নূরে মুজসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক উনার সমতুল্য হিসেবে সাব্যস্ত করার বেয়াদবীমূলক বক্তব্যের দালীলিক জাওয়াব

নূরে মুজসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক উনার সমতুল্য হিসেবে সাব্যস্ত করার বেয়াদবীমূলক বক্তব্যের দালীলিক জাওয়াব

নাস্তিকদের আপত্তি ১১ : মহান আল্লাহ পাক তিনিই কি একমাত্র শাসক এবং নির্দেশদাতা (Quran 18:86, 17:111, 3:79-80, 6:71)? নাকি মহান আল্লাহ পাক উনার সাথে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও (Quran 4:59, 4:80, 24:56, 26:108, 26:110, 4:64)?নাস্তিকদের আপত্তি ১২ : পবিত্র কুরান শরীফ উনার মধ্যে উল্লেখ আছে যে একজন মুসলিমকে অবশ্যই মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের আদেশ মুবারকই মান্য করে চলতে হবে (Quran 8:1, 8:20-21, 3:132, 33:31, 4:13, 4:80, 33:36, 4:14, 4:42, 58:20)!  এতে কি মহান আল্লাহ পাক উনাকে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমতুল্য হিসেবে বুঝানো হচ্ছে? নাঊযুবিল্লাহ!

খণ্ডণ : মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অনেক আয়াত শরীফ উনার মধ্যে মুসলমানদেরকে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়েরই আনুগত্য করার নির্দেশ মুবারক প্রদান করেছেন।

মূলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্যতাই মহান আল্লাহ পাক উনার আনুগত্যতা। 

বিষয়টি বুঝার জন্য সামান্য একটি উদাহরণের অবতারণা করা হলো। সাধারণত কোন একটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে বেগবান করার জন্য বিভিন্ন কাজের উপযোগী করে বিভিন্ন সেকশনে ভাগ করে নেয়া হয়। প্রতিটি সেকশনে বিভিন্ন কর্মচারী কাজ করে থাকে। প্রতিটি সেকশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এক একজন দায়িত্বশীল নিযুক্ত থাকে যারা উক্ত সেকশনের কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিষ্ঠানটির প্রধান কর্মচারীদের জন্য যখন কোন আদেশ-নির্দেশ প্রদান করে তখন প্রতিটি সেকশনের দায়িত্বশীলের মাধ্যমেই করে থাকে। প্রতিটি দায়িত্বশীল সেকশনের কর্মচারীদের উপর সে আদেশ-নির্দেশগুলো প্রয়োগ করে।

কর্মচারীদেরকে নির্দেশগুলো সেকশনের দায়িত্বশীলরাই প্রদান করে। কর্মচারীরা দায়িত্বশীলের সে আদেশ পালনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধানেরই আদেশ পালন করে।

এটি দুনিয়াবী একটি উদাহরণ। এ সমস্ত দায়িত্বশীলরা সবাই ভুল-ত্রুটিযুক্ত। তাই আদেশ-নির্দেশ প্রদানের মধ্যে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির বিষয় জড়িত থাকে। কিন্তু মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে ওহী মুবারক নাযিল হওয়া ব্যতীত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ থেকে কোন কথা বলেন না বা নিজ থেকে কোন কাজ করেন না।

এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَمَا يَنْطِقُ عَنِ الْـهَوٰى ◌ اِنْ هُوَ اِلَّا وَحْيٌ يُوحٰى ◌

অর্থ : “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ থেকে কোন কথা বলেন না বা কোন কাজ করেন না, যে পর্যন্ত উনার প্রতি ওহী মুবারক প্রেরণ করা হয়।” (পবিত্র সূরা নজম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩-৪)

আর তাই, মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করার জন্য আদেশ মুবারক প্রদান করেছেন। যেমন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ يَا اَيُّهَا النَّاسُ اِنّـي رَسُوْلُ اللهِ اِلَيْكُمْ جَـمِيْعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْاَرْضِ ۖ لَا اِلٰهَ اِلَّا هُوَ يُـحْيِي وَيُـمِيْتُ ۖ فَاٰمِنُوا بِاللهِ وَرَسُوْلِهِ النَّبِيّ الْاُمّيّ الَّذِي يُؤْمِنُ بِاللهِ وَكَلِمَاتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ◌

অর্থ : “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন। হে মানব সম্প্রদায়! আমি তোমাদের সবার প্রতি মহান আল্লাহ পাক উনার প্রেরিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমগ্র আসমান ও যমীনে মহান আল্লাহ পাক উনারই রাজত্ব। তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো মহান আল্লাহ পাক উনার প্রতি, উনার প্রেরিত মূল নবী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি, যিনি বিশ্বাস রাখেন মহান আল্লাহ পাক উনার উপর এবং উনার সমস্ত কালাম মুবারক উনাদের উপর। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করো যাতে তোমরা সরল পথপ্রাপ্ত হতে পারো।” (পবিত্র সূরা আ’রাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৫৮)

সুতরাং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য করার অর্থ হলো মহান আল্লাহ পাক উনার আনুগত্য করা। কিন্তু এর অর্থ এই নয় যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক উনার সমতুল্য বুঝানো হচ্ছে। নাঊযুবিল্লাহ! কেননা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন মাখলূক বা সৃষ্টি। তিনি খালিক বা স্রষ্টা মহান আল্লাহ পাক উনার কাছ থেকে ওহী মুবারক উনার মাধ্যমে বিভিন্ন আদেশ-নিষেধ মানুষকে প্রদান করে থাকেন। তাই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক উনার সমতুল্য জ্ঞান করা কুফরী।


0 Comments: