পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ,
মুজাদ্দিদে আ’যম,
আওলাদুর রসূল,
ইমাম রাজারবাগ শরীফ উনার
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা
আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা
আমাদের-
হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম
উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত,
বুযূর্গী-সম্মান,
মান-শান,
বৈশিষ্ট্য এবং উনার অনুপম
মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-
মুবারক শৈশব ও কৈশোর
থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম
উনার সুন্নত মুবারক
ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা
কারণ যিকির-ফিকিরে মশগুল থাকা ছিলো উনার দায়িমী অভ্যস্ততা। সাইয়্যিদে
মুজাদ্দিদে আ’যম, আন
নি’মাতুল কুবরা আলাল আলাম, ক্বায়িম-মাক্বামে
হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল উমাম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত
মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম
হওয়ার কারণে তিনি সমগ্র জীবন মুবারকব্যাপী শুকরিয়া আদায়ে দায়িমীভাবে মশগুল
থেকেছেন। সুবহানাল্লাহ!
শুকরিয়া স্বরূপ তিনি এবং উনার যাওজুল মুকাররাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা
হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারা সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকার
প্রাণকেন্দ্র পবিত্র রাজারবাগ দরবার শরীফে পবিত্র মসজিদ, পবিত্র খানকা শরীফ, গবেষণাগার, লিল্লাহ বোর্ডিং এবং কোটি
কোটি টাকার কিতাবাদি সমৃদ্ধ বিশাল লাইব্রেরী হাদিয়া করে গেছেন। হাদিয়া করে গেছেন
উনাদের লখতে জিগার আওলাদ, সাইয়্যিদে
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে
রসূল, ক্বায়িম-মাক্বামে
উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা
কা’বা আলাইহাস সালাম তিনি সম্মানিত দ্বীন-ইসলাম উনার কাজে সার্বিক সহায়তাদানকারিণী
আখাছছুল খাছ মু’মিনা-আল্লাহওয়ালী আহলিয়া। অর্থাৎ তিনি সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর
ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সম্মানিত দ্বীন পালন এবং মানুষকে উনার হিদায়েত
নছীহতসহ সম্মানিত ইসলাম উনার খিদমতের সার্বিক আঞ্জামদানের জন্য সর্বোতভাবে
সাহায্য-সহযোগিতাদানের অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সুবহানাল্লাহ!
কায়িনাতের সকলেরই জানা যে, মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং সাইয়্যিদুল
মুরসালীন, ইমামুল
মুরসালীন, খাতামুন
নাবিয়্যীন, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক নির্দেশানুযায়ী হালাল
খাদ্য গ্রহণ এবং হাক্বীক্বী শরয়ী পর্দাপালনের কারণেই আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত আবূ ছালেহ
মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি এবং উনার সম্মানিতা আহলিয়া আওলাদে রসূল, উম্মুল খইর, আমাতুল জাব্বার, সাইয়্যিদাতুনা হযরত ফাতিমা
রহমতুল্লাহি আলাইহা তিনি অর্থাৎ উনারা কুল কায়িনাতবাসীকে হাদিয়া করতে পেরেছেন
উনাদের সম্মানিত আওলাদ, যিনি
৬ষ্ঠ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, ক্বাদিরিয়া তরীক্বার সম্মানিত ইমাম, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মুহীউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত শায়েখ
সাইয়্যিদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনাকে। সুবহানাল্লাহ!
পর্দাপালন সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে
ইরশাদ মুবারক করেন:
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُوْلٰى
অর্থ: “মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। অর্থাৎ শরয়ী পর্দাপালন করো এবং
আইয়্যামে জাহিলিয়াতের মতো সৌন্দর্য প্রদর্শনের জন্য ঘরের বাইরে বের হয়ো না।”
(পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৩)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
ইরশাদ মুবারক করেন:
الـمرأة عورة فاذا خرجت فاستشرفها الشيطان
অর্থ: “মহিলারা পর্দায় থাকবে। যখন তারা বেপর্দা হয়ে বাইরে বের হয়, তখন তাদের মাধ্যমে হারাম
কাজ সংঘটিত করার জন্য শয়তান তাদের দিকে উঁকি ঝুঁকি দিতে থাকে। নাউযুবিল্লাহ!
(চলবে)
আবা-২৫৯
0 Comments:
Post a Comment