একনজরে হযরত খোলাফায়ে রাশেদ্বীন আলাইহিমুস সালাম উনাদের পরিচিতি

  একনজরে হযরত খোলাফায়ে রাশেদ্বীন আলাইহিমুস সালাম উনাদের পরিচিতি-



নাম

বিলাদত শরীফ

নছব মুবারক

দ্বীন ইসলাম গ্রহণ

খিলাফত মুবরক গ্রহণ

বিছালী শান

দুনিয়াবী হায়াত মুবারক

রওজা শরীফ

সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম

পবিত্র ২৮ জুমাদাল উলা শরীফ (হিজরতপূর্ব ৫১ সন মুতাবিক শামসীপূর্ব ৬১ সন আর ৫৭২ (খৃ.) সনে পবিত্র মক্কা শরীফে বনী তামীম গোত্রে)

মক্কা শরীফ বনী তামীম গোত্র

সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ তিনি

পবিত্র ১১ হিজরী ১৩ই শাহরুল আযম, রবীউল আউয়াল শরীফ

 

খিলাফতকাল: ২ বছর, ৩ মাস, ১০ দিন

পবিত্র ১৩ হিজরী ২২ জুমাদাল উখরা শরীফ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)

৬৩ বছর

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত রওজা শরীফ উনার বাম পাশে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এবং উনার বাম পাশে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার রওজা শরীফ অবস্থিত।

সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক গ্রহণের পৌনে ১৩ বছর পর শামসী পূর্ব ৫০ সনে এবং হিজরী পূর্ব ৪০ সনের ১২ই যিলহজ্জ শরীফ পবিত্র মক্কা শরীফ-এ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।

কুরাইশ বংশের আদী গোত্র

তিনি আনুষ্ঠানিক নুবুওওয়াত মুবারক প্রকাশের ৫ম বছর শেষে ও ৬ষ্ঠ বছরে শুরুতে প্রায় ৩২ বছর বয়স মুবারক-এ সম্মানিত দ্বীন ইসলাম কবুল করেন। ইসলাম গ্রহণের দিক থেকে তিনি ৪০তম পুরুষ

১৩ হিজরী সনের ২২শে জুমাদাল উখরা শরীফে

 

খিলাফতকাল: ১০ বছর ৬ মাস প্রায় ৮দিন।

তিনি ২৩ হিজরীর পবিত্র ২৭শে যিলহজ্জ শরীফ, ইয়াওমুস্ সাব্ত বা শনিবার সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন।

৬৩ বছর ১৫ দিন

সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক গ্রহণের ছয় বৎসর অর্থাৎ ৫৭৬ খৃ সনে তিনি শাহরুল আযম মহসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার ৩ তারিখ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।

৫ম স্তরে মুবারক নসবে মিলিত হয়েছেন

দারুল আরকামে আনুষ্ঠানিকভাবে সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের পূর্বে

পুরুষগণ উনাদের মধ্যে তিনি চতুর্থতম

২৪ হিজরী সনের পহেলা মুহররমুল হারাম শরীফ

 

সময়কাল: প্রায় বারো (১২) বছর

 

১১ বছর ১১ মাস ১৭ দিন

৩৫ হিজরী, পবিত্র ১৮ যিলহজ্জ শরীফ ইয়াওমুল জুমুয়াহ

১১ টা বাজে ৫৯ মিনিট ১৫ সেকেন্ডে

৮১ বছর ৯ মাস ১৫ দিন

জান্নাতুল বাক্বী শরীফ উনার হাসসে কাওকাবে

সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম

আনুষ্ঠানিকভাবে সম্মানিত রেসালত মুবারক প্রকাশের দশ বছর পূর্বে  পবিত্র ১৩  রজবুল হারাম শরীফ

কুরাইশ বংশের হাশিমী শাখায়

বালক উনাদের মধ্যে সর্বপ্রথম পবিত্র দ্বীন ইসলাম কবুলকারী

হিজরী ৩৫ সনের ২৫শে যিলহজ্জ শরীফ

সময়কাল: ৪ বছর পৌনে ৯ মাস

৪ বছর ৮মাস ২৩ দিন

হিজরী ৪০ সনের ১৭ই রমাদ্বান শরীফ ইয়াওমুস সাব্ত (শনিবার) পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন

৬৩ বছর

কূফার নাজফে আশরাফে জামে মসজিদের পাশে

0 Comments: