আজ ১৫ই রজবুল হারাম শরীফ
ক্বিবলা পরিবর্তন দিবস।
সুবহানাল্লাহ!إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
অর্থ : “নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছেন এ ঘর, যা পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়েত ও বরকতময়।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯৬)
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ
অর্থ : “নিশ্চয়ই আমি আপনাকে আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে ক্বিবলা উনার দিকেই ঘুরিয়ে দিব যাঁকে আপনি পছন্দ করেন। এখন আপনি পবিত্র মসজিদুল-হারাম শরীফ উনার দিকে মুখ করুন এবং আপনারা যেখানেই থাকুন, সেদিকে মুখ করুন। যারা আহলে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক মহান রব তায়ালা উনার পক্ষ থেকে। মহান আল্লাহ পাক তিনি সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিফহাল, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪৪)
سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَن قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
অর্থ : “এখন নির্বোধেরা বলবে, কিসে মুসলমান উনাদের ফিরিয়ে দিল উনাদের ওই ক্বিবলা থেকে, যাঁর উপর উনারা ছিলেন? আপনি বলুনঃ পূর্ব ও পশ্চিম মহান আল্লাহ পাক উনারই। তিনি যাঁকে ইচ্ছা সরল পথে চালান।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪২)
বিষ্ময়কর ব্যাপার হচ্ছে, যে সম্মানিত মসজিদ মুবারক উনার মধ্যে এই ওয়াকিয়া সংঘটিত হয়েছে উক্ত সম্মানিত মসজিদ মুবারক উনার নামকরণ করা হয়েছে “মাসজিদু যুল ক্বিবলাতাইন” বা “মাসজিদুল ক্বিবলাতাইন”, যার অর্থ দাঁড়ায় দুই ক্বিবলা মসজিদ। এই মসজিদখানা সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে একটি প্রাচীন ও সুবিখ্যাত মসজিদ। উক্ত সম্মানিত মসজিদ মুবারক বর্তমানে সম্মানিত মদীনা্ শরীফ উনার মধ্যে অবস্থিত। পবিত্র মাসজিদু নববী শরীফ থেকে মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে রয়েছে। উক্ত সম্মানিত মসজিদ মুবারক উনার মধ্যে বিদ্যমান দুটি মিহরাব শরীফ উনাদের একটি “বাইতুল মুকাদ্দাস শরীফ” মুখী এবং অন্য মিহরাব শরীফটি “মাসজিদুল হারাম শরীফ” মুখী।
সাম্প্রতিককালে বিখ্যাত বিজ্ঞানী সরদার কাবুলী প্রমাণ করেছেন যে, আধুনিক হিসাব অনুযায়ী, পবিত্র মদীনা শরীফ ২৪ ডিগ্রি ৭৫ মিনিট অক্ষাংশে এবং ৩৯ ডিগ্রি ৫৯ মিনিট দ্রাঘিমাংশে অবস্থিত।
এই হিসাবের এমন ফলাফল পাওয়া গেছে যে, পবিত্র মদীনা শরীফ উনার ক্বিবলা দক্ষিণ দিক থেকে ৪৫ ডিগ্রি ঢলে পড়েছে এবং এই বিন্যাসটিই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্ধারিত অবস্থানের সাথে হুবহু মিলে গিয়েছে।
এটি নিজেই একটি বৈজ্ঞানিক বিষ্ময়। কেননা সেসময় কোন বৈজ্ঞানিক উপকরণ সহজলভ্য ছিল না এবং কোন গণনা করারও কিছু ছিল না

0 Comments:
Post a Comment