উনারা বললেন যে , ‘আমরা আরো কাছে আসবো ।’...আসতে আসতে উনারা একদম আমার কাছে এসে পড়লেন ।মনে হলো যে , উনারা আমার সাথে মিশে যাবেন ।”-পর্ব-১৬
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৪ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ২৯শে মুহররমুল হারাম শরীফ ইয়াওমুল আহাদ শরীফ (রোববার) মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “সাধারণত আমি মুনাজাত করার সময় মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের দিকেই রুজু হয়ে এবং উনাদেরকে দেখে দেখেই মুনাজাত করি। দেখি একটু দূরে। আজকে মুনাজাত করার সময় আমার মনে হচ্ছিল আমি নিসবত মুবারক থেকে কি অনেক দূরে! তখন আমি দেখতেছি যে, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি আমার কাছে এসে পড়েছেন। আমি মুনাজাতেই বলতেছি, ‘মহান আল্লাহ পাক! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও আমার কাছে তাহলে কোথায়?’ দেখলাম, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও আমার কাছে। তারপরে মহান আল্লাহ পাক তিনি একটু উপরে। কাছাকাছি। মহান আল্লাহ পাক তিনি বললেন যে, ‘আমি আপনার আরো নিকটে আসবো এবং আপনাকে আরো বেশী নৈকট্য মুবারক হাদিয়া করবো।’ (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) এটা বলে মহান আল্লাহ পাক উনি একদম আমার কাছে এসে পড়লেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও একদম কাছে। হয়ত উনারা আমার সাথে মিশে যাবেন এরকম। এর মধ্যেই মুনাজাত শেষ করলাম।
এই যে বিষয়টা- উনারা আমাকে উনাদের বিশেষ ছোহবত মুবারক দিলেন। এখন এটা ভাষা দিয়ে কিভাবে বুঝানো যাবে? সাধারণত উনাদেরকে দেখি মোটামুটি একটু দূরে। কিন্তু আজকে যখন আমি চিন্তা করলাম, আমি কি নিসবত মুবারক থেকে দূরে? তখন দেখলাম যে, আসতে আসতে উনারা একদম আমার কাছে এসে পড়লেন। মনে হলো যে, উনারা আমার সাথে মিশে যাবেন। মহান আল্লাহ পাক উনাকেই দেখলাম প্রমে। তখন আমি বললাম, ‘তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতেছি না।’ উনিও আছেন, দেখতেছি উনি আমার সামনে আসলেন। মহান আল্লাহ পাক উনি একটু উপরে সাথে অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে একটু উপরে। উনাদের সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিনড়বাস সালাম উনাদেরকেও দেখেছি। উনারাও আছেন। উনারা বললেন যে, ‘আমরা আরো কাছে আসবো।’ উনারা আরো কাছে আসতেছেন, আসতে আসতে আমার সাথে মিশে যাবেন। মিশতে আমি দেখিনি। আমার একদম নিকটে এসে পড়েছেন। তাহলে এটা ভাষা দিয়ে কিভাবে প্রকাশ করা যাবে? ভাষা দিয়ে তো প্রকাশ করা যাবে না। এরকম অনেক অবস্থা আছে। সব অবস্থা তো আর বলা যায় না, প্রকাশ করা যায় না। এখন উনারা যদি দয়া করে ছোহবত মুবারক দান করেন, নিয়ামত মুবারক দান করেন, তাহলে পাওয়া যাবে; অন্যথায় পাওয়া যাবে না। উনাদের প্রতি যতো বিশুদ্ধ আক্বীদাহ্ পোষণ করা যায় এবং উনাদেরকে যতো মুহব্বত করা যায়, ততো ফায়দা পাওয়া যাবে। উনারা নিজ থেকে উনাদের ছোহবত মুবারক দান করেন। নিজ থেকে নৈকট্য মুবারক দান করেন। উনারা বললেন যে, ‘আমরা আরো নিকটে আসবো।’ ঠিক আছে। উনারা যদি আসেন, আমার তো আর কিছু করার নেই। আমার তো আরো ফায়দা বেশি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) এখন এগুলো ভাষা দিয়ে কিভাবে বুঝানো যাবে?”
0 Comments:
Post a Comment