হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -৯

 হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -৯

হযরত ইমাম কাজী আয়ায রহমতুল্লাহি আলাইহি উনার ‘আশ শিফা বিতারিফে হুকুকীল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ কিতাবে বর্ণনা করেন,
وَمِنْ إِعْظَامِهِ وَإِكْبَارِهِ إِعْظَامُ جَمِيعِ أَسْبَابِهِ، وَإِكْرَامُ مَشَاهِدِهِ وَأَمْكِنَتِهِ مِنْ مَكَّةَ وَالْمَدِينَةِ، وَمَعَاهِدِهِ. وَمَا لَمَسَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ عُرِفَ به. عَنْ صَفِيَّةَ بِنْتِ نَجْدَةَ قَالَتْ: كَانَ لِأَبِي مَحْذُورَةَ قُصَّةٌ فِي مُقَدَّمِ رَأْسِهِ إِذَا قَعَدَ وأرسلها أصابت الأرض.. فقيل له: أَلَا تَحْلِقُهَا؟! فَقَالَ: لَمْ أَكُنْ بِالَّذِي أَحْلِقُهَا وَقَدْ مَسَّهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ.
হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি গভীর সম্মান ও আদব প্রদর্শনের অন্যতম দিক হলো উনার সঙ্গে সম্পর্কিত সব কিছুর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। উনার কদম মুবারক স্পর্শীত স্থানসমূহকে মর্যাদা দেওয়া। উনার অবস্থানস্থল যেমন মক্কা শরীফ ও মদীনা শরীফ, উনার অবস্থান ও ইবাদতের স্থান গুলোকে সম্মান করা। এবং যেসব জিনিস হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পর্শ করেছেন বা যেগুলো উনার সঙ্গে সম্পর্কিত হিসেবে পরিচিত সেসবেরও ।
হযরত সাফিয়্যা বিনতে নাজদাহ রহমতুল্লাহি আলাইহিহা থেকে বর্ণিত,
হযরত আবূ মাহযূরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কপালের সামনের দিকে একটি লম্বা চুলের গোছা ছিল। যখন তিনি বসতেন, সেই চুলের আগা মাটিতে লেগে যেত। কেউ উনাকে বললেন, ‘আপনি এটা ছেটে ফেলেন না কেন?’
তখন তিনি বললেন, ‘আমি কখনোই এটা ছাটবো না। কারণ হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিজের হাতে এই স্থানটি স্পর্শ করেছিলেন। সুবহানাল্লাহ!
وَكَانَتْ فِي قَلَنْسُوَةِ خَالِدِ بْنِ الْوَلِيدِ شَعَرَاتٌ مِنْ شَعَرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. فَسَقَطَتْ قَلَنْسُوَتُهُ فِي بَعْضِ حُرُوبِهِ فَشَدَّ عَلَيْهَا شَدَّةً أَنْكَرَ عَلَيْهِ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثْرَةَ مَنْ قُتِلَ فِيهَا.. فَقَالَ: ‌لَمْ ‌أَفْعَلْهَا ‌بِسَبَبِ ‌الْقَلَنْسُوَةِ، ‌بَلْ ‌لِمَا ‌تَضَمَّنَتْهُ ‌مِنْ ‌شَعَرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِئَلَّا أُسْلَبَ «٥» بَرَكَتَهَا وَتَقَعَ فِي أَيْدِي الْمُشْرِكِينَ.
হযরত খালিদ ইবনু ওয়ালিদ রদ্বিয়াল্লাহু আনহু এর টুপিতে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চুলের কয়েকটি কেশরাশি রাখা ছিল।
এক যুদ্ধে উনার সেই টুপিটি পড়ে গেল। তখন হযরত খালিদ ইবনু ওয়ালিদ রদ্বিয়াল্লাহু আনহু সেটি উদ্ধার করার জন্য এমন প্রবলভাবে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়লেন যে, এতে অনেক মানুষ শহীদ হলো।
হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্যান্য ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন এই ঘটনায় উনার প্রতি বিস্ময় প্রকাশ করলেন। অন্যান্য ছাহাবায়ে কিরাম অবাক হলেন যে, এত বিপদ মাথায় নিয়ে তিনি কেন টুপিটির জন্য এত লড়লেন?
তখন হযরত খালিদ ইবনু ওয়ালিদ রদ্বিয়াল্লাহু আনহু বললেন, আমি টুপির জন্য এমন করিনি; বরং টুপির ভেতরে ছিল হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চুল মুবারক। আমি ভয় পেয়েছিলাম যেন উনার বরকত থেকে বঞ্চিত না হই, এবং যেন তা মুশরিকদের হাতে না পরে। (আশ শিফা বিতারিফে হুকুকীল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২য় খন্ড ১২৭ পৃষ্ঠা)
সুবহানাল্লাহ! এই হচ্ছে হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নমুনা। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন সব কিছুর উপর হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতেন।

0 Comments: