১০০টি চমৎকার ঘটনা -পর্ব-৫০( শাহাদাত বরণের পূর্বেই যাকে শহীদা বলে ডাকা হতো)

শাহাদাত বরণের পূর্বেই যাকে শহীদা বলে ডাকা হতো-পর্ব-৫০

একজন আনছারী মহিলা ছাহাবী, উনার আসল নাম ইতিহাসে উল্লিখিত হয়নি তবে উনার কুনিয়াত ছিল উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। ইসাবাহ গ্রন্থে উনার পরিচয় সম্পর্কে উল্লেখ আছে উম্মে ওয়ারাকা বিনতে আবদুল্লাহ ইবনে হারিস ইবনে উয়াইমির ইবনে নওফেল। খুব সম্ভবত হিজরতের পর তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাত মুবারকে ইসলাম গ্রহণ করেন। বদর যুদ্ধের প্রস্তুতিকালে উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে নিবেদন করেন, আমাকেও জিহাদে অংশ গ্রহণের অনুমতি দেয়া হোক। আমি আহত এবং রোগাক্রান্তদের সেবা করবো। হতে পারে মহান আল্লাহ পাক আমাকে শাহাদাত নসীব করবেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আপনি গৃহেই থাকুন, মহান আল্লাহ পাক আপনাকে সেখানেই শাহাদাত দান করবেন। তিনি যেহেতু পবিত্র কুরআন শরীফ পড়তে জানতেন, তাই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে গৃহেই মহিলাদের ইমাম করেন। হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার একজন গোলাম এবং একজন দাসীকে কথা দিয়েছিলেন যে, আমার ইন্তেকালের পর তোমরা আযাদ হয়ে যাবে। কিন্তু তারা নির্দিষ্ট সময় আসার পূর্বেই উনার সেই প্রতিশ্রুতির সুযোগ নেয়ার ষড়যন্ত্র করে। তাই এক রাত্রে চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশে এসে তারা হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে নির্মমভাবে শহীদ করে। এ ঘটনার পর তারা দু'জনই পলায়ন করে। ভোরে হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম তিনি হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার গৃহে গিয়ে দেখেন তিনি ঘরের এক কোণে চাদর মুড়ি দিয়ে পড়ে রয়েছেন। এ দৃশ্য দেখে তিনি আক্ষেপ করে বললেন, মহান আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিকই বলেছেন। অতঃপর মসজিদে এসে মিনারে দাঁড়িয়ে এ খবর প্রচার করেন এবং অভিযুক্ত গোলাম ও দাসীকে গ্রেফতার করে আনার নির্দেশ দেন। তাদেরকে গ্রেফতার করে আনা হলে উভয়কে শুলীবিদ্ধ করা হয়। এরা হচ্ছে প্রথম মুনাফিক, যাদেরকে পবিত্র মদীনা শরীফে শুলীবিদ্ধ করা হয়। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে দেখতে উনার গৃহে গমন করতেন এবং উনাকে শহীদা বলে ডাকতেন। এজন্য হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার শাহাদাতের পর বললেন, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিকই বলতেন, চলুন শহীদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার গৃহে যাই।

0 Comments: