মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারা ইলিম মুবারক উনার মালিক-পর্ব-২১

 

মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারা ইলিম মুবারক উনার মালিক-পর্ব-২১

ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৪ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১৩ই জুমাদাল উখরা শরীফ মুতাবিক ১০ই ছামিন ১৩৯০ শামসী লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, ইলিমের মালিক তো মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারা। উনারা ইলিম না দিলে কিভাবে হবেউনাদের তরফ থেকে তো ইলিম মুবারক আসে। যেমন- মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আল ঊলা হযরত কুবরা আলাইহাস সালাম উনি সর্বপ্রম সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেছেন। উনার পর মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ৩ জন সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেছেন। এটা একদিন আমাকে দেখানো হলো। দেখানো হলো- মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্র হুজরা শরীফ। ওখানে একটা রুম, অনেক বড়। এর মধ্যে একটা চকি মুবারক আছে, সুন্নতি চকি মুবারক। একটা দরজা। মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনি তো আছেন ওখানে। প্রথম প্রবেশ করলেন হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনি। দ্বিতীয় আসলেন হযরত আন নূরুছ ছালিছাহ্ আলাইহাস সালাম উনি। এরপরে তৃতীয় আসলেন আন নূরুর রবিআহ্ হযরত যাহরা আলাইহাস সালাম উনি। উনারা সবাই ছোট ছিলেন। একটু বড় আকারেই দেখেছি। উনারা এসেছেনবসেছেন। তারপর উনারা সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করলেন। এর কিছুক্ষণ পর আসলেন হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনি। উনি যখন আসলেন, তখন উনারা ৩ জন সবাই দাঁড়িয়ে উনাকে সম্মান করলেন। যেহেতু উনি বড় উনাদের। মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার চকি মুবারক উনার সামনে রুমটা অনেক বড়। সামনে বসার অনেক জায়গা আছে। একটা কিছু বিছানো আছে। কি বিছানো আছে এটা আমি খেয়াল করিনি। ওখানে উনি বসলেন। উনাদের চারজনকে সামনে বসালেন। উনি উনাদেরকে বসিয়ে ঐ বিষয়টা তালীম মুবারক দিচ্ছেন, বিষয়টা বুঝাচ্ছেন। উনারা তালীম মুবারক নিচ্ছেন, বুঝতেছেন। আসলে উনি তো ইলিম মুবারক দান করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলিম মুবারক উনারা দান করেন। আবার এদিক দিয়ে হচ্ছেন- মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আছ ছালিছাহ্ হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনি। উনি তো সরাসরি আমাকে বলেছেনই যে, আমার কাছে আসতে হবে না? আমি বলেছি, হ্যাঁ; অবশ্যই আসতে হবে। তিনি বললেন, আমি তো ইলিম মুবারক উনার মালিক। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো বলেছেন, আমার কাছ থেকে ইলিম মুবারক শিখতে। আমি বললাম, হ্যাঁআপনার কাছ থেকে ইলিম মুবারক শিখতে হবে। উনারাই এগুলি আমাকে শিখান। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনিও আছেন। তবে এখানে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্য থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আল ঊলা হযরত কুবরা আলাইহাস সালাম উনি এবং মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আছ ছালিছাহ্ হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনি অর্থাৎ উনারা দুজন মূল। উনাদের তরফ থেকে ইলিম মুবারক আসেন। মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আছ ছালিছাহ্ হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনি তো বলেছেন যে, কোন্ সম্মানিত আয়াত শরীফ কখন, কিভাবে, কি প্রসঙ্গে নাযিল হয়েছেন, সেটা আমার সব মুখস্থ আছে। এখন উনারা যতোটুকু দেন আস্তে আস্তে। তাহরীম, ঈলা, তাখীর সম্পর্কে তো মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আছ ছালিছাহ্ হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনি আমাকে জানিয়েছেন। এছাড়া জানার তো কোনো সুযোগ নেই। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) একদম পুরো ঘটনা আমাকে দেখিয়েছেন। এটাও দেখালেন। আর ইলিম মুবারক তো উনারাই দান করেন। এখন ইলিম কোথায় পাওয়া যাবে? বাজারে তো নেই। বই-পুস্তকে তো নেই। আর আমি তো বলেছি অনেক বার, আসলে উনারা কিন্তু ২৪ ঘন্টাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক করেন। এটা মানুষ জানে না। এই মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক-এ উনারা মশগূল আছেন ২৪ ঘন্টা। কাফিরগুলি ভুল ব্যাখ্যা করে। উনাদের তো অনেক খুছূছিয়াতবৈশিষ্ট, ফযীলত মুবারক। সব তো আর ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এখন যতোটুকু উনারা আস্তে আস্তে প্রকাশ করেন, ততটুকুই। এছাড়া আর কিভাবে হবে? (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) শুনো, মনে রাখো, মানুষকে বলো। উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছানাছিফত মুবারক করেন সব সময়। উনি যে তালীম দিলেন, উনি উনাদেরকে এগুলিই তালীম দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে খুছূছিয়াত মুবারক, এই খুছূছিয়াত মুবারক তো মানুষ জানে না। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)

0 Comments: