১.মহাসম্মানীত মহাপবিত্র রাজারবাগ শরীফ উনার সিলসিলার পরিচিতি : পর্ব-১
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদীস শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেছেন " আমার উম্মত আমার শিক্ষাকে ৭৩ টি দলে বিভক্ত করবে তবে তার মাঝে একটি দল হবে হক"। সেই সঠিক আকীদা বিশিষ্ট দলকে পরবর্তীতে বলা হয়েছে "আহলে সুন্নাত ওয়াল জামাত"। কিন্তু পরবর্তীতে দেখা গেলো অনেকেই নিজেদের সেই দলের সদস্য দাবী করছে কিন্তু তাদের আকায়েদ, আমল আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে ভিন্ন, যেমন ওহাবী ও সলাফী সম্প্রদায়। চার মাযহাবের অনুসারীগনই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী । তারপরেও একই মাযহাবের অনুসারীগনের মধ্যে আবার ইলমে তাসাউফ, ইলমে আখলাক বা ইলমে বাতেন হাছিলের জন্য বিভিন্ন ধারা, তরিকা বা সিলসিলা পাওয়া যায়। সিলসিলা একটি আরবী শব্দ যার অর্থ চেইন বা সংযোগের ধারাবাহিকতা। এটা আধ্যাত্মিক বংশতালিকাও বটে যেখানে একজন কামিল মুর্শিদ বা শায়েখ উনার উত্তরপুরুষদের মধ্যে খেলাফতের ভার ন্যাস্ত করে যান। সিলসিলা হচ্ছে কামিল মুর্শিদ বা শায়েখগণের একটি পরযায়ক্রমিক ধারা। উদাহরণ হিসেবে বলা যায় গাউসুল আযম, হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং সুলতানুল হিন্দ হযরত খাজা গারীব নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনারা আহলে সুন্নাত জামাতের আকিদাভুক্ত হবার পরেও, মাযহাবের দিক থেকে এবং তাসাউফ শিক্ষার সিলসিলার দিক থেকে ভিন্ন। আর সে কারণে অনেক সময় তাসাউফ শিক্ষার পর্যায়ক্রমিক ধারাই সিলসিলা হিসেবে মশহুর হয়ে থাকে।
কখনো কখনো কোন সিলসিলার মধ্যে আগত কোন বিশিষ্ট আল্লাহ পাক উনার ওলীর নাম অনুসারে বা উনার অবস্থানস্থল অনুসারে সেই সিলসিলা ভিন্ন নামে মানুষের মাঝে পরিচিত হয়ে থাকে। কিন্তু নাম যাই হোক না কেন সেই সিলসিলা মূলের দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাভুক্ত এবং তসাউফের একটি নির্দিষ্ট ধারার সঙ্গে অবশ্যই সম্পৃক্ত থাকবে।
গাউসুল আযম হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি উনার তরিকা বা সিলসিলা উনার সম্মানিত নাম মুবারক অনুসারে কাদেরিয়া তরিকা বা কাদেরিয়া সিলসিলা হিসেবে মশহুর । আবার হযরত মুজাদ্দিদে আল ফিসানী রহমতুল্লাহি উনার তরীকা প্রথম দিকে কেবল মুজাদ্দিদিয়া তরীকা হিসেবেও থাকলেও পরে নক্সবন্দীয়া তরিকা মিলিত হবার কারণে নাম হয় "নক্সবন্দীয়া-মুজাদ্দেদিয়া"। আবার চিশত নামক স্থান থেকে "চিশতিয়া" তরিকা নামের উদ্ভব হয়েছে বলে অনেকে মনে করেন। হযরত বাহাউদ্দিন নকশবান্দ রহমতুল্লাহি আলাইহি উনার তরিকা "নাক্সবান্দিয়া" তরিকা হিসেবে মশহর। এই "নকশবান্দ" নাম মুবারক মশহুর হবার পেছনে দুটি কারণ ব্যাখ্যা করা হয় ১) তিনি উনার সম্মানিত পিতাকে নক্সাদার চাদর বুনতে সাহায্য করতেন ২) তিনি মহান আল্লাহ পাক উনার যিকির শরীফের মাধ্যমে উনার অন্তরে আল্লাহ পাক উনার নক্সা অঙ্কিত করেছিলেন। আবার বিশিষ্ট মুজাদ্দিদ হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি তিনি চার তরীকার তালিম দেবার কারণে অনেক স্থানে এসে এই সিলসিলার নাম পরিবর্তিত হয়ে যায়। যেমন ১৪ শতকের বিশিষ্ট মুজাদ্দিদ তিনি ভারতের ফুরফুরা শরীফে অবস্থানের কারণে সিলসিলার নাম পরিবর্তিত হয়ে ফুরফুরা সিলসিলা হিসেবে মশহুর হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম ওলী আল্লাহগণের নাম থেকে, এলাকার নাম থেকে, রুপক অর্থে বিভিন্নভাবে সিলসিলার নাম মশহুর হয়ে থাকে। একইভাবে ১৫ শতকের সম্মানিত মুজাদ্দিদ মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি রাজারবাগ শরীফে অবস্থান কারণে অনেকে এই সম্মানিত সিলসিলাকে রাজারবাগ সিলসিলা হিসেবে চেনে থাকেন। (চলবে)
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com
0 Comments:
Post a Comment