হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-৪

 হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-৪

হযরত যায়দ ইবন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের দিনে আমাকে হযরত সা'দ ইবনুর রাবী' রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর অনুসন্ধানে এই বলে পাঠালেন যে,
إن رأيته فالمرأه مني السلام، وَقُلْ لَهُ يَقولُ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّمَ كَيْفَ تَجِدُكَ ؟
'যদি তুমি তাকে পাও তাহলে আমার সালাম পৌঁছে দিও এবং তাকে বলো, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে বলেছেন, 'আপনার অবস্থা কি?
হযরত যায়েদ ইবন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি নিহত ব্যক্তিদের মধ্যে উনাকে খুঁজতে থাকলাম এবং উনাকে জীবনের শেষ প্রহরে দেখতে পেলাম। দেখি উনার শরীরে ৭০টি তীর, বল্লম, বর্শা ও তরবারীর আঘাত রয়েছে। আমি তাকে বললাম, হে সা'দ। হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার নিকট সালাম পাঠিয়েছেন এবং তিনি আপনার উদ্দেশ্যে বলেছেন যে, আপনার অবস্থা কি? তা যেন আমাকে অবহিত করেন।
হযরত সা'দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং আপনার প্রতি আমার সালাম। উনাকে বলবেন যে, আমি জান্নাতের সুঘ্রান পাচ্ছি। আর আনসারদেরকে বলবেন,
لا عُذْرَ لَكُمْ عِنْدَ اللهِ أَنْ يُخْلِصَ إِلَى رَسُولِ اللَّهِ وَفِيْكُمْ شُفْرٌ يَطْرِفُ
তোমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নিষ্ঠাবান থেকো, অন্যথায় আল্লাহর নিকট তোমাদের কোনো ওযর গ্রহণযোগ্য হবে না'।
যায়েদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এই কথা বলার সাথে সাথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(মুসতাদরাক আলাস সহীহাইন ৪৯০২, দালায়েলুন নবুওয়া লিল বায়হাকী ৩/২৪৮)
জিহাদে প্রচন্ড আহত হয়েও , শরীরে ৭০ টি আঘাত নিয়েও উনার চিন্তা ছিলো হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে। এরই নাম হুব্বে রসূল।

0 Comments: