হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-২

 

হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-২

মক্কার কাফিরদের হাতে বন্দী সাহাবী হযরত যায়েদ ইবনুদ দাসিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কে যখন হত্যার উদ্দেশ্যে কা'বার আঙ্গিনা থেকে বের করে নেওয়া হয়, তখন আবু সুফইয়ান ইবন হারব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখন ঈমান গ্রহন করেন নাই) তাকে জিজ্ঞাসা করেন, হে যায়েদ। আল্লাহর নামে তোমাকে বলছি, তুমি কি এটা পছন্দ কর যে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মুহূর্তে আমাদের নিকট তোমার স্থানে থাকুক, আমরা উনাকে শহীদ করি (নাউযুবিল্লাহ), বিনিময়ে তুমি মুক্ত হয়ে তোমার পরিবারে ফিরে যাও? তিনি উত্তরে বলেন:
وَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ مُحَمَّدًا الآن في مَكَانِهِ الَّذي هُوَ فِيْهِ تُصِيبُه شَوْكَةٌ تُؤْذِيهِ وَإِنِّي جَالِسٌ فِي أَهْلِي
আল্লাহ পাকের শপথ! এখন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে আছেন, সেখানে থেকেই উনার শরীরে কাঁটার আঁচর লেগে তিনি কষ্ট পাবেন, আর আমি আমার পরিবারে বসে থাকবো, আমি তাও পছন্দ করি না। তখন আবু সুফইয়ান বলেন,
مَا رَأَيْتُ مِنَ النَّاسِ أَحَدًا يُحِبُّ أَحَدًا حُبِّ أَصْحَابِ مُحَمَّدٍ مُحَمَّدًا
"আমি মানুষের মধ্যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে এমন ভালোবাসতে দেখিনি, যেমন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীগণ উনাকে যেরুপ ভালোবাসেন। (ইবনে হিশাম- সিরাতুন নাবাবিয়াহ ২/১৭২)

0 Comments: