খলীফাতুল মুসলিমীন হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু জুমার খুৎবা অবস্থায় পারস্যের যুদ্ধরত মুসলিম সেনাপতিকে ইয়া সারিয়াতুল জাবাল বলে সম্বোধন করার ঘটনাটি সত্য।
এ সম্পর্কিত একটা বর্ণনা সম্পর্কে ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেছেন,
তার সনদ হাসান পর্যায়ের এবং ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি বলেছেন,
হাযা ইসনাদুন জাইয়্যেদুন হাসানুন।
দেখুন : আলইসাবা ৩/৫-৭; আলবিদায়া ওয়ান নিহায়া ১০/১৭৩
অতএব ঘটনাটি বর্ণনাযোগ্য। ।
📕 ২৩ হিজরীর প্রথম দিকে শুক্রবারে উমার ইবনুল খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদে নববীতে খুতবা প্রদান কালে উচ্চস্বরে বলে উঠেন “হে সারিয়া, পাহাড়ে যাও”। সে সময়ে একজন মুসলিম সেনাপতি সারিয়া ইবন যুনাইম পারস্যের এক যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করছিলেন। তিনি যুদ্ধে পরাজিত হওয়ার উপক্রম করছিলেন। এমতাবস্থায় তিনি উমার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই বাক্যটি শুনতে পান এবং পাহাড়ে আশ্রয়ে যুদ্ধ জয়লাভ করেন” (তাবারী, তারীখ ২/৫৫৩-৫৫৪; বাইহাকী, আল-ইতিকাদ, পৃ. ৩১৪; ইবনু হাজার, আল-ইসাবা ৩/৫-৬; সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ৪৬৮; আজলূনী, কাশফুল খাফা ২/৫১৪-৫১৫)
-আল ইসাবা ফী তাময়িযিস সাহাবা ৩/৫-৭, হাদীস : ৩০৩৬;
আলবিদায়া ওয়ান নিহায়া ১০/১৭৩;
আলকামিল ফিততারীখ ৩/৪২;
আলমুনতাযাম ফী তারীখিল মুলূক ওয়াল উমাম ৪/৩২৫-৩২৬;
তারীখে তবারী পৃ. ৬৯৮;
সিলসিলাতুল আহাদীসিস সহীহা ৩/১০১, হাদীস : ১১১০;
তারিখে দামেশক ২০/২৪
0 Comments:
Post a Comment