একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১১৪

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফিয়ে বাতিন, ছাহিবে ইসমে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয যামান উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান-

আজমীর শরীফে চিশতিয়া তরীক্বার ইমাম, কুতুবুল আক্তাব, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশতি রহমতুল্লাহি আলাইহি-উনার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন/ অনুপম কারামত-উনার বহিঃপ্রকাশ

অবশেষে সে মুবারক পাগড়ী হস্তান্তরের পালা। সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চিশতি রহমতুল্লাহি আলাইহি-উনার হিফাজতে সযতেœ রক্ষিত নিয়ামত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার  সদয় নির্দেশে এখন হস্তান্তর করা হবে। নায়িবে রসূল সুলতানুল হিন্দ, সুলতানুল আরিফীন, ইমামুশ্ শরীয়ত ওয়াত্ তরীক্বত, মুজাদ্দিদে যামান, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চিশতি রহমতুল্লাহি আলাইহি নিয়ামত সমৃদ্ধ পাগড়ী মুবারক প্রদান করবেন ইমামুল আইম্মাহ, ইমামুছ্ ছিদ্দীক্বীন, হাদিয়ে মিল্লাত, ইমামুশ্ শরীয়ত ওয়াত্ তরীক্বত, হুজ্জাতুল ইসলাম, আল মুজাদ্দিদুল আযম, কুতুবুল আলম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে ছাহিবু লাওলাক, সাইয়্যিদুনা, হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী আলাইহিস সালাম উনার বুযুর্গ পিতা, আল্লাহ পাক-উনার খাছ লক্ষ্যস্থল, ওলীয়ে মাদারজাদ, আশিকে ইলাহী, আশিকে নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম উনাকে।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখ্রুল আওলিয়া, লিসানুল হক্ব, ছাহিব ইস্মে আযম, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখ্লেছুর রহমান  আলাইহিস সালাম উনাকে পাগড়ী মুবারক প্রদান করা হলো। তিনি পরম ইত্মিনান ও বিনয়ানুভূতিতে তাহাত মুবারকে ধারণ করলেন। জীবনে অনেক বেমেছাল নিয়ামত তিনি হাছিল করেছেন। উনার মূল অর্জন হলো, আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব, খাজিনাতুর রহমত, রউফুম্ বিল মুমিনীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার  নিগূঢ় নৈকট্য ও সন্তুষ্টি। আল্লাহ পাক এবং সাইয়্যিদুল ক্বাওনাইন, রহমাতুল উম্মাহ, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার নৈকট্য ও সন্তুষ্টি হাছিলের পরিধি সীমাহীন। মাহবুব ওলীআল্লাহগণের কামিয়াবী পর্যায়ভেদে মাক্বামের শীর্ষ সোপানে উনাদের অধিষ্ঠানের বিষয়টি আপেক্ষিক। নৈকট্যপ্রাপ্ত ওলী আল্লাহগণের উদ্বেগ এবং আরো নিয়ামত পাবার ক্রমবর্ধিষ্ণু প্রয়াস তাই কখনো শেষ হয় না। শেষ হওয়াতে উনাদের স্বস্তি নেই। লক্ষ্যপানে নিরবধি ধাবমানতাই উনাদের বৈশিষ্ট্যগুণ। হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম এমন শীর্ষ পর্যায়ের ওলীগণের শিরোমণি।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রউফুর রহীম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সদয় নির্দেশে মাখ্যানুল মারিফাত, সুলতানুল আওলিয়া, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চিশতি রহমতুল্লাহি আলাইহি ইতোপূর্বে অগণিত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণকে বিভিন্ন পর্যায়ের নিয়ামত দান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব, রফিকু ছাহিবুল কুদরত, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার খাছ লক্ষ্যস্থল, উনার মুজাদ্দিদে আযম (আলাইহিস সালাম) পুত্রের জন্য এ হাদিয়া অনন্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ। পুত্রের জন্য প্রাপ্ত এ মুবারক হাদিয়া হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম-উনার মর্যাদা ও মর্তবায় নতুন এক বিশেষ মাত্রা যোগ করেছে। অর্থাৎ লব্ধ যাবতীয় নিয়ামত ছাপিয়ে মুজাদ্দিদে আযম পুত্রের বেমেছাল অবস্থান (মাক্বাম)-উনার অবর্ণনীয় বৈভব উনাকে আরো নৈকট্য মর্যাদার মহান শানে অভিষিক্ত করে তুলেছে। ওলীয়ে মাদারজাদ বুযুর্গ পিতা এবং ওলীয়ে মাদারজাদ মুজাদ্দিদে আযম পুত্রের পারস্পরিক এ মহান মর্যাদা মূলতঃ আল্লাহ পাক এবং সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাস্সাম, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার খাছ দান।

পুত্রের তরফে গ্রহণকৃত যে কোন নিয়ামতই অনাবিল আনন্দের। বিশেষতঃ সে নিয়ামত যখন আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ, নিয়ামত বণ্টনের নিরঙ্কুশ অধিকারী, খাজিনাতুর রহ্মত, ছাহিবু লাওলাক, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং নিয়ামতদাতা মহান আল্লাহ পাক-উনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট থাকে। জানা-অজানা প্রত্যাশা পূরণের পরম মুহূর্তে মাদারজাদ ওলী, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম পাগড়ী মুবারক হাতে বেদনা-বিমুগ্ধ অনুভূতিতে কেবলই নির্বাক। আল মুজাদ্দিদুল আযম পুত্র আলাইহিস সালাম’উনার নিয়ামত-সমৃদ্ধিতে জীবনে-মরণে যে নিয়ামত পাবার তার সবটুকু পূর্ণতাই যেনো পেয়ে গেলেন তিনি। মুবারক হাতে ধারণকৃত মাশুকে মাওলা, আকরামূল আওওয়ালীন ওয়াল আখিরীন, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার মুবারক পরশমাখা পাগড়ীর উপর প্রাণের সবটুকু আকুতি ও মমতায় চোখ ফেরালেন তিনি। অপলক চোখে তিনি দেখলেন হাত মুবারকে ধারণকৃত পাগড়ী মুবারক-উনার রং ঘিয়া। (চলবে)

আবা-১৭৪

0 Comments: