জাওয়াব :
রৌপ্য দ্বারা দাঁত বাঁধাই করা জায়িয আছে। স্বর্ণ দ্বারা বাঁধাই জায়িয নেই। আর
কর্তিত নাক স্বর্ণ,
রৌপ্য উভয়ই দ্বারা বাঁধা জায়িয রয়েছে। ছাহাবী হযরত আলফাজ
রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এক জ্বিহাদে নাক কাটা গিয়েছিল। যার কারণে প্রথমে
তিনি রৌপ্য দ্বারা নাক প্রস্তুত করে নিয়েছিলেন, তাতে দূর্গন্ধ হওয়ায় নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বর্ণের নাক
তৈরী করার অনুমতি দিয়েছিলেন। এটাই বিশুদ্ধ ফতওয়া। যদিও কোন কোন কিতাবে এর বিপরীত
উল্লেখ করা হয়েছে। (জামে সগীর, তাহাবী, শামী, তাহতাবী, জরুরী ফতওয়া)
আবা-৩০
0 Comments:
Post a Comment