আশরাফ আলী থানবির নুরের দলিল
দেওবন্দী আলেম মালানা আশরাফ আলী থানবী তার "নশরুত্তীব ফি যিকরিন্নাবিয়্যিল হািবব" কিতাবের ২৫ পৃষ্ঠায় কি লিখেছে দেখুন।
১. ১ মটি মূল কিতাবের ছবি।
২. হযরত জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, তিনি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে জানতে চাইলেন সর্বপ্রথম আল্লাহ কোন বস্তু সৃজন করেছেন।হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ! সবার আগে যা সৃজন সেটা আপনার নবী ও রাসুল হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুর।.......হাদিসটি দীর্ঘ।( মুসান্নাফে আব্দুর রাজ্জাক)
৩.আশরাফ আলী থানবী এ কিতাবের ২৬ পৃষ্ঠায় সে আরেটি হাদিস বর্ণনা করেছে তা হলো।
হযরত আলী আলাইহিস সালাম বলেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিস সালাম এর সৃজন হওয়ার ১৪ হাজার বছর পূর্বে আল্লাহর দরবারে নূর হিসেবে বিদ্যমান ছিলাম।(আহকাম ইবনে কাত্তান)
অথচ তার অনুসারীরা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর বললেই কাফের ফাত্ওয়া দিতে শুরু করে। তাই আমরা বলবো যে এখন তোমাদের ফাত্ওয়ায় তোমাদের মুরুব্বি আশরাফ আলী থানবী কি হয়? মুসলমান নাকি কাফের?
২. হযরত জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, তিনি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে জানতে চাইলেন সর্বপ্রথম আল্লাহ কোন বস্তু সৃজন করেছেন।হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ! সবার আগে যা সৃজন সেটা আপনার নবী ও রাসুল হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুর।.......হাদিসটি দীর্ঘ।( মুসান্নাফে আব্দুর রাজ্জাক)
৩.আশরাফ আলী থানবী এ কিতাবের ২৬ পৃষ্ঠায় সে আরেটি হাদিস বর্ণনা করেছে তা হলো।
হযরত আলী আলাইহিস সালাম বলেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিস সালাম এর সৃজন হওয়ার ১৪ হাজার বছর পূর্বে আল্লাহর দরবারে নূর হিসেবে বিদ্যমান ছিলাম।(আহকাম ইবনে কাত্তান)
অথচ তার অনুসারীরা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর বললেই কাফের ফাত্ওয়া দিতে শুরু করে। তাই আমরা বলবো যে এখন তোমাদের ফাত্ওয়ায় তোমাদের মুরুব্বি আশরাফ আলী থানবী কি হয়? মুসলমান নাকি কাফের?
0 Comments:
Post a Comment