মুবারক হো ৭ ই শরীফ


সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল কায়িনাত, উম্মুল মু’মিনীন আছ ছালিছা, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুবহু মিছদাক আমাদের উম্মুল খাইর, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম।

হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় ফক্বীহ, সবচেয়ে বেশী জ্ঞানী ব্যক্তি এবং আম জনতার মধ্যে সবচেয়ে সুন্দর মতামত মুবারক উনার অধিকারিণী। হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনিও সবচেয়ে বড় ফক্বীহ, সবচেয়ে বেশী জ্ঞানী ব্যক্তি এবং আম জনতার মধ্যে সবচেয়ে সুন্দর মতামত মুবারক উনার অধিকারিণী। যারা উনার ছোহবত মুবারক এখতিয়ার করেছেন উনারা সবাই জানেন উনার সীমাহীন ইলম মুবারক, প্রজ্ঞা মুবারক, জ্ঞান মুবারক, বুদ্ধিমত্তা মুবারক, বিচক্ষণতা মুবারক সত্যিই বেমেছাল। আর উনার মত বিশুদ্ধভাষিণী ২য় কেউ আর সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com

0 Comments: