওয়াজ শরীফ মাহফিল।

মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com

পবিত্র ক্বছীদা শোনা সুন্নত, গান বাজনা শোনা হারাম।
মহাসম্মানিত পুতও পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ অনুষ্ঠিত হচ্ছে অনন্তকালব্যাপী সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল। সুবহানাল্লাহ।
 এই মহাসম্মানিত পবিত্র মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র সামা শরীফ মাহফিল।
পবিত্র সামা শরীফ শোনা সুন্নত মুবারক আর গান বাজনা শোনা কাট্টা হারাম ও কুফুরি।
আপনারা সকলে দলে দলে এই পবিত্র সামা শরীফ মাহফিলে অংশগ্রহণ করে দুনিয়া আখিরাতের কামিয়াবী হাসিল করুন।

বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, “উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশিষ্ট ছাহাবী কবি হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য মসজিদে নববী শরীফ উনার মধ্যে একটি মিম্বর শরীফ স্থাপন করেছিলেন। 

আর ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করতেন-

اِنَّ اللهَ يُؤَيّدُ حَسَّانَ بِرُوْحِ الْقُدْسِ مَا نَافَحَ اَوْ فَاخَرَ عَنْ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি হযরত হাসসান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হযরত জিবরীল আলাইহিস সালাম উনার দ্বারা সাহায্য করেন। যতক্ষণ পর্যন্ত তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে গৌরবময় না’ত শরীফ ও ক্বাছীদা শরীফ অথবা কাফিরদের কুফরীমূলক এবং অশ্লীল ও অশালীন বক্তব্যের জাওয়াব স্বরূপ না’ত শরীফ ও ক্বাছীদা শরীফ পাঠ করতে থাকেন।”

অনুরূপ সুন্নতি সামা মাহফিল এখন চলছে, লাইভ শুনুন:

https://fb.watch/ftC0JUgZS-/

https://sm40.com/archive/al-hikmah

https://al-hikmah.net/
পক্ষান্তরে সামা মাহফিল শোনা, পাঠ করা,লেখা হচ্ছে খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।

লিংক- https://khawajarazi.blogspot.com/2020/01/blog-post_28.html?m=1

মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন -01727752543
#90DaysMahfil 
Sm40.com

https://sm40.com/share/khawaja.razi12/post/51786AF5-329B-11ED-99C5-E2BAE7CE03B9

https://sm40.com/share/ashekemamduh12/post/857D6933-329B-11ED-B4B0-E2BAE7CE03B9

https://twitter.com/khawajarazi12/status/1569312525124239362?t=mA6m6Z1O69FyVsg9J8N81g&s=35

https://www.instagram.com/p/CiaGGCOvIpN/?igshid=YmMyMTA2M2Y=

https://rdsyousufkhawaja.tumblr.com/post/695193633724497920/%E0%A6%AE%E0%A6%B9-%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%AA-%E0%A6%A4%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%AC-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A6%9C-%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%97-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0-%E0%A6%AB-%E0%A6%8F

https://l.likee.video/v/nqLmLn
Published from Blogger Prime Android App
মহাসম্মানিত 90 দিন ব্যাপী মাহফিল জারি করেছেন সাইয়্যিদুনা হযরত সুলতানিন নাছির আলাইহিস সালাম।

!!! মুবারক হো ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল!!!

৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল উনার একমাত্র উদ্দেশ্য হলো কুলকায়িনাতের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতাল্লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার শান মান মর্যাদা প্রকাশ করা।

আর এই মহাসম্মানিত 90 দিন ব্যাপী মাহফিল জারি করেছেন সাইয়্যিদুনা হযরত সুলতানিন নাছির আলাইহিস সালাম। রাজারবাগ শরীফ,ঢাকা।সুবহানাল্লাহ।

আসুন আমরা দলে দলে এই মহাসম্মানিত মাহফিলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করি।

যোগাযোগ করুন-01727752543

#90DaysMahfil 

Sm40.com

Published from Blogger Prime Android App

মুবারক হো ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল!!! 

Published from Blogger Prime Android App


!!!মুবারক হো ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল!!! 


মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করে খুশি প্রকাশার্থে নিজেও ছলাত মুবারক পাঠ করেন এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে দিয়ে ছলাত মুবারক পাঠ করান এবং মু'মিনদেরকেও নির্দেশ মুবারক দান করেছেন উনারা যেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে খুশি প্রকাশের লক্ষ্যে উনার দিকে রুজু হয়ে ছলাত মুবারক পাঠ করার মাধ্যমে উনার সন্তুষ্টি মুবারক অর্জন করার কোশেশ করেন।


হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সন্তুষ্টি মুবারক হাসিল করার জন্য সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাহফিল অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান মুবারক ৯০ দিন ব্যাপী মাহফিলজারি করেছেন সুবহানাল্লাহ।


মাহফিলের যোগদান করতে যোগাযোগ করুন ও আর্থিক খিদমতে শরীফ থাকুন-01727752543

#90DaysMahfil 

Sm40.com

আপনি কি জানেন ৯০ দিন ব্যাপী মাহফিল কেন হচ্ছে?

Published from Blogger Prime Android App


!! মুবারক হো ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল !!!

১.আপনি কি জানেন ৯০ দিন ব্যাপী মাহফিল কেন হচ্ছে?

জাওয়াব-সাইয়্যিদুল মুরছালীন ইমামুল মুরছালীন খাতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সম্মানার্থে ৯০দিন ব্যাপী বিশেষ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এখন আপনারা সুওয়াল করতে পারেন 90 দিন ব্যাপী মাহফিল কেন? হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী বয়স মুবারক ৬৩ বছর ছিল এবং সম্মানীত মিরাজ শরীফ উনার ২৭ বছর উনি স্বয়ং খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার দিদার মুবারকে ছিলেন যার কারনে ৯০ দিন ব্যাপী মাহফিল বিশেষভাবে সম্মানিত হয়েছে। 


২.আপনি কি জানেন ৯০ দিন ব্যাপী মাহফিল উনার পৃষ্ঠপোষক উনি কে?

জাওয়াব- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদুর রসূল সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছির মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম,রাজারবাগ শরীফ, ঢাকা।


৩.আপনি কি জানেন ৯০ দিন ব্যাপী মাহফিল কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

জাওয়াব- ৫/১ আউটার সার্কুলার রোড, রাজার বাগ শরীফ ঢাকা।১২১৭,সুন্নতী জামে মসজিদ।


৪.আপনি কেন ৯০ দিন ব্যাপী মাহফিলে অংশগ্রহণ করবেন?

জাওয়াব- কুল কায়িনাতের সকল জ্বীন ইনসান তাদের শান্তির খোঁজে দিশেহারা, কোথায় গেলে ইতমিনান খুঁজে পাবে,রিযিকের পেরেশানীতে থেকে মুক্তি পাবে।

সেই সময়েই সাইয়্যিদুনা সুলত্বনিন নাছির আলাইহিস সালাম আমাদেরকে হাদীয়া করলেন ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল।সুবহানাল্লাহ। 

তাই আসুন আমরা দলে দলে এই ৯০ দিন ব্যাপী মাহফিলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করি।

যোগাযোগ করুন ও সম্মানীত মাহফিলে হাদীয়া দিয়ে শরীক থাকুন-01727752543


#90DaysMahfil 

Sm40.com