একজন কুতুবুজ্জামান উনার দিদারে
মাওলার দিকে প্রস্থান -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুলমুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুরপাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ভাগ্যবান তার মাতার গর্ভ থেকেই ভাগ্যবান। ”হযরত সাইয়্যিদ মুহম্মদ আলাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনার মুবারক অধস্তন পঞ্চম
পুরুষ কুতুবুজ্জামান,
আরিফবিল্লাহ্, আওলাদে রাসূল, হযরতুল আল্লামা
শাহ্সূফী আলহাজ্ব সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমাতুল্লাহি আলাইহি , ১৯০৮ খ্রীষ্টাব্দে
প্রভাকরদী গ্রামে জন্ম গ্রহণ করেন । উনার জন্মের পূর্ব থেকেই এ পূণ্য ভূমিকে মহান আল্লাহ্পাক
উনার আহকাম ও হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সুন্নত পালনের উপযোগী
করে প্রস্তুত রেখে ছিলেন ।
বংশ পরিচিতি বিস্তারিত আলোচনায়
যাবার আগে হযরত সাইয়্যিদ মুহম্মদ আলাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনার অধস্তন পুরুষানুক্রম
ও বংশ পরিচয় জেনে নেয়া আমরা অত্যাবশ্যক বলে মনে করি । সুদূর আরব থেকে আজমীর শরীফে আগত
ঐ যামানায় আল্লাহ্পাক উনার লক্ষ্যস্থল হযরত সাইয়্যিদ মুহম্মদ আবূ বকর মুজাদ্দিদী রহমাতুল্লাহি
আলাইহি উনার মুবারক বংশের নিম্নস্থিত সকলেই যে বংশগত ভাবে “ সাইয়্যিদ” উপাধিতে ভূষিত হবেন, এ কথা বলার
অপেক্ষা রাখেনা ।
হযরত সাইয়্যিদ মুহম্মদ আলাউদ্দীন
রহমাতুল্লাহি আলাইহি উনার অধস্তন পুরুষানুক্রম নিম্নরূপঃ-
হযরত সাইয়্যিদ মুহম্মদআলাউদ্দিন
রহমাতুল্লাহি আলাইহি উনার পুত্র,
হযরত সাইয়্যিদ মুহম্মদ মালাউদ্দিন
রহমাতুল্লাহি আলাইহি ।
হযরত সাইয়্যিদ মুহম্মদমালাউদ্দিন
রহমাতুল্লাহি আলাইহি উনার পুত্র,
হযরত সাইয়্যিদ মুহম্মদএলাহীবখ্শ
রহমাতুল্লাহি আলাইহি ।
হযরত সাইয়্যিদ মুহম্মদএলাহীবখ্শ
রহমাতুল্লাহি আলাইহি উনার পুত্র,
হযরত সাইয়্যিদ মুহম্মদওয়ালীবখ্শ
রহমাতুল্লাহি আলাইহি ।
হযরত সাইয়্যিদ মুহম্মদ ওয়ালী বখ্শ রহমাতুল্লাহি আলাইহি ১৯৩৫সালেইন্তিকালকরেন।
হযরত সাইয়্যিদ মুহম্মদ ওয়ালী বখ্শ রহমাতুল্লাহি আলাইহি উনার
পাঁচপুত্র।
যথাক্রমে-
হযরত মাওলানা সাইয়্যিদ মুহম্মদ
হাবিবুরর হমান রহমাতুল্লাহি আলাইহি ,
হযরত সাইয়্যিদ মুহম্মদ সাদুদুর
রহমান রহমাতুল্লাহি আলাইহি ,
হযরত সাইয়্যিদ মুহম্মদ আব্দুল
মান্নাফ রহমাতুল্লাহি আলাইহি ,
হযরত সাইয়্যিদ মুহম্মদ আসাদ্দাজ্জামান
রহমাতুল্লাহি আলাইহি ,
কুতুবুজ্জামান আরিফবিল্লাহ
হযরতুল আল্লামা শাহ্সূফী আলহাজ্ব সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমাতুল্লাহি
আলাইহি,
এবং
২ (দুই) কন্যা।
কুতুবুজ্জামান, হযরতুল আল্লামা শাহ্সূফী আলহাজ্ব সাইয়্যিদ
মুহম্মদ মুখলেছুর রহমান (রঃ)-এর বংশধর গণের পরিচিতি নিম্নে উল্লেখ করা হলো-
কুতুবুজ্জামান, আরিফবিল্লাহ্, আওলাদে রাসূল, হযরতুল আল্লামা
শাহ্সূফী আলহাজ্ব সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান আল-হাসানী, ওয়াল-হুসাইনী, ওয়ালকুরাঈশী
রহমাতুল্লাহি আলাইহি - উনার পুত্র যথাক্রমে-
(ক) হযরত সাইয়্যিদ মুহম্মদ
আনিসুর রহমান,
(খ) হযরত সাইয়্যিদ মুহম্মদ হাফিজুররহমান,
(গ) বাতিলের আতঙ্ক ও হক্ব-এর অতন্দ্র
প্রহরী মাসিক আল-বাইয়্যিনাত পত্রিকা এবং ঢাকা রাজারবাগস্থ মুহম্মদীয়া জামিয়া শরীফ (মাদ্রাসা)
– এর প্রতিষ্ঠাতা
ও পৃষ্ঠপোষক, আওলাদেরাসূল,পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল, মফতিয়্যূল আযম, তাজুল মুফাস্সিরীন, রঈসুল মুহাদ্দিসীন, ফখরুল উলামা
ওয়াল ফোক্বাহা ওয়াল মাশায়েখ, উস্তাজুল মুহাদ্দিসীন ওয়াল মুফাস্সিরীন ওয়াল আসাতেযা, বাহরুল উলুম
ওয়াল হিকাম, হুজ্জাতুল ইসলাম, সাইয়্যিদুল মুনাজিরীন, সুলতানুল ওয়ায়েজীন, লিসানুল-উম্মত, মুহিয়্যুস্সুন্নাহ, মাহিয়্যুলবিদ্য়াত, মাহতাবে-তরিক্বত, জামিউল-কামালত-ওয়াল-বেলায়েত, শায়খুশ-শুয়ুখওয়াল
মাশায়েখ, সুলতানুল-আরেফীন, কুতুবুল-আলম, গাউসুল-আযম, দাস্তগীর, কাইউমুজ্জামান, সাইয়্যিদুল-আউলিয়া, আফজালুল-আউলিয়া, আশেকুরাসূলিল্লাহ্, আমিরুশ-শরীয়ত-ওয়া-রাহনুমায়ে-তরিক্বত, ইমামুস-সিদ্দীকীন, ইমামুল-আইম্মা, সুলতানুন-নাছির, মুজাদ্দিদুজ্জামান, হাবিবুল্লাহ্, হযরত মাওলানা
শাহ্সূফী শায়খ সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আল-হাসানী, ওয়াল-হুসাইনী, ওয়াল-কুরাঈশী আলাইহিস
সালাম, পীরসাহেবক্বিবলা, রাজারবাগ, ঢাকা,
(ঘ) হযরত সাইয়্যিদ মুহম্মদ জিল্লুর
রহমান,
(ঙ) হযরত সাইয়্যিদ মুহম্মদ মফিজুর রহমান
এবং
(চ) ৪ (চার) কন্যা। (অসমাপ্ত)
আবা-৬৩
0 Comments:
Post a Comment