দেওবন্দী মালানারা নুর !!!!

Related imageদেওবন্দী মালানারা নুর !!!!

আর তাদের আলেম রশিদ আহমেদ গাংগুহিকে নিয়ে ওদের আকিদা হচ্ছে ;-
১. মাওলানা রশীদ আহমাদ সাহেব তো নূর এ নূর । তার মধ্য আর কিছুই নেই ।
(তাজকিয়াতুর রশীদ , পেজ ৩৫৯ )
২. এমন কি এই রশীদ আহমেদ গাংগুহি কে নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তুলনা করে মৌলভী মাহমুদুল হাসান লিখেছে যে ;-
প্রবৃত্তি পুজারীদের আবার হয়ত উলু হুবল ( হুবল মুর্তির জয় ) উচ্চারিত হল । প্রশ্ন করা হল এটা কেন ?
জবাব দেয়া হল যে ;- ইসলামের প্রবর্তকের নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'র দ্বীতিয় সানী (দ্বীতিয় জন) এ জগত থেকে উঠে গেছে (মরে গেছে )
( মরসিয়াহ পৃ ৭ )
রশীদ গাংগুহির মৃত্যুর পর এই শোকগাথা রচনা করে মৌলভী মাহমুদুল হাসান ।
এই কারনেই কি আমাদের নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর অস্বীকার করে গাংগুহি কে নূর বল ?
আমাদের নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শরির মাটির , আর তাদের আলেম পুরাই নূর !!

৩. বেহেস্তি যেওর কিতাবের লেখক পরিচিতিতে আশরাফ আলি থানবীর কারামত বর্ননা করতে গিয়ে লিখে যে ;-
হযরত মালানা আশরাফ আলী থানবী দেশে ফিরিবার সময় বকশী নজির হোসেন ছাহেব স্বপ্নে দেখে যে ;- মালানা সাহেব জাহাজ হইতে অবতরন করিতেছে আর তার নূরে পুরো হিন্দুস্থান নূরানী হইয়া উঠিয়াছে
( বেহেস্তি যেওর লেখক পরিচিত পৃ ৮)
আর সে সুরা মায়েদা আয়াত নং ১৫ এর তাফসীর করেছে নিজে নিজে যে আসলে নূর ও কিতাব বলতে কোরান কে বোঝানো হয়েছে ।নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নয় !! নাউযুবিল্লাহ
আর এটার দলিল দিতে সে পেশ করেছে ৩ টা তাফসীরের নাম রেফারেন্স ছাড়া , (১) ইবনে কাসীর (২) বয়ানুল কোরান ও (৩) মা'আরিফুল কোরান ।


বয়ানুল কোরান লিখেছে বিখ্যাত চটি লেখক ও সেক্স বিষ্শজ্ঞ আশরাফ আলী খাম্বা আর মা আরিফুল কোরান লিখেছে তাদেরই আলেম সফী (পাকিস্তানি )।

0 Comments: