একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১১২

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা'ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ'যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম-উনার স্মরণে-একজন কুতুবুয যামান-উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান-

আজমীর শরীফে চীশতিয়া তরীক্বার ইমাম,

কুতুবুল আক্তাব, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশতি রহমতুল্লাহি আলাইহি-উনার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন/

অনুপম কারামত মুবারক-উনার বহিঃপ্রকাশ

কী এমন বিশেষ হাদিয়া (নিয়ামত) দেয়া হবে, তা জান্তে ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, গরীবে নেওয়াজ, আশিকে ইলাহী, আশিকে রসূল, ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম-উনার সবিনয় জিজ্ঞাসাঃ হে নায়িবে রসূল ফিল্ হিন্দ, মুঈনুল মিল্লাত, সুলতানুল আরিফীন, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশ্তি রহমতুল্লাহি আলাইহি! যে হাদিয়া (নিয়ামত)-উনার জন্য আমাকে আসতে বলেছেন, দয়াকরে তা জানাবেন কী?” জানানো হলোঃ হে ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম! আপনাকে দেয়ার জন্য যে নিয়ামত-সমৃদ্ধ হাদিয়া আমার কাছে গচ্ছিত রয়েছে, তা একখানা মুবারক পাগড়ী।

বলা হলো: এ মুবারক হাদিয়া আপনার আওলাদ মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার জন্য। আমি আদিষ্ট হয়ে এ পাগড়ী মুবারকআপনার হাত মুবারকে অর্পণ করছি। আপনি সময়মতোই এসেছেন।

এ কথা শুনে আশিকে ইলাহী, আশিকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফখ্রুল আউলিয়া, লিসানুল হক্ব, ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম-উনার মুবারক দুচোখ বেয়ে অশ্রু নামে। এ অশ্রু অনাবিল প্রশান্তির, অনির্বচনীয় ইত্মিনানের। প্রত্যেক পিতাই তার সন্তানের যোগ্যতা সম্পর্কে অবহিত। বিশেষ ব্যতিক্রম না ঘটলে সন্তান পিতার গুণ-বৈশিষ্ট্যের ধারক ও বাহক হয়ে থাকে। আল্লাহ পাক-উনার লক্ষ্যস্থল বুযূর্গ পিতা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম উনার পাঁচ পুত্র সন্তানের যোগ্যতা ও অবস্থান  সম্পর্কে সম্যক অবহিত। কোন্ সন্তানের জন্য এ মুবারক পাগড়ীতাতিনি জেনে ফেলেছেন। তবুও সবিনয়ে জান্তে চাইলেন: হে আল্লাহ পাক-উনার খাছ্ লক্ষ্যস্থল, সুলতানুল হিন্দ, দলীলুল আরিফীন, ছাহিবে কুন্ ফাইয়াকুন, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশতি রহমতুল্লাহি আলাইহি! এ পাগড়ী মুবারকআমার কোন্ সন্তানের জন্য?”

জানানো হলো: হে মুজাদ্দিদে আযম-উনার সম্মানিত পিতা, ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালাম! এ পাগড়ী মুবারকআপনার তৃতীয় পুত্র সন্তান, আজওয়াদুন্ নাস, খইরুল উম্মাত, খাইরুল বারিয়্যাহ, আতকান্ নাস, মাখযানুল মারিফাত, আশিকুল্লাহ, আশিকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুল মুজাহিদীন, ফক্বীহুল উম্মাত, মুহাক্বিকে যামান, হাদিয়ে মিল্লাত, সিরাজুস্ সালিক্বীন, আফযালুল আউলিয়া, হাকিমুল ইসলাম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুল উলিল আমর, আশরাফুল আউলিয়া, তাজুল মুফাস্সিরীন, রঈসুল মুহাদ্দিছীন, ফখ্রুল ফুক্বাহ, হাকিমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, মুহ্ইস সুন্নাহ, মাহিউল বিদয়াত, ছাহিবুল ইল্হাম,  রসূলে নোমা, সাইয়্যিদুল আউলিয়া, সুলতানুল আরিফীন, নূরে মুর্কারম, ইমামুছ্ ছিদ্দীক্বীন, ছাহিবু সুলতানুন্ নাছীর, কুতুবুল আলম, আল গাউছুল আযম, মুজাদ্দিদুল আযম, কাইয়্যূমুয্ যামান, ইমামুল আইম্মাহ্, ইমামুশ্ শরীয়ত ওয়াত্ তরীক্বত, জামিউল আলকাব, আল জব্বারিউল আউয়াল, আল ক্ববিউল আউয়াল, মুর্শিদে মুকাম্মিল, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান, আল হাসানী ওয়াল্ হুসাইনী ওয়াল্ কুরাঈশী আলাইহিস সালাম-উনার জন্য।

আপনার মুবারক সন্তান আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার মনোনীত খাছ মুজাদ্দিদে আযম। অতি শ্রীঘ্রই উনার প্রভাব ও সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়বে। উনার অকুতোভয় তাজদিদে বাতিল পর্যুদস্ত হবে। ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদী-নাছারাসহ সকল বিধর্মীদের নেপথ্য কূটকৌশলের মূলোৎপাটন হবে এবং তাঁরা পরাভূত হবে। দুনিয়াদার আলিমদের মুখোশ উন্মোচিত হয়ে বিদ্য়াত ও বেশরা এবং অনৈসলামিক সকল নিয়ম-নীতি ও কার্যকলাপ বিদূরিত হবে। অগণিত মানুষ হক্ব মত ও পথে অধিষ্ঠিত  হবে। আপন স্বকীয়তা ও মহিমায় ইসলাম ধর্ম আরেকবার যিন্দা হবে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার যাবতীয় সুন্নত অনুসরণে তিনি যমীনে আল্লাহ পাক-উনার মনোনীত ইসলাম ধর্মের আবাদ করবেন। কালামুল্লাহ শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের অনুশাসনে উনার অমিয় বাণী এবং ধারণাতীত তাজদিদের অপ্রতিরোধ্য প্রভাবে দুনিয়ার অগণিত জনপদের লক্ষ্যভ্রষ্ট অসংখ্য মানুষ ছহীহ্ ও বিশুদ্ধ ঈমান, আক্বীদা ও আমলে হাক্বীক্বী ইসলাম ধর্ম পালনে অভ্যস্ত হয়ে উঠবে।” (চলবে)

আবা-১৭২

0 Comments: