সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন- ৩ রজবুল হারাম শরীফ


সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!
গুল হাসান
একি উপহার! (আজ) হাসান গুলে (আজ) নাওয়াসী র’বীয়া, আহালী নয়ন দূরাকাশ হতে জোঁছনার ঢল উজাড় দিলে জানাই সম্ভাষণ উজাড় দিলে সাদর সম্ভাষণ ॥ লাখো অধর ছানায় মশগুল ঈদের সমাচার দেখ বিলকুল আপন সুষমা দিয়ে ছড়িয়ে পুরো কায়িনাহ হয় সঞ্চারণ ॥ আহালী অধ্যায় নব সূচনায় সমাগত জনস্রোত সিক্ত ছঁটায় অপরিমেয় নাজে সব সাজে সম্মিলিত ধ্বনী আহলান-সাহলান ॥ মাদানী আফতাব সাহারায় আযান করেন সজীব তালকিনে সুশোভন মহিমা নির্ঝরন আপন ভূষণ আনন্দে মাতোয়ারা হয় ত্রিভূবন ॥ কবিতার অক্ষর প্রতিটি বর্ণমালা আজ খুশি, বানিয়ে উছিলা মুক্তির অভিলাষী আপনি স্বয়ং পেয়ে মামদূহয়ী অভ্যর্থনা ॥ পেতে উমিদ, আবির আপন অসার হৃদয় হোক বিকিরণ আপনি রূহামা, মুরিদী মুঈন 
শ্রেষ্ঠ ইনাম, নহর বুনন ॥ 

0 Comments: