হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - ৮
ইন্তেকাল পথযাত্রী হযরত বিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত লাভের সুযোগ হচ্ছে মর্মে আনন্দ প্রকাশ-
হযরত বিলাল ইবন রাবাহ রদ্বিয়াল্লাহ তা'আলা 'আনহু যখন ইন্তেকাল পথযাত্রী, তখন উনার স্ত্রী দুঃখ ও বেদনায় ভরাক্রান্ত হয়ে কাঁদছেন আর বলছেন, হায় কষ্ট! হায় দুশ্চিন্তা! তখন বিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু স্ত্রীর দুঃখ-বেদনা প্রকাশের প্রেক্ষিতে নিজের মনের কথা তুলে ধরে বলেন,
بَلْ وَا طَرَبَاهُ غَدًا نَلْقَى الأَحِبَّةَ مُحَمَّدًا وَصَحِبَه
'বরং খুশী ও আনন্দের কথা যে, কালকেই আমি আমার সর্বাধিক প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার সাথীদের সাথে মিলিত হব' (মিরকাতুল মাফাতীহ ৪/১৩২৫)
অর্থাৎ তিনি স্ত্রীকে শান্ত্বনা দিচ্ছেন যে, উনার ইন্তেকাল স্ত্রীর জন্য দুঃখ ও বেদনার বিষয় হলেও এই ইন্তোকালের মাধ্যমেই তিনি হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাত লাভে ধন্য হবেন। এটা উনার জন্য পরম আনন্দের বিষয়। কতটা হুব্বে রসূল প্রকাশ করতেন ছাহাবীগন সেটা চিন্তা করে দেখেন।

0 Comments:
Post a Comment