ভুয়া ছবি ব্যবহার করে মানহানীর চেষ্টা এনটিভি সাংবাদিকের
এনটিভি থেকে ৬ পর্বের অপপ্রচার ছিলো ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে মিথ্যা তথ্যে ভরপুর। কথিত সাংবাদিক শফিক শাহীন নিজেকে মানবাধিকার বিভাগের সাংবাদিক হিসেবে প্রচার করলেও উক্ত প্রতিবেদেনে সে নিজের সাংবাদিকতার শক্তিকে ব্যক্তি প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করে, যার সবচেয়ে বড় উদহারণ হলো ঢাকা রাজারবাগ শরীফের পীর সাহেব হুজুরের নামে মিথ্যা ছবি ছড়ানো।
বাংলাদেশের সবাই জানে, কোরআন হাদীসে ছবি তোলা হারাম বলে যে ফতওয়া আছে, সে ফতওয়া একমাত্র ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব হুজুর মেনে চলেন। তিনি কখনই কোন ছবি তুলেননি এবং কেউ দেখাতেও পারবে না। কিন্তু সে বিষয়টি প্রশ্নবিদ্ধ করতে পীর সাহেব হুজুরের নামে একটি মিথ্যা ছবি ছড়িয়ে দেয়া হয়। অথচ উক্ত ছবিটি মোটেও পীর সাহেবের নয়। বরং ছবিটি আশরাফ জাহাঙ্গীর নামক এক ব্যক্তির, যিনি ২০০৭-২০১২ পর্যন্ত দরবার শরীফের মেইন গেইটে সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিজ বাড়ি মুন্সিগঞ্জ সদরে থাকেন। মেইন গেইটে থাকা অবস্থায় লুক্বয়িত কোন ক্যামেরা দিয়ে বিনা অনুমতিতে ছবিটি তোলা হয়। অথচ শুধুমাত্র অপপ্রচার ও প্রোপাগাণ্ডা তৈরীর উদ্দেশ্যে একজন সিকিউরিটির ছবি পীর সাহেব হুজুরের মিথ্যা চালিয়ে দেয়া হয়। এ ধরনের নিকৃষ্ট সাংবাদিকতা বাংলাদেশের পুরো সাংবাদিক মহলকে প্রশ্নবিদ্ধ করে, ছিঃ।
[ধারাবাহিক]
0 Comments:
Post a Comment