সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খমিসাহ আলাইহাস সালাম -৩ রজবুল হারাম শরীফ


সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খমিসাহ আলাইহাস সালাম
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, **সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খ¦মিসাহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন**, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!

মালিকা খমীসা মালিকা খমীসা, সমুদয় শুকরিয়া নসীব উজ্বালা, আসেন শাফিয়া ॥ঐ মোদের রয় সকল সিজদা মামদূহ শানে হোক সর্বদা দিয়েছেন খুলে মাগফিরাত কবুলিয়তের নিয়ে বরাত আজ দিলেন নব হাদিয়া ॥ যাহরায়ী ভূষণে নব মেহমান আউয়াল নূরে নূর হাসান খুশির বানে মোরা উতলা সলাত-সালাম সবে ভেঁজিয়া ॥ ঐ সব শাহী আয়োজন আজ নব মেহমান তরে দারাজ বাগিচার সব ফুল বিভোর ছেড়ে দিয়ে সকল আলেয়া ॥ঐ আজ আঁধারি ঘনঘটা তাড়ায় নব আফতাব দেখ উদয় নূরে মামদূহ ও আম্মাজী পাক আহালী গুলে ছোঁয়া ॥ ঐ তাবাসসুমে সুষমা পাক হুজরা বিকিরণ দেখো কায়িনা পুরা ঈদ শুধু ঈদ পেয়ে মুঈনা নাজে প্রশান্ত মোর হিয়া ॥ঐ সুবহ-শাম সবে করি মহরত তাসাউরে কভু চাইনা ফুরসত দিলরুবা তিনি ইনামে বিস্তর 
আনজাম সদা নাজাতী খেয়া ॥ঐ 

0 Comments: