সম্মানিত যাকাত শব্দের অর্থ
সম্মানিত
যাকাত শব্দের আভিধানিক ও পারিভাষিক অর্থ : زَكٰوةٌ ‘যাকাত’ শব্দের একটি আভিধানিক অর্থ হচ্ছে বরকত বা বৃদ্ধি। যেহেতু
সম্মানিত যাকাত আদায়ের ফলে যাকাতদাতার মাল বাস্তবে কমে না; বরং বৃদ্ধি পায়, বরকত হয়। আর ‘যাকাত’ শব্দের অন্য আরেকটি আভিধানিক অর্থ হলো পবিত্রতা বা
পরিশুদ্ধি। যেহেতু সম্মানিত যাকাত আদায়ের ফলে সম্পদ হারাম হওয়া থেকে পবিত্র হয় এবং
জিসমানী ও রূহানী মুহলিকাত বা কলুষতা হতে পবিত্রতা লাভ হয়।
সম্মানিত
শরীয়ত উনার পরিভাষায় হাওয়ায়িজে আছলিয়াহ (الْاَصْلِيَةُ
اَلْـحَوَائِجُ) বা মৌলিক চাহিদা মিটানোর পর অতিরিক্ত যদি কোন মাল বা অর্থ-সম্পদ
নিছাব পরিমাণ তথা ২০ মিছকাল অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা ২০০ দিরহাম অর্থাৎ
সাড়ে ৫২ তোলা রৌপ্য অথবা এ সমপরিমাণ অর্থ-সম্পদ কারো অধীনে চন্দ্র বছর অনুযায়ী
পূর্ণ এক বছর থাকে তাহলে তা থেকে ৪০ ভাগের ১ ভাগ মাল বা অর্থ-সম্পদ সম্মানিত যাকাত
বা ছদকা গ্রহণের উপযোগী কোন গরীব, ফকীর-মিসকীন
মুসলমানকে তথা পবিত্র শরীয়ত কর্তৃক নির্ধারিত খাতে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি
লাভের উদ্দেশ্যে বিনা স্বার্থে ও বিনা শর্তে প্রদান করাকে সম্মানিত যাকাত বলে।
(মুখতাছরুল কুদূরী, আল হিদায়া)
আবার, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্কসম্পন্ন নিছাব পরিমাণ বর্ধনশীল সম্পদের অধিকারী প্রত্যেক
মুসলমান ব্যক্তির পক্ষ থেকে উক্ত নিছাবের উপর পূর্ণ এক চন্দ্র বছর অতিবাহিত হলে, সম্মানিত শরীয়ত কর্তৃক নির্ধারিত অংশ নির্দিষ্ট ব্যক্তিদের
মালিক বানিয়ে দেয়াকে সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় সম্মানিত যাকাত বলে। (আদ্দুররুল
মুখতার ২/২৫৬-২৫৭)
اِيْتَاءُ ইতা শব্দের আভিধানিক অর্থ : মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন
শরীফ উনার মধ্যে زَكٰوةٌ ‘যাকাত’, صدقات ‘ছদাক্বাহ’ এবং انفاق ‘ইনফাক্ব’ শব্দ মুবারক দ্বারা সম্মানিত যাকাত বিষয়ে বুঝিয়েছেন। আর
এই যাকাত আদায় করার বিষয়টি বুঝাতে যাকাত শব্দ মুবারক উনার সাথে বিভিন্ন রূপে اِيْتَاءُ ইতা শব্দ মুবারক ব্যবহৃত হয়েছে। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে اِيْتَاءُ ইতা শব্দ মুবারক ৯টি রূপে ১৮টি পবিত্র সূরা শরীফ উনাদের মধ্যে ২৭
বার ব্যবহৃত হয়েছে। নি¤েœর সারণীতে তা তুলে ধরা হলো-
আরবী অর্থ কতবার আয়াত শরীফ নং
اِيْتَاءُ আদায় করা ২ পবিত্র সূরা আম্বিয়া শরীফ : ৭৩
পবিত্র সূরা নূর শরীফ : ৩৭
اٰتَى তিনি আদায় করেছেন ২ পবিত্র সূরা বাক্বারা শরীফ : ১৭৭
পবিত্র সূরা তওবা শরীফ : ১৮
اٰتَوُا উনারা আদায় করেছেন ৪ পবিত্র সূরা বাক্বারা শরীফ : ২৭৭
পবিত্র সূরা তওবা শরীফ : ৫, ১১
পবিত্র সূরা হজ্জ শরীফ : ৪১
اٰتُوْا আপনারা আদায় করুন ৮ পবিত্র সূরা বাক্বারা শরীফ : ৪৩, ৮৩, ১১০
পবিত্র সূরা নিসা শরীফ : ৭৭
পবিত্র সূরা হজ্জ শরীফ : ৭৮
পবিত্র সূরা নূর শরীফ : ৫৬
পবিত্র সূরা মুজাদালাহ শরীফ : ১৩
পবিত্র সূরা মুযযাম্মিল শরীফ : ২০
مُؤْتُوْنَ আদায়কারীগণ ১ পবিত্র
সূরা নিসা শরীফ : ১৬২
اٰتَيْتُمْ আপনারা আদায় করবেন ২ পবিত্র
সূরা মায়িদা শরীফ : ১২
পবিত্র সূরা রূম শরীফ : ৩৯
يُؤْتُوْنَ উনারা আদায় করেন ৬ পবিত্র
সূরা মায়িদা শরীফ : ৫৫
পবিত্র সূরা আ’রাফ শরীফ : ১৫৬
পবিত্র সূরা তওবা শরীফ : ৭১
পবিত্র সূরা নামল শরীফ : ৩
পবিত্র সূরা লুকমান শরীফ : ৪
পবিত্র সূরা হা-মীম সাজদাহ শরীফ :
৭
اٰتِيْنَ আপনারা (মহিলা) আদায় করুন ১ পবিত্র সূরা আহযাব শরীফ : ৩৩
يُؤْتُوْا উনারা যেন আদায় করেন ১ পবিত্র সূরা বাইয়্যিনাহ শরীফ : ৫
পবিত্র
কুরআন শরীফ উনার মধ্যে সম্মানিত নামায কায়িম করার ক্ষেত্রে যেরূপ ইক্বামা শব্দ
মুবারক ব্যবহৃত হয়েছে, যদ্বারা শুধু
নিজে নামায পড়া বুঝায় না বরং নিজে নামায পড়া ও অন্যদেরকেও নামায পড়তে উৎসাহিত-অনুপ্রাণিত করার মাধ্যমে নামাযে নিয়ে আসা বুঝায়। অর্থাৎ
সমাজে নামাযকে প্রতিষ্ঠিত করা বুঝায়।
ঠিক
তেমনি যাকাত আদায় করার ক্ষেত্রেও اِيْتَاءُ ইতা’ শব্দ মুবারক ব্যবহৃত হয়েছে, যদ্বারা শুধু নিজে যাকাত প্রদান করা বুঝায় না, বরং নিজ থেকে নিজের ফরয যাকাত আদায় করে ইসলামী শরীয়তসম্মত স্থানে উক্ত যাকাত
প্রদান করার পাশাপাশি অন্যদের থেকেও ফরয যাকাত সংগ্রহ করে ইসলামী শরীয়তসম্মত
স্থানে উক্ত যাকাত প্রদান করাকে বুঝায়। অর্থাৎ সমাজে যাকাত ব্যবস্থা নিজে কায়িম
করাকে বুঝানো হয়েছে।
যাকাত প্রদান করুন
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-
Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana
A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh
Account no.2
name:-MD. Mufizul Islam
A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH
Account no.3
name:-MD. Mufizul Islam
A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH
Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422
Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605
0 Comments:
Post a Comment