সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেছেন,
“সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার জন্য
“১২টি বিষয়” লাগবে
যেমন-
১. اَنْفَقَ
دِيْنَارًا و دِرْهَامًا = টাকা-পয়সার
ব্যবস্থা করা, টাকা-পয়সা খরচ করা
২.اِقْرَارَ
زَمَانًا وَيَوْمًا وَسَاعَةً = দিন এবং সময়
নিশ্চিত করা
৩. أَخْلَاَ
مَكَانًا = স্থান
খালি করা অর্থাৎ মাহফিল উনার স্থান প্রস্তুত করা
৪. اَوْقَدَ سِرَاجًا
= আলোর ব্যবস্থা করা
৫. تَبَخَّرَ
= সুঘ্রানময় ধুপ জ্বালানো
৬. تَعَطَّرَ = আতর-গোলাপ মাখা
৭. ذَبَحَ
حَيَوَاناً = পশু যবেহ করা, আক্বীক্বা
মুবারক দেয়া
৮. هَيَّأَ طَعَامًا = খাদ্য প্রস্তুত করা
৯. لَبِسَ
جَدِيْدًا = নতুন পোশাক পরিধান
করা, পরিস্কার পরিচ্ছন্ন জামা-কাপড় পরিধান করতে হবে।
১০. جَـمَعَ
اِخْوَانًا = লোকজন
জমায়েত করা
১১. عَمِلَ
اِحْسَانًا =
ছানা-ছিফত মুবারক করা অর্থাৎ সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন
করা
১২. اَطْعَمَ طَعَامًا = খাদ্য খাওয়ানো
১ দিরহাম
مَنْ اَنْفَقَ
دِرْهَـمًا فِـىْ مَوْلِدِىْ اِكْرَامًا فَكَاَنَّـمَا اَنْفَقَ جَبَلًا مِّنْ ذَهَبٍ
اَحْـمَرَ فِـى الْيَتَامٰى فِـىْ سَبِيْلِ اللهِ.
অর্থ: যে ব্যক্তি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময়
বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস তথা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে এক দিরহাম
(চার আনা রূপা অথবা সমপরিমাণ অর্থ) খরচ করবেন, তিনি
মহান আল্লাহ পাক উনার রাস্তায় ইয়াতীমদেরকে এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার
ফযীলত মুবারক লাভ করবেন।” সুবহানাল্লাহ!
(নি’য়মতুল কুবরা মাখতুত ১ম
পৃষ্ঠা)
জান্নাতে থাকবে:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَنْ عَظَّمَ
مَوْلِدِىْ كَانَ مَعِىَ فِـى الْـجَنَّةِ.
অর্থ:
যে ব্যক্তি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস
অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনাকে সম্মান করবেন, তিনি সম্মানিত জান্নাত
মুবারক উনার মধ্যে আমার সাথে অবস্থান মুবারক করবেন।” সুবহানাল্লাহ!
বন্ধু হবেন
مَنْ اَنْفَقَ
دِرْهَـمًا فِـىْ مَوْلِدِىْ كَانَ رَفِيْقِىْ فِـى الْـجَنَّةِ.
অর্থ: “যে ব্যক্তি আমার
মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে এক দিরহাম
খরচ করবেন, তিনি
সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে আমার বন্ধু হবেন তথা আমার আখাছ্ছুল খাছ বিশেষ
নিসবত মুবারক-এ থাকবেন।” সুবহানাল্লাহ!
ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম ১’শ উট জবাই,
يَوْمَ
مَوْلِدِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَبَحَ حَضْرَتْ اَبُوْ بَكْرٍ الصّـِدّيْقُ
عَلَيْهِ السَّلَامَ مِائَةَ نَاقَةٍ وَتَصَدَّقَ بِـهَا
অর্থ : “পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক দিনে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ১০০ উট যবেহ করতেন এবং তা বিলিয়ে দিতেন।” (হুকমু ইত্বয়ামিত ত্বয়াম ফী মুনাযিরাতিল ফারহি আও আতত তারহি; আন্ নি’মাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদি সাইয়্যিদি ওয়ালাদি আ’যম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা ছালিছ উর্দূ তরজমাতি মা’য়া ইতেরাযাত কে তাহক্বিক্বী জওয়াবাত আওর তাফছিলী হালাতে মছান্নিফ কে সাত বা’নামে নে’য়মাতে কুবরা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম : পৃষ্ঠা ৫৪)
খাদ্য খাওয়ানো
مَنْ عَظَّمَ مَوْلِدِىْ وَهُوَ لَيْلَةُ اثْنَـىْ
عَشَرَ مِنْ رَّبِيْعِۣ الْاَوَّلِ بِاتِّـخَاذِهٖ فِيْهَا طَعَامًا كُنْتُ لَهٗ شَفِيْعًا يَّوْمَ الْقِيَامَةِ.
অর্থ: যে ব্যক্তি খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমার মহাসম্মানিত ও
মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সম্মানিত তারিখ মুবারক মহাপবিত্র
১২ই রবী‘উল আউওয়াল শরীফ তথা সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনার মহাসম্মানিত রাত্র মুবারক (এবং দিবস মুবারক) উনাকে
সম্মান করবেন, আমি ক্বিয়ামতের দিন উনার জন্য শাফায়াতকারী হবো।” সুবহানাল্লাহ! (নি’য়মতুল কুবরা মাখতুত ১ম পৃষ্ঠা)
0 Comments:
Post a Comment