আজ ঈদের দোলা, দোলছে নিরালা
আসমান আর যমীন, খুশিতে বিলীন
পেয়ে নূরী চাঁন।
আসমান আর যমীন, খুশিতে বিলীন
পেয়ে নূরী চাঁন।
নিয়ে নূরী মাক্বাম, খলীফাতুল উমাম
যুগের সেরা ওলী, হয়ে ফুলকলি
সূরভী ছড়ান।
যুগের সেরা ওলী, হয়ে ফুলকলি
সূরভী ছড়ান।
ফুটে হাসনাহেনা, বলে ছিফত ছানা
তিনি আউলিয়া তাজ, হলেন খোদায়ী নাজ
সবার তরে ইহসান।
তিনি আউলিয়া তাজ, হলেন খোদায়ী নাজ
সবার তরে ইহসান।
পিতা ইমামুল উমাম, মাতা উম্মুল উমাম
দুনিয়ার তামাম, উনাদের গোলাম
উনারা আল্লাহতে কুরবান।
দুনিয়ার তামাম, উনাদের গোলাম
উনারা আল্লাহতে কুরবান।
বিদয়াত আর বেশরা, করতে দুনিয়া ছাড়া
শয়তানী ঐ রাজ, ভাঙ্গতে যে আজ
এলেন জান্নাতী রায়হান।
শয়তানী ঐ রাজ, ভাঙ্গতে যে আজ
এলেন জান্নাতী রায়হান।
ওই উলামায়ে সূ’, ঈমান নিভু নিভু
ইবলিশের চেলা, দ্বীনে অবহেলা
উড়াতে ওদেরই গর্দান।
ইবলিশের চেলা, দ্বীনে অবহেলা
উড়াতে ওদেরই গর্দান।
দেখো ! খিলাফতী নিশান, আজ জুড়েছে জাহান
জান্নাতের শান্তি, নেই কোন ক্লান্তি
দিবেন আক্বাজান।
জান্নাতের শান্তি, নেই কোন ক্লান্তি
দিবেন আক্বাজান।
উনার হাতে সমশীর, তিনি বিজয়ী বীর
বিজয়ী বেশে, তাশরীফ দেশে দেশে
খলীফা সুলতান।
বিজয়ী বেশে, তাশরীফ দেশে দেশে
খলীফা সুলতান।
0 Comments:
Post a Comment