কাফির মুশরিকদের বিরুদ্ধে বদ দো‘আ করলে উনারা খুব খুশি মুবারক প্রকাশ করেন- পর্ব-১৯
ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৪ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ২রা রবীউছ ছানী শরীফ লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “আমরা মুনাজাত করি সবসময়। অনেক কিছু বলি। কাফির মুশরিকদের বিরুদ্ধে যখন আমি বদদো‘আ করি, প্রতিদিন আমি দেখতে পাই যে, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তো আছেনই, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও খুব খুশি মুবারক প্রকাশ করেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) উনারা বলেন যে, এদের বিরুদ্ধে ধ্বংসের জন্য আরো দো‘আ করা হোক। বেয়াদবগুলি উনাদের শান-মান মুবারক উনার বিরুদ্ধে বলে যাচ্ছে, এদের বিরুদ্ধে আরো বেশি বদদো‘আ করা হোক। এটা প্রতিদিন আমি দেখি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) উনারা যেমন খুশি প্রকাশ করেন এবং উনারা আমাকে বলতে থাকেন, যেন আরো বেশী করে এদের বিরুদ্ধে বদদো‘আ করি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) বুঝতে পারলে? কাজেই উনাদের ছানা-ছিফত মুবারক যতো বেশি করা যাবে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ততো বেশী খুশি হবেন।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)

0 Comments:
Post a Comment