সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার সম্মানিত কুদরত মুবারক ও সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত কুরাইশ বংশ উনার সাইয়্যিদ ছিলেন। সুবহানাল্লাহ! তিনি ছিলেন সমস্ত প্রকার উত্তম গুণাবলী মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ! আরো ছিলেন বেমেছাল খুছূছিয়াত ও বৈশিষ্ট্য মুবারক উনার অধিকারী। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক উনার সাথে ছিলো বেমেছাল তাওয়াল্লুক্ব ও নিসবত মুবারক। সুবহানাল্লাহ! তিনি প্রতিটি ক্ষেত্রেই মহান আল্লাহ পাক উনার সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক দ্বারা পরিচালিত হতেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মহান আল্লাহ পাক উনার কতটুকু মাহবূব ছিলেন এবং মহান আল্লাহ পাক উনার সাথে উনার কত বেমেছাল-তাওয়াল্লুক্ব-নিসবত মুবারক ছিলো তা ‘সম্মানিত যমযম কূপ মুবারক’ পুনরুদ্ধারের ঘটনা মুবারক দ্বারাই স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ! মূলত সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার সম্মানিত কুদরত মুবারক ও সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। সুবহানাল্লাহ! যার কারণে সেই কঠিন সময়ে উনার পক্ষে সম্মানিত যমযম কূপ মুবারক পুনরুদ্ধার করা সহজ এবং সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার সম্মানিত কুদরত মুবারক ও সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন তা নিম্নোক্ত বর্ণনা মুবারক দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। যেমন এই সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছেন,
عَبْدُ الْمُطَّلِبِ (عليه السلام) يَدْعُو اللهَ وَيَقُولُ:
اللهُمَّ أَنْتَ الْمَلِكُ الْمَحْمُودْ . رَبِّي وَأَنْتَ الْمُبْدِئُ الْمُعِيدْ
وَمُمْسِكُ الرَّاسِيَةِ الْجُلْمُودْ ... مِنْ عِنْدِكَ الطَّارِفُ وَالتَّلِيدْ
إِنْ شِئْتَ أَلْهَمْتَ لِمَا تُرِيدْ ... لِمَوْضِعِ الْحِلْيَةِ وَالْحَدِيدْ
فَبَيِّنِ الْيَوْمَ لِمَا تُرِيدْ ... إِنِّي نَذَرْتُ عَاهِدَ الْعُهُودْ
اجْعَلْهُ رَبِّ لِي وَلَا أَعُودْ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া মুবারক করেন, আয় আল্লাহ পাক, আপনি চরম প্রশংসিত এবং সমস্ত কায়িনাতের মালিক। আপনি আমার প্রতিপালক, রব, আপনি সমগ্র সৃষ্টির সূচনাকারী এবং ফেরত দানকারী। আপনি পাথুরে পাহাড়কে সুদৃঢ় করে রেখেছেন। আপনার নিকট থেকে আসে নতুন অর্থ-সম্পদ ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। আপনি ইচ্ছা মুবারক করলে আমার মনে সম্মানিত ইলহাম মুবারক করবেন (মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার) ওই স্থান মুবারক সম্পর্কে যেখানে (সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ইসমাইল আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের) স্বর্ণালঙ্কার ও অস্ত্রশস্ত্র মুবারক প্রোথিত রয়েছে। আজ আপনি আমাকে অবহিত করেন আপনার ইচ্ছা যদি আপনার মর্জি হয়। আমি শপথ করছি, আপনি আমাকে তা দিয়ে দিন। আমি আর চাইবো না।” (দালায়িলুন নুবুওওয়াহ লিলবাইহাক্বী ১/৯৩, আল বিদায়া ওয়ান নিহায়াহ ২/৩০৪, ইবনে ইসহাক্ব ১/২৭ ইত্যাদি)
0 Comments:
Post a Comment