একমাত্র হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর কোন মানুষ মাটির সৃষ্টি নয়, পর্ব-৫

Image result for মাটিএকমাত্র হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর কোন মানুষ মাটির সৃষ্টি নয়, পর্ব-৫

কুরআন শরীফে মাটির তৈরি বলতে যত আয়াত শরীফ আছে সহ আয়াত শরীফ দ্বারা শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম উনাকেই বুঝানো হয়েছে, অন্য কোন মানুষকে নয়।

(বিগত পর্বের পর)

৬ নং আয়াত শরীফ :

মহান আল্লাহ পাক কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন-

الذي احسن كل شءي خلقه وبدأ خلق الانسان من طين

অর্থ: যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।”

[ সূরায়ে সিজদাহ ৭ নং আয়াত শরীফ]

উক্ত আয়াত শরীফের তাফসীরে মুফাসসিরিনে কিরামগনের অভিমত উল্লেখ করা হলো-

→ বিখ্যাত মুফাসসির আল্লামা আবুল লাইছ সামারকান্দী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-

(وبدأ خلق الانسان من طين) يعني خلق ادم عليه السلام من طين من ادم الارض

অর্থ: ( তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা) অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম উনাকে জমিনের কাদামাটি থেকে সৃষ্টি করেছেন।”

দলীল-
√ তাফসীরে সামারকান্দী ৩য় খন্ড ২৯ পৃষ্ঠা।

→ বিখ্যাত মুফাসসির, আল্লামা কাজী ছানাউল্লাহ পানীপথী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-

(وبدأ خلق الانسان) يعني ادم عليه السلام من طين

অর্থ: আল্লাহ পাক কাদামাটি দ্বারা মানুষ অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি শুরু করেন।”

দলীল-
√ তাফসীরে মাযহারী ৭ম খন্ড ২৬৯ পৃষ্ঠা।

→ আল্লামা আলাউদ্দীন আলী ইবনে মুহম্মদ ইবনে ইব্রাহীম রহমাতুল্লাহি আলাইহি লিখেন-

(وبدأ خلق الانسن من طين) يعني ادم عليه السلام

অর্থ: তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেন অর্থাৎ আদম আলাইহিস সালাম উনার সৃষ্টির সূচনা করেন।”

দলীল-
√ তাফসীরে খাযেন ৩য় খন্ড ৪৪৫ পৃষ্ঠা।

→বিখ্যাত মুফাসসির, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-

(وبدأ خلق الانسان من طين) يعني ادم عليه السلام

অর্থ: ( তিনি কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেন) অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম উনাকে কাদামাটি থেকে সৃষ্টি করা শুরু করেন।”

দলীল-
√ তাফসীরে কুরতুবী ৭ম খন্ড ৯০ পৃষ্ঠা।

→ আল্লামা আলুসী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-

(وبدأ خلق الانسان) ادم عليه السلام (من طين)

অর্থ: ( তিনি মানুষ সৃষ্টির সূচনা করেন) অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করা শুরু করেন কাদামাটি থেকে।”

দলীল-
√ তাফসীরে রূহুল মায়ানী ১১ তম খন্ড ১২৩ পৃষ্ঠা।

এছাড়া উক্ত আয়াত শরীফ উনার ব্যাখ্যায় পৃথিবীর সকল তাফসীরের কিতাবে “কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেন” বলতে আদম আলাইহিস সালাম উনার সৃষ্টির কথাই বুঝানো হয়েছে।

দলীল-
√ তাফসীরে রূহুল বয়ান ৭ম খন্ড ১১১ পৃষ্ঠা।

√ তাফসীরে বাগবী ৩য় খন্ড ৪৪৫ পৃষ্ঠা।

√ তাফসীরে কাদেরী ২য় খন্ড ২৩৬ পৃষ্ঠা।

সূরাতুস সিজদাহ” এর উক্ত আয়াত শরীফ ও ব্যাখ্যা দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট ভাবে প্রমানিত হলো, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম উনাকেই মহান আল্লাহ পাক সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন।

সূতরাং প্রমানিত হলো মাটির সৃষ্টি বলতে যত আয়াত শরীফ আছে সেগুলা দ্বারা একমাত্র আদম আলাইহিস সালাম উনাকে বুঝানো হয়েছে, অন্যকোন মানুষকে বুঝানো হয় নাই।



0 Comments: